Electric Scooter Under 30,000: লাখ টাকার স্কুটি কেন কিনবেন! 30 হাজারের কমে কিনুন নতুন ইলেকট্রিক স্কুটার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 18, 2023 | 12:50 PM

Affordable Electric Scooter: আপনিও কি একটি নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? অথচ বেশি টাকা খরচ করতে চাইছেন না? তাহলেও দুশ্চিন্তার কোনও কারণই নেই। বাজারে এমনও অনেক ই-স্কুটার রয়েছে, যেগুলির দাম 30,000 টাকারও কম।

Electric Scooter Under 30,000: লাখ টাকার স্কুটি কেন কিনবেন! 30 হাজারের কমে কিনুন নতুন ইলেকট্রিক স্কুটার

Follow Us

Cheapest Electric Scooter: বর্তমানে পেট্রলের আকাশছোঁয়া দাম থেকে বাঁচতে একমাত্র উপায় হল বৈদ্যুতিক স্কুটার। কিন্তু অনেকেই কিনে উঠতে পারেন না দাম বেশি হওয়ায়। তাই এই গরমেও সাইকেল ঠেলে এক জায়গা থেকে আর এক জায়গায় যান। আর যাদের বাইক আছে, তাদের মাথায় হাত পড়ছে দিনের পর দিন যেভাবে পেট্রলের দাম বাড়ছে তাতে। আপনিও কি একটি নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? অথচ বেশি টাকা খরচ করতে চাইছেন না? তাহলেও দুশ্চিন্তার কোনও কারণই নেই। বাজারে এমনও অনেক ই-স্কুটার রয়েছে, যেগুলির দাম 30,000 টাকারও কম। তাই মাত্র 30 হাজার টাকা খরচ করেই আপনি একটি দুর্দান্ত স্কুটার কিনে নিতে পারেন। আর তাছাড়াও এই বৈদ্যুতিক স্কুটারগুলির চালানোর খরচও খুব কম। এমন কী খব কম সময়ে পুরো চার্জ হয়ে যায়। তালিকায় রয়েছে Avon E Lite, Ujaas eZy এবং Bounce Infinity E1-এর মতো ইলকট্রিক স্কুটার। চলুন Avon E Lite, Ujaas eZy এবং Bounce Infinity E1 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Avon E Lite:

আপনি কম দামে Avon E Lite কিনতে পারেন। এর প্রারম্ভিক দাম 28,000 টাকা। পাওয়ার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Avon E Lite-এ 232 W BLDC মোটর দেওয়া হয়েছে। এটি একবার চার্জে 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। চার্জ করার সময় নিয়েও আপনার কোনও অভিযোগ থাকবে না। এটি মাত্র 4-8 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করা যায়। ব্রেকিং সিস্টেমের কথা বললে, এই ইলেকট্রিক স্কুটারের সামনে ড্রাম ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

Ujaas eZy:

Ujaas eZy-এর দাম হল 30,880 টাকা। পাওয়ার এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, Ujaas eZy-এ একটি 250 ওয়াট মোটর দেওয়া হয়েছে। এটি একবার চার্জে 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ব্যাটারির ক্ষমতা 48 V/ 26 Ah। এই ইলেকট্রিক স্কুটারটি মাত্র 6-7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করা যায়। ব্রেকিং সিস্টেম হিসেবে এই ইলেকট্রিক স্কুটারটির সামনের দিকে ড্রাম ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। এছাড়াও এতে 1500 ওয়াট BLDC মোটর দেওয়া হয়েছে। আপনার মনে হতে পারে কম দাম হওয়ায় এই স্কুটারের স্পিড ভাল হবে না। তবে আপনার এই ধারণা ভুল হতে চলেছে। এই ইলেকট্রিক স্কুটারটি 65 kmph গতিতে চলতে পারে।

Next Article