Upcoming Cars In July 2023: অপেক্ষার পালা শেষ, জুলাই মাসে খুবই কম দামে লঞ্চ হতে চলেছে এসব গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 01, 2023 | 1:26 PM

Latest Cars: Kia থেকে শুরু করে Maruti Suzuki, এই সব কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন গাড়ি এনে চলেছে। সেই মতোই চলতি মাসে অর্থাৎ জুলাইয়ে অনেকগুলি গাড়ি লঞ্চ করবে কোম্পানিগুলি।

Upcoming Cars In July 2023: অপেক্ষার পালা শেষ, জুলাই মাসে খুবই কম দামে লঞ্চ হতে চলেছে এসব গাড়ি

Follow Us

Upcoming Cars: প্রায় প্রতি মাসেই কোনও না কোনও কোম্পানি ভারতীয় বাজারে গাড়ি নিয়ে হাজির হয়। Kia থেকে শুরু করে Maruti Suzuki, এই সব কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন গাড়ি এনে চলেছে। সেই মতোই চলতি মাসে অর্থাৎ জুলাইয়ে অনেকগুলি গাড়ি লঞ্চ করবে কোম্পানিগুলি। যারা একটি নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন, তারা এই তালিকা দেখে নিতে পারেন। গাড়ি গুলিতে দুর্দান্ত সব ফিচার ও স্পসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক চলতি মাসে বাজারে আসা গাড়িগুলির তালিকা।

Kia Seltos facelift

গাড়িটি বেশ অনেক দিন ধরেই আলোচনার বিষয় হয়ে রয়েছে। অবশেষে 4 বছর পর, Kia Seltos একটি নতুন আপডেট নিয়ে বাজারে আসছে। এই আসন্ন faceliftটি কবে বাজারে আসবে সেই নিয়ে এখনও অফিসিয়ালি কোনও দিন জানানো হয়নি। Kia Seltos ফেসলিফ্ট-এ এখন আগের চেয়ে আরও উন্নত সব ফিচার ব্যবহার করা হয়েছে। Kia Seltos প্রথম লঞ্চ হয়েছিল 2019 সালে। তারপর থেকে, এই গাড়িতে এখনও কোনও নতুন আপডেট দেখা যায়নি। Kia Seltos তার সেগমেন্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িটিতে আপডেট নিয়ে আসছে। এর দাম কোম্পানির তরফে 4 জুলাই প্রকাশ করা হবে।

Maruti Suzuki Invicto:

কোম্পানিটি 5 জুলাই Maruti Suzuki Invicto লঞ্চ করতে প্রস্তুত। একই সঙ্গে এর অফিসিয়াল বুকিংও শুরু হয়ে গিয়েছে। 7-সিটের এই MPV-তে থাকবে একটি দু’টি-স্ল্যাট ক্রোম গ্রিল, বাম্পার-মাউন্ট করা LED DRL এবং এয়ার ড্যাম। এছাড়াও, MPV-এ একটি নতুন সেট অ্যালয় হুইল এবং একটি আপডেট করা রিয়ার প্রোফাইল পাবেন।

Hyundai exter:

এই গাড়িটির জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। Hyundai-এর নতুন Hyundai Xter গাড়ি 10 জুলাই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। এই গাড়ির প্রায় সব ফিচারই প্রকাশ করা হয়েছে। এতে কোম্পানির তরফে ফুল ড্রাইভার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে টায়ার চাপ, ওডোমিটার রিডিং-এর মতো বিভিন্ন ফিচার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, Grand i10 Nios-এ শুধুমাত্র একটি রঙিন TFT ডিসপ্লে রয়েছে।

Next Article