Driving License পেতে টেস্ট দেওয়ার দরকার নেই, নতুন পদ্ধতি জেনে এখনই অ্যাপ্লাই করুন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 10, 2023 | 2:29 PM

Driving License Apply Process: ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে আর RTO অফিসে ছুটতে হবে না। নামজাদা কোনও ড্রাইভিং ট্রেনিং ইনস্টটিউটে গিয়ে আপনাকে লাইসেন্সের জন্য রেজিস্টার করতে হবে।

Driving License পেতে টেস্ট দেওয়ার দরকার নেই, নতুন পদ্ধতি জেনে এখনই অ্যাপ্লাই করুন
না, লাইসেন্স বানাতে আপনাকে আর টেস্ট দিতে হবে না।

Follow Us

Driving License Apply: গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন, এদিকে ড্রাইভিং লাইসেন্সই নেই আপনার? ঝক্কির কথা ভেবে বারবার ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়েও পিছিয়ে আসেন। তবে ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য যাবতীয় ঝক্কির দিন শেষ হতে চলেছে এবার। ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গিয়ে সবথেকে বড় সমস্যা পড়েন পরীক্ষা দেওয়ার সময়। তার কারণ পরীক্ষাটি ক্লিয়ার করতে না-পারলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না। আর গাড়ি চালানোর জন্য লাইসেন্স পেতে গেলে পরীক্ষায় বসাটা আবশ্যক।

Driving License: অজানা কিছু তথ্য

সময় যত এগিয়েছে, ড্রাইভিং লাইসেন্সের নিয়মও ততই পরিবর্তিত হয়েছে। আপনার বয়স যদি কম হয়, তাহলে আপনাকে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তার জন্য আপনার কোনও পরীক্ষায় বসার প্রয়োজন নেই। আপনি যদি লার্নার লাইসেন্স পেয়ে যান, তাহলে গিয়ারহীন গাড়ি বা স্কুটার চালাতে পারেন। তার থেকেও বড় কথা হল, লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে কোনও পরীক্ষায় বসতে হয় না।

তবে হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে আপনার একটি লার্নার লাইসেন্স প্রয়োজন। এই ধরনের লার্নার ড্রাইভিং লাইসেন্স থাকার সবথেকে বড় সুবিধা হল, আপনি গাড়ি চালানো শিখতে পারবেন। তারপরে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে ড্রাইভিং লাইসেন্স পাবেন। মনে রাখবেন, লার্নার লাইসেন্স ইস্যু করার আগে আপনাকে কোনও পরীক্ষা দিতে হবে না।

এতদিন পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করত RTO। যদিও লার্নার লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় আপনাকে একাধিক নিয়ম মেনে চলতে হবে। লার্নার লাইসেন্স নিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, তখন আপনার গাড়ির সামনে এবং পিছনে ‘L’ লিখে রাখতে হবে। সেই কারণেই অনেকে লার্নার লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় একাধিক নিয়মের প্রতি বিশেষ যত্নবান হন।

Driving License: এখন আর পরীক্ষা দিতে হয় না

এখন ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাকে আর RTO অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দেওয়ার কোনও প্রয়োজন হয় না। গত বছরই কেন্দ্রী সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, ড্রাইভিং লাইসেন্স পেতে পরীক্ষায় বসার দরকার নেই। দেশের নতুন গাড়িচালকদের জন্য এই খবর অত্যন্ত স্বস্তির। কারণ, টেস্ট দিতে আপনাকে আর RTO অফিসের লম্বা লাইনে দাঁড়ানোর দরকা হবে না।

Driving License: কোথায় পাওয়া যায় এখন

যেমনটা আমরা আগেই বললাম, ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে আর RTO অফিসে ছুটতে হবে না। নামজাদা কোনও ড্রাইভিং ট্রেনিং ইনস্টটিউটে গিয়ে আপনাকে লাইসেন্সের জন্য রেজিস্টার করতে হবে। ওই স্কুল থেকেই আবেদনকারীরা একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। সেখানেই চালকদের টেস্ট দিতে হবে এবং সেই ড্রাইভিং টেস্টে উত্তীর্ণও হতে হবে। অতঃপর সার্টিফিকেটটির ভিত্তিতেই ওই আবেদনকারীর জন্য ড্রাইভারের লাইসেন্সর ইস্যু করা হবে।

Next Article