Latest Electric Motorcycle: ইলেকট্রিক ভেহিকলের বাজারে যেন জোয়ার এসেছে দেশে। একের পর এক ইলেকট্রিক স্কুটার ও বাইক লঞ্চ হচ্ছে ভারতে। নামীদামি একাধিক সংস্থা যেমন তাদের বিদ্যুচ্চালিত বাইক বা স্কুটার লঞ্চ করছে, তেমনই আবার একাধিক স্টার্ট-আপও এই দৌড়ে সমানতালে টক্কর দিয়ে চলেছে। সেরকমই এক EV স্টার্ট-আপ হল ABZO Motors। সংস্থাটি এই প্রথম দেশে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল, যার নাম ABZO VS01। নতুন ই-বাইকের দাম শুরু হচ্ছে 1.80 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। মোটরসাইকেলের এক্কেবারে হাই-এন্ড মডেলের দাম 2.22 লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন বাইকটিতে পাওয়ারের জন্য রয়েছে একটি 72V 70 Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। এক চার্জে ইলেকট্রিক মোটরসাইকেলটি 180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
ABZO VS01 ই-বাইকে রেট্রো-থিমের ক্রুজ়ার ডিজ়াইন দেওয়া হয়েছে। মোট চারটি ভিন্ন রঙে পাওয়া যাবে ইলেকট্রিক মোটরসাইকেলটি: ইম্পেরিয়াল রেড, মাউন্টেইন হোয়াইট, জর্জিয়ান বে এবং ব্ল্যাক। LED হেডলাইট এবং টেইলল্যাম্প দেওয়া হয়েছে। সেই সঙ্গে থাকছে একটি সম্পূর্ণভাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটি চালিত হবে 17 ইঞ্চির অ্যালয় হুইলে, যাকে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। ডাইমেনশনের দিক থেকে বাইকটিতে রয়েছে 1,473 mm লম্বা হুইলবেস, 158 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিট হাইট 700 mm।
ABZO VS01 বাইকটি 8.44 bhp পিক পাওয়ার চার্ন আউট করতে পারে এবং সর্বাধিক 190 mm পিক টর্ক দিতে পারে। মোট তিনটি রাইডিং মোড রয়েছে ই-বাইকটির: ইকো, নর্মাল এবং স্পোর্টস। এই তিন ভিন্ন মোডের স্পিড রেঞ্জ যথাক্রমে: 45 kmph, 65 kmph এবং 85 kmph। বাইকটি সম্পূর্ণ ভাবে চার্জ করা থাকলে 180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে, কোম্পানির দাবি অন্তত তেমনই। রিজেনারেটিভ ব্রেকিং টেকনোলজি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থা। রেগুলার চার্জার দিয়ে চার্জ করতে 6 ঘণ্টা 35 মিনিট সময় নেয় বাইকটি। এখন যদি আপনি ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করেন, তাহলে মাত্র 3 ঘণ্টা 20 মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে চার্জ হয়ে যাবে বাইকটি।
সাসপেনশন ডিউটির জন্য মোটরসাইকেলটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবসর্বার রয়েছে। ব্রেকিং ডিউটির জন্য বাইকটির ফ্রন্ট ও রিয়ার হুইলে ডিস্ক ব্রেক রয়েছে, যা পেয়ার করা রয়েছে কম্বি-ব্রেকিং সিস্টেমের সঙ্গে। এছাড়া রাইডার যাতে ঝক্কিহীন ভাবে বাইকটি চালাতে পারেন, তার জন্য এতে রিভার্স মোড দেওয়া হয়েছে।