বাজারে সস্তার Chetak E-Scooter নিয়ে আসছে বাজাজ, দাম লাখ টাকারও কম

Affordable Chetak E-Scooter: সস্তার এই চেতক ইলেকট্রিক স্কুটারের প্রোটোটাইপে দেখা গিয়েছে একটি ডাবল-সাইডেড সুইংগ্রাম। এই মুহূর্তে বাজারে যে বাজাজ চেতক বৈদ্যুতিক স্কুটার রয়েছে, তাতে রয়েছে একটি মিড-মাউন্টেড মোটর। এই মোটরটি ইক্যুইপ করা রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইলের সঙ্গে। এই একই জিনিসটি নতুন কম দামি চেতক ইলেকট্রিক স্কুটারে থাকবে বলেও জানা গিয়েছে।

বাজারে সস্তার Chetak E-Scooter নিয়ে আসছে বাজাজ, দাম লাখ টাকারও কম
বাজাজ চেতকের একটা সস্তার ভার্সন আসছে দেশে।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 02, 2023 | 1:48 PM

দেশের নামজাদা টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Bajaj Auto একটি সস্তার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসার পরিকল্পনা করছে। জনপ্রিয় Chetak ইলেকট্রিক স্কুটারের সস্তার ভ্যারিয়েন্ট হতে চলেছে সেটি। ইতিমধ্যেই সেই কম দামি বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের টেস্টিংও শুরু হয়ে গিয়েছে দেশের রাস্তায়। টেস্ট মুলের কয়েকটি স্পাই শটও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

স্পাই শটগুলিতে নতুন Chetak E-Scooter এর প্রোটোটাইপটি দেখা গিয়েছে। সেখান থেকেই ইঙ্গিত মিলেছে, হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর থাকছে এই স্কুটারে। সম্পূর্ণ ভাবে প্লাস্টিক কভার দিয়ে আবৃত রয়েছে স্কুটারের রিয়ার হুইলটি, যা এই মুহূর্তের বাজার-চলতি চেতক স্কুটারে নেই।

সস্তার এই চেতক ইলেকট্রিক স্কুটারের প্রোটোটাইপে দেখা গিয়েছে একটি ডাবল-সাইডেড সুইংগ্রাম। এই মুহূর্তে বাজারে যে বাজাজ চেতক বৈদ্যুতিক স্কুটার রয়েছে, তাতে রয়েছে একটি মিড-মাউন্টেড মোটর। এই মোটরটি ইক্যুইপ করা রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইলের সঙ্গে। এই একই জিনিসটি নতুন কম দামি চেতক ইলেকট্রিক স্কুটারে থাকবে বলেও জানা গিয়েছে।

এই যে চেতক ইলেকট্রিক স্কুটারটিকে দেশের রাস্তায় পরীক্ষা হতে দেখা গিয়েছে, তার দাম অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। সস্তার সেই Bajaj Chetak Electric ভারতে 1 লাখ টাকারও কম দামে লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত, এই মুহূর্তে বাজারে যে চেতক ইলেকট্রিক স্কুটার রয়েছে, তার দাম 1.15 লাখ টাকা।

এদিকে Fame II সাবসিডি কমার ফলে দেশের একাধিক ইলেকট্রিক স্কুটারের দাম বেড়েছে। সেই কারণে বিদ্যুচ্চালিত স্কুটার নির্মাতারা তাদের সস্তার, লো-স্পেক মডেলগুলিকে বাজারে নামিয়েছে। এখন Bajajও সেই পথেই চলতে পারে। সেই লক্ষ্যেই সংস্থাটি তাদের বিক্রিবাট্টায় জোয়ার আনতে কম দামি ইলেকট্রিক স্কুটার আনতে পারে।