Benelli India New Showroom : বেনেলি ইন্ডিয়া কেরলে তাদের নতুন শোরুম খুলছে
বেনেলি-ভিট্টিলার ডিলার প্রিন্সিপ্যাল বরুণ ঝাবাখের মতে এই শোরুমের উদ্বোধন করতে পেড়ে তিনি রীতিমত গর্বিত। বেনেলি-ভিট্টিয়ার মাধ্যমে তিনি স্থানীয় বাইকপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে তুলতে চান এবং তাঁদের বিভিন্ন আবেদন পূরণ করতে চান বলেও জানান বরুণ।
বেনেলি ইন্ডিয়া কেরলের এর্নাকুলামের ভাইটিলায় একটি নতুন শোরুম খুলেছে। এটি বেনেলি-ভিট্টিলার ৪৩ তম শোরুম। ভিট্টিলার সার্ভিস রোডে এই শোরুম অবস্থিত।
বেনেলি-ভিট্টিলা শোরুমটি যা ঝাবাখ অটো প্রাইভেট লিমিটেড ডিলারশিপের একটি অংশ সেখানে বেনেলি ইন্ডিয়ার বিএস ৬-এর প্রায় সমস্ত মডেল মজুত করা আছে। উদাহরণ স্বরুপ ইম্পেরিয়াল ৪০০, লিয়নচিনো ৪০০, টিআরকে ৫০২, টিআরকে ৫০২ এক্স এবং সদ্য প্রস্তুত ৫০২ সি ইত্যাদি। এছাড়াও এই শোরুমে বেনেলির নিজস্ব মার্চেনডাইসও এই শোরুমে পাওয়া যায়।
বেনেলি ইম্পেরিয়াল ৪০০-এর দাম ১,৯৩,৭৯৯ থেকে শুরু করে ১,৯৭.৯৭৫ এর মধ্যে পড়বে, বেনেলি লিওনচিনোর দাম শুরু ৪,৭৯,৯০০ থেকে। বেনেলি টিআরকে ৫০২ এর দাম ৪,৯৫,৯০১ থেকে ৫,০৫,৯০২ এর মধ্যে। এই সমস্ত দামই কেরলের প্রাক্তন শোরুমের দাম অনুযায়ী।
বেনেলি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জানান যে, ‘বেনেলি-ভিট্টিলা শোরুমের স্টাফরা বিশেষভাবে ট্রেইন্ড। তাঁরা গ্রাহকের সাথে অনেক বেশি একাত্ম হতে সক্ষম। এইজন্যই আমাদের গ্রাহকরা এখানে অনেক বেশি স্ট্রেস-ফ্রি থাকতে পারেন।’
বেনেলি-ভিট্টিলার ডিলার প্রিন্সিপ্যাল বরুণ ঝাবাখের মতে এই শোরুমের উদ্বোধন করতে পেড়ে তিনি রীতিমত গর্বিত। বেনেলি-ভিট্টিয়ার মাধ্যমে তিনি স্থানীয় বাইকপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে তুলতে চান এবং তাঁদের বিভিন্ন আবেদন পূরণ করতে চান বলেও জানান বরুণ।