Ather 450S ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে গেল খুব কম দামে, এক চার্জে 115 কিলোমিটার দৌড়বে
Ather 450S স্কুটারের দাম শুরু হচ্ছে 1,29,999 টাকা (রাজ্যের ভর্তুকি ব্যতিরেকে) থেকে। Ather-এর 450 রেঞ্জের মডেলের মধ্যে এটিই এখন এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট। এই লেটেস্ট মডেলে দেওয়া হয়েছে একটি 3 kWh ব্যাটারি। Ather 450S ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ 115 কিলোমিটার।
Latest E-Scooter: বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Ather Energy একটি কম দামি ই-স্কুটার লঞ্চ করল। নতুন স্কুটারের নাম Ather 450S। স্কুটারের দাম শুরু হচ্ছে 1,29,999 টাকা (রাজ্যের ভর্তুকি ব্যতিরেকে) থেকে। Ather-এর 450 রেঞ্জের মডেলের মধ্যে এটিই এখন এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট। এই লেটেস্ট মডেলে দেওয়া হয়েছে একটি 3 kWh ব্যাটারি। Ather 450S ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ 115 কিলোমিটার। অর্থাৎ এক চার্জে স্কুটারটি 115 কিলোমিটার দৌড়তে পারবে। এছাড়া ই-স্কুটারটির সর্বাধিক গত 90 কিলোমিটার প্রতি ঘণ্টা।
জুলাই মাস থেকে দেশে Ather 450S-এর বুকিং শুরু হবে। দেশের সমস্ত অথোরাইজ়ড ডিলারশিপ থেকে স্কুটারটি বুক ও ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই মডেল বুক করা যাবে। এখন এই Ather 450S ইলেকট্রিক স্কুটারটি বিক্রয় করা হবে 450X এবং 450X Pro Pack-এর সঙ্গেই।
নতুন স্কুটার লঞ্চ করে Ather Energy-র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বলছেন, “450 প্ল্যাটফর্মটি আমাদের জন্য অত্যন্ত সফল হয়েছে। আমরা এটিকে আরও একটা বড় সংখ্যার ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, যাঁরা কম দামের ইলেকট্রিক স্কুটার খুঁজছেন। 450S আমাদের নতুন এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট। যাঁরা বৈদ্যুতিক বিভাগে প্রবেশ করতে চান, এই Ather স্কুটার তাঁদের গুণমান এবং নিশ্চয়তা দিতে পারবে। এই ক্যাটেগরির মধ্যে 450S নতুন ভিত্তি তৈরি করবে এবং পারফরম্যান্স স্কুটার সেগমেন্টে প্রথম ধরনের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি অফার করবে, যা দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার সঙ্গেই রাইডিংয়ে আনন্দ এবং নিরাপত্তার বিষয়টিও জোরদার করবে।”
“FAME II সংশোধনের ফলে প্রায় 32,000 টাকা ভর্তুকি কমে গিয়েছে। তবে, Ather দেশের মানুষের ইভি-কে সাদরে গ্রহণ করার লক্ষ্যে ভর্তুকি হ্রাসের পরেও কম দামের ই-স্কুটার তুলে দিতে চায়। আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার – 450X প্রো প্যাক, যার দাম 165,000 টাকা (এক্স-শোরুম ব্যাঙ্গালোরে) দামে পাওয়া যাবে। এই দাম মার্চ 2023-এর তুলনায় সামান্য বেশি।”