Bajaj Pulsar NS 125: স্পোর্টস বাইক মানেই তরুণ প্রজন্মের কাছে আলাদা একটা উন্মাদনা। তাদের উচ্চগতি এবং নজরকাড়া লুক দেখে মুখ ফেরাতে পারেন না অনেকে। কিন্তু স্পোর্টস বাইক কিনতে গিয়ে কয়েক পা এগিয়েও পিছিয়ে আসতে হয়। তার কারণ, তাদের লাগামছাড়া দাম। এই ক্যাটেগরির অন্যতম জনপ্রিয় বাইক হল Bajaj Pulsar NS 125। Bajaj Auto-র এই বাইকটির মধ্যে স্পোর্টস বাইকের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। অন্যান্য স্পোটস বাইকের তুলনায় এর দাম অনেকটাই কম। পাশাপাশি মাইলেজ, স্পিড এবং স্টাইলের দিক থেকেও Bajaj Pulsar NS 125-এর জুড়ি মেলা ভার। বাজাজ যখন এই বাইকটি ভারতে লঞ্চ করেছিল, তখন তার একটিই মাত্র ভ্যারিয়েন্ট ছিল। বাইকটির দাম শুরু হচ্ছে মাত্র 1,04,371 টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে। এবং এর অনরোড প্রাইস 1,22,308 টাকা।
এখন এই Bajaj Pulsar NS 125 আপনি পেয়ে যেতে পারেন খুবই কম দামে। আপনার কল্পনার থেকেও কম দামে। তবে হ্যাঁ, সে ক্ষেত্রে কিছু শর্তাবলীও প্রযোজ্য। কীরকম শর্ত? আসুন জেনে নেওয়া যাক, কীভাবে কম দামে আপনি Bajaj Pulsar NS 125 স্পোর্টস বাইকটি ক্রয় করতে পারেন।
Bajaj Pulsar NS 125: ফাইন্যান্স প্ল্যান
না, একটা এক লাখি বাইক আপনাকে কেউই মাত্র 11,000 টাকায় দিতে পারবে না। সেটা সম্ভব নয়। হ্যাঁ, তবে ব্যাঙ্কের অফার বা ফাইন্যান্স অপশন থাকলে অনেক ক্ষেত্রে তা সম্ভবপর হয়। ঠিক যেমনটা হয়েছে Bajaj Pulsar NS 125-এর ক্ষেত্রে। এই বাইকটি আপনি পেয়ে যেতে পারেন মাত্র 11,000 টাকায়, তখনই যখন আপনি এই মূল্য ডাউন পেমেন্ট হিসেবে দেবেন। বাকি টাকা প্রতি মাসে আপনাকে EMI হিসেবে দিতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে এই বাইকে আপনি ফাইন্যান্স অপশন এবং সর্বোপরি ব্যাঙ্কের লোন পাবেন কীভাবে? অনলাইনের ডাউন পেমেন্ট এবং EMI ক্যালকুলেটার বিচার করে ব্যাঙ্ক আপনাকে 1,11,308 টাকা ঋণ দেবে, যার ইন্টারেস্ট রেট 9.7%। আপনি লোন নিতে চাইলে এই সুবিধা পেয়ে যাবেন এবং এই হারেই আপনাকে সুদ দিতে হবে প্রতি মাসে।
তবে লোনের জন্য এই 1,11,308 টাকা পেতে আপনাকে 11,000 টাকার ডাউন পেমেন্ট অতি অবশ্যই করতে হবে। একবার আপনি যখন এই লোনের অ্যামাউন্ট পেয়ে যাবেন, তখন প্রতি মাসে আপনাকে 3,576 টাকা ব্যয় করতে হবে EMI-এর জন্য। ব্যাঙ্ক আপনার কাছে এই পরিমাণ টাকা নেবে টানা তিন বছরের জন্য।
Bajaj Pulsar NS 125: কেন কিনবেন
ইঞ্জিন ক্যাপাসিটি – 124.45 cc
মাইলেজ – 49 km/l
ট্রান্সমিশন – 5 স্পিড ম্যানুয়াল
কার্ব ওয়েট – 144 kg
ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি – 12 লিটার
সিট হাইট – 805 mm
ম্যাক্স পাওয়ার – 11.8 bhp @ 8,500 rpm
ম্যাক্স টর্ক – 11 Nm @ 7,000 rpm
রাইডিং রেঞ্জ – 588 Km
ভারতে এই মুহূর্তে কাটিং এজ 125 cc-র মোটরসাইকেল হল এই Pulsar NS125। লেটেস্ট বাইক পার্টস দেওয়া হয়েছে এতে, যার বেশির ভাগই নেওয়া হয়েছে বিখ্যাত Pulsar NS200 থেকে।