EV Fire Noida: ফের ইলেকট্রিক স্কুটারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পালিয়ে বাঁচলেন চালক, ই-স্কুটার নিরাপত্তা নিয়ে ফের দুশ্চিন্তা
E-Scooter Fire News: নয়ডার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চালক ওই স্কুটারটিতে আগুন ধরার সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন।
E-Scooter Fire: দেশে ফের একটি ইলেকট্রিক স্কুটারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সূত্রের খবর, ঘটনাটি উত্তর প্রদেশের নয়ডার সেক্টর 78 বা 79-তে ঘটেছে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে যায় ঠিকই, কিন্তু ততক্ষণে ইলেকট্রিক স্কুটারটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই নিয়ে দেশে ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনার অন্ত নেই যেন। আর এবার স্কুটারের চালক তাঁর বাহনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দৌড়ে পালিয়ে যাওয়ার ফলে প্রাণে বেঁচে গিয়েছেন। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, বৈদ্যুতিক টু-হুইলারটি ব্যবহার করছিলেন একজন ডেলিভারি বয়। তিনি সেই স্কুটারটি চালানোর সময়ই তাতে হঠাৎ আগুন ধরে যায়। এর পরে জীবন বাঁচাতে আরোহীকে চলন্ত গাড়ি থেকে লাফ দিতে হয়। একটি রিপোর্ট অনুসারে, ঘটনাটি নয়ডা সেক্টর 78/79 এর কাছাকাছি কোনও এক স্থানে ঘটেছিল (এ বিষয়ে আমরা এখনও পর্যন্ত সঠিক তথ্য পাইনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে একটি ইলেকট্রিক স্কুটার আর তার অনতিদূরে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ। দমকলও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু ততক্ষণে স্কুটারের দফারফা হয়ে যায়।
नोएडा के सेक्टर 78 के मुख्य मार्ग पर बिग बास्केट के डिलीवरी ब्वॉय की इलेक्ट्रिकल स्कूटी में अचानक आग लग गई. चलती हुई स्कूटी से कूदकर डिलीवरी ब्वॉय ने अपनी जान बचाई. सूचना पर पहुंची फायर ब्रिगेड की गाडी ने आग पर काबू पाया. लेकिन तब तक स्कूटी जलकर खाक हो चुकी थी. pic.twitter.com/bNU32U3KNB
— Arvind Uttam (@arvinduttam_ND) October 26, 2022
মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রধান দেশগুলির পাশাপাশি ভারতের ইভি সেগমেন্টে বিপ্লব ঘটেছে বিগত কয়েক মাসে। পাল্লা দিয়ে একের পর এক বৈদ্যুতিন দু-চাকা ও চার-চাকা গাড়ি লঞ্চ হচ্ছে। কিন্তু সেই সঙ্গেই আবার চলতি বছরে দেশে ইলেকট্রিক স্কুটারে সবথেকে বেশি পরিমাণে আগুন লাগার ঘটনাও ঘটেছে। আর সেখানেই বড় প্রশ্ন উঠছে, কোন নিরাপত্তায় মানুষ ইলেকট্রিক গাড়ি কিনবেন!
বৈদ্যুতিক দু-চাকার গাড়িতে আগুন ধরার আর একটি উদাহরণ বৈদ্যুতিক যানবাহনের নিরাপত্তা মান সম্পর্কে উদ্বেগ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। ঐতিহ্যবাহী অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের যানবাহন এক শতাব্দীরও বেশি সময় ধরে আরও পরিমার্জিত, নিরাপদ এবং ব্যবহারিক এবং একজন গ্রাহকের প্রয়োজনীয় সমস্ত কিছুতে বিবর্তিত হয়েছে। ঐতিহ্যবাহী আইসিই যানবাহনগুলি এক শতাব্দীরও বেশি সময় ধরে বিবর্তনের পর নিজেদের সেরা পণ্য হিসেবে মেলে ধরেছে, যেখানে বৈদ্যুতিক যানবাহনগুলি নিজেদের রাস্তা পরিষ্কার করছে। তবে ইলেকট্রিক স্কুটারগুলিকে নিরাপত্তা মান আরও উন্নত করতে সংস্থাগুলিকে এখনও অনেক কাজ করতে হবে।
EV অগ্নিকাণ্ডের এই একাধিক অগ্নিকাণ্ড আমাদের সামনে একাধিক প্রশ্নচিহ্ন নিয়ে এসেছে। বর্তমান ইভি কি গ্রাহকের ব্যবহারের জন্য প্রস্তুত, নাকি বাজারে বিক্রি হওয়ার আগে তাদের আরও পরীক্ষার প্রয়োজন আছে? পণ্যগুলিকে বাজারে আনার আগে ইভিকে কি জোরালো R&D এবং পরীক্ষার জন্য আরও জায়গা দেওয়া উচিত? ইভি নিরাপত্তা এবং পরীক্ষার নিয়মগুলির বর্তমান স্তর কি যথেষ্ট, নাকি আমাদের এই মানগুলি পুনরায় মূল্যায়ন করতে হবে? ইলেকট্রিক যানবাহনে তাড়াহুড়ো করে পরিবর্তনের জন্য, সরকার কি ইভি নির্মাতাদের ত্রুটির জন্য আরও মার্জিন দিচ্ছে? ইভি অগ্নিকাণ্ড মানুষের জীবনের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাদের কি ব্যাটারির বৈদ্যুতিক যান নিষিদ্ধ করতে হবে?