Ather Energy: আগামী ৬ মাসের জন্য এই সংস্থার সমস্ত ই-স্কুটারে ফ্রি’তে দেওয়া হবে কানেক্টিভিটি পরিষেবা

Ather Energy- র সমস্ত ই-স্কুটারে বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে দেওয়া হবে কানেক্টিভিটি ফিচার। টুইট করে এই দিওয়ালি বোনাঞ্জা অফারের কথা ঘোষণা করেছেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও তরুণ মেহতা। 

Ather Energy: আগামী ৬ মাসের জন্য এই সংস্থার সমস্ত ই-স্কুটারে ফ্রি'তে দেওয়া হবে কানেক্টিভিটি পরিষেবা
এই সংস্থার ইলেকট্রিক স্কুটারে আগামী ৬ মাসের জন্য থাকবে ফ্রি কানেক্টিভিটি ফিচার।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 6:34 PM

দিওয়ালি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী Ather Energy সংস্থা। মূলত দু’চাকার ইলেকট্রিক যান বা ইলেকট্রিক স্কুটার নির্মাণ করে এই সংস্থা। তবে এবার এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও তরুণ মেহতা জানিয়েছেন, আগামী ৬ মাসের জন্য তাঁদের সংস্থা Ather Energy- র সমস্ত ই-স্কুটারে বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে দেওয়া হবে কানেক্টিভিটি ফিচার। টুইট করে এই দিওয়ালি বোনাঞ্জা অফারের কথা ঘোষণা করেছেন তরুণ মেহতা।

এর পাশাপাশি Ather সংস্থা এও জানিয়েছে যে আগামী দিনে তারা তাদের Ather Connect পরিষেবা নতুন করে ডিজাইন করার পরিকল্পনাও করছে। আসলে বেঙ্গালুরুর এই স্টার্টআপ বিশ্বাস করে যে কানেক্টিভিটি এবং ইলেকট্রিক ভেহিকেল একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে ইলেকট্রিক ভেহিকেল বিশেষ করে ই-স্কুটারের। আর তাই Ather Energy আগামী ৬ মাসের জন্য তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটারে বিনামূল্যে কানেক্টিভিটি ফিচার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থার সিইও তরুণ মেহতার কথায়, Ather Energy ইলেকট্রিক স্কুটার ব্যবহারের সময় ইউজারের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেইজন্য সমস্ত স্কুটারে যুক্ত করা হবে Ather Connect ফিচার। এর মধ্যে আরোহীর সফর সুবিধার করার জন্ত থাকবে রুট প্ল্যান, নেভিগেশন, চার্জি দেওয়ার জায়গা, সার্ভিসিং এবং কাস্টোমাইজেশন— এইসব সুবিধা। এর ফলে আরও ভালভাবে এবং সহজে, ঝঞ্ঝাটহীন ভাবে Ather Energy ইলেকট্রিক স্কুটারে যাতায়াত করা সম্ভব হবে।

দেখুন তরুণ মেহতার টুইট

আগামী ১৫ নভেম্বর থেকে এই সুবিধা চালু হচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল নির্মাণ সংস্থা জানিয়েছে ১৫ নভেম্বর ২০২১ থেকে ১৫ মে ২০২২ সাল পর্যন্ত Ather Energy- র সমস্ত ইলেকট্রিক স্কুটারে যুক্ত থাকবে ফ্রি কানেক্টিভিটি। জানা গিয়েছে, Ather 450X, Ather  450 Plus এবং Ather 450, এই তিনটি ইলেকট্রিক স্কুটারে Ather কানেক্ট প্রো সাবস্ক্রিপশন যুক্ত থাকবে একদম বিনামূল্যে। যদি বর্তমানে কোনও গ্রাহকের ক্ষেত্রে কানেক্ট লাইট কিংবা প্রো সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করা থাকে, তাহলে ওই প্ল্যানের সাবস্ক্রিপশন মূল্য গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে। আর যাঁরা এখনও সাবস্ক্রিপশন নেননি, তাঁরা ১৫ নভেম্বর থেকে ফ্রি কানেক্টিভিটি পরিষেবা পাবেন একদম আগামী বছর ১৫ মে পর্যন্ত।

বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী এই স্টার্টআপ দেশে যথেষ্ট জনপ্রিয়। ২০২২ সালের মার্চ মাসের মধ্যে ভারতের ৫০টি শহরে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা রুয়েছে কর্তৃপক্ষের। আগামী দু’বছর এই পরিমাণ বাড়িয়ে ১০০ করতে চান তাঁরা। ইলেকট্রিক স্কুটারে চার্জ দেওয়া জন্য Ather Grid নামের ফাস্ট চার্জিং নেটওয়ার্কও তৈরি করেছে বেঙ্গালুরুর এই সংস্থা। আগামী দু’বছরের মধ্যে নতুন ই-স্কুটারের মডেল তৈরির পরিকল্পনাও রয়েছে Ather Energy কোম্পানির। এর পাশাপাশি চলতি বছর শেষ হওয়ার আগে ভারতজুড়ে ২০০টি ফাস্ট চার্জিং পয়েন্ট তৈরি করতে চায় এই সংস্থা। সেই সঙ্গে প্রতি মাসে ৪৫টি ফাস্ট চার্জিং ইউনিট তৈরির লক্ষ্যমাত্রাও স্থির হয়েছে। বর্তমান আর্থিক বর্ষের শেষে ৫০০ ইউনিট ফাস্ট চার্জিং নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- 2021 Maruti Suzuki Celerio: ভারতে আসছে মারুতি সুজুকি সিলেরিও গাড়ির নতুন ভ্যারিয়েন্ট, কবে লঞ্চ?