TVS-এর কারখানায় BMW CE 02 EV ই-স্কুটারের প্রোডাকশন শুরু, এক চার্জে 90 Km রেঞ্জ

2021 সালের ডিসেম্বরে TVS এবং BMW এই দুই সংস্থা জুটি বেঁধে ইলেকট্রিক ভেহিকল তৈরি করার কথা ঘোষণা করে। তার লুক ও ডিজ়াইন নিয়ে জল্পনা চলতে থাকে। তারপর যখন 2023 সালে BMW CE 02 EV-র লুক প্রকাশ্যে আসে, মানুষজনের অপেক্ষার বাঁধ ভাঙতে থাকে। ই-স্কুটার কিনতে উৎসুক মানুষজনের জন্য এবার স্কুটারের প্রোডাকশন শুরু হয়ে গেল।

TVS-এর কারখানায় BMW CE 02 EV ই-স্কুটারের প্রোডাকশন শুরু, এক চার্জে 90 Km রেঞ্জ
লঞ্চ করেছিল আগেই, এবার ডেলিভারি শুরু হবে।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 10, 2023 | 9:15 AM

Electric Scooter: কয়েক মাস আগেই BMW দেশের বাজারে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে। TVS-এর সঙ্গে জুটি বেঁধে এই ইলেকট্রিক স্কুটারটি ডেভেলপ করে BMW, যার নাম BMW CE 02 EV। লঞ্চের সময়ই সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রাথমিক ভাবে ই-স্কুটারটির 1,50,000 ইউনিট রোল আউট করা হবে। এবার সেই ইউনিটগুলিরই প্রোডাকশন শুরু হয়ে গেল। তামিলনাড়ুর হোসুরে TVS-এর ফেসিলিটিতেই এই ই-স্কুটারের প্রোডাকশন চালু করা হয়েছে।

2021 সালের ডিসেম্বরে TVS এবং BMW এই দুই সংস্থা জুটি বেঁধে ইলেকট্রিক ভেহিকল তৈরি করার কথা ঘোষণা করে। তার লুক ও ডিজ়াইন নিয়ে জল্পনা চলতে থাকে। তারপর যখন 2023 সালে BMW CE 02 EV-র লুক প্রকাশ্যে আসে, মানুষজনের অপেক্ষার বাঁধ ভাঙতে থাকে। ই-স্কুটার কিনতে উৎসুক মানুষজনের জন্য এবার স্কুটারের প্রোডাকশন শুরু হয়ে গেল।

শুধু ভারত নয়। বিদেশের মার্কেটেও BMW CE 02 EV স্কুটারটি একত্রেই ডিজ়াইন ও ডেভেলপ করছে BMW এবং TVS। অনন্য ডিজ়াইন দেওয়া হয়েছে এই স্কুটারে। বড় এবং মোটা চাকার এই ইলেকট্রিক স্কুটারে ডাবল-লুপ স্টিল টিউবুলার ফ্রেম রয়েছে। স্কুটারের সামনে USD ফর্ক এবং পিছনে মনোশক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং ডিউটির জন্য এই স্কুটারে সিঙ্গেল-পিস্টন ক্যালিপার সহযোগে রয়েছে একটি 296 mm ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল-চ্যানেল এবিএস। মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ইলেকট্রিক টু-হুইলারটি: ডুয়াল ব্যাটারি এবং সিঙ্গেল ব্যাটারি।

স্কুটারের ডুয়াল ব্যাটারি ভ্যারিয়েন্টে রয়েছে দুটি স্প্লিট 2kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক, যা পেয়ার করা থাকছে 15hp-র সঙ্গে। স্কুটারটি এক চার্জে 90 Km রেঞ্জ দিতে পারে এবং তার সর্বাধিক গতি 95 kph। স্কুটারের সিঙ্গেল ব্যাটারি ভার্সনটির সর্বাধিক স্পিড 45 kph এবং তার রেঞ্জ 45 Km। দুটি ভ্যারিয়েন্টটি আপনি চার্জ করতে পারেন একটি 0.9kW স্ট্যান্ডার্ড চার্জার বা একটি অপশনাল 1.5kW ফাস্ট চার্জারের সাহায্যে। ফিচার্সের দিক থেকে এই দু-চাকা ইলেকট্রিক ভেহিকলে LED লাইট, কিলেস গো, 2.5 ইঞ্চির TFT ড্যাশ, ব্লুটুথ কানেক্টিভিটি, রিভার্স মোড এবং রাইড মোড দেওয়া হয়েছে।