দ্বিতীয় প্রজন্মের Ola S1 Pro লঞ্চ, আগের থেকে রেঞ্জ বেড়ে 195 km, দাম 147,499 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 16, 2023 | 4:31 PM

Gen2 Ola S1 Pro একাধিক আপগ্রেড পেয়েছে। আপডেটেড মোটর, ব্যাপক ভাবে রিভাইজ় করা প্ল্যাটফর্ম, ব্যাটারি প্যাক-সহ একাধিক পরিবর্তন করা হয়েছে নতুন প্রজন্মের ওলা এস1 প্রো ই-স্কুটারে। এর দাম 147,499 টাকা অর্থাৎ আগের মডেলের তুলনায় তা এখন 7,500 টাকা বেশি দামে।

দ্বিতীয় প্রজন্মের Ola S1 Pro লঞ্চ, আগের থেকে রেঞ্জ বেড়ে 195 km, দাম 147,499 টাকা
নতুন প্রজন্মের Ola S1 Pro হাজির।

Follow Us

জনপ্রিয় Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারের দ্বিতীয় প্রজন্ম হাজির হল। 2021 সালে প্রথম Ola S1 Pro লঞ্চের দুই বছর পর এল দ্বিতীয় প্রজন্মের ইলেকট্রিক স্কুটারটি। Gen2 Ola S1 Pro একাধিক আপগ্রেড পেয়েছে। আপডেটেড মোটর, ব্যাপক ভাবে রিভাইজ় করা প্ল্যাটফর্ম, ব্যাটারি প্যাক-সহ একাধিক পরিবর্তন করা হয়েছে নতুন প্রজন্মের ওলা এস1 প্রো ই-স্কুটারে। তার থেকেও বড় কথা হল, স্কুটারের হার্ডওয়্যারও বদলানো হয়েছে এবং এটি আগের থেকে এখন অনেকটাই বেশি রেঞ্জও দিতে পারবে। Gen2 Ola S1 Pro এর দাম 147,499 টাকা অর্থাৎ আগের মডেলের তুলনায় তা এখন 7,500 টাকা বেশি দামে।

Gen2 Ola S1 Pro-এ দেওয়া হয়েছে একটি নতুন প্ল্যাটফর্ম, যা Ola S1 Air এর সঙ্গেও শেয়ার করা হয়েছে। নতুন প্ল্যাটফর্মটিতে টিউবিউলার ফ্রেমের পরিবর্তে হাইব্রিড ফ্রেম আর্কিটেকচার দেওয়া হয়েছে। Ola-র তরফ থেকে বলা হয়েছে, আগের মডেলের তুলনায় এই নতুন মডেলটির ওজনও প্রায় 14 শতাংশ কমানো হয়েছে। আগের সিঙ্গেল সাইডেড ইউনিটের পরিবর্তে এই ইলেকট্রিক স্কুটারে এখন ডাবল সাইডেড সুইংগ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি রিয়ার সাবফ্রেমটি এখন এমন ভাবেই দেওয়া হয়েছে, যাতে স্কুটারটি আগের তুলনায় আরও শক্তপোক্ত হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে একটি ফ্ল্যাট ফুটবোর্ড।

স্কুটারের পাওয়ার এখন 11 kW (পিক) বা 14.7 bhp করা হয়েছে। মিড-ড্রাইভ ইলেকট্রিক মোটর থেকে স্কুটারটির পাওয়ার আউটপুট আগের মতোই 5 kW (6.7 bhp)। এখন এই স্কুটারটি মাত্র 2.6 সেকেন্ডের মধ্যেই 0-40 kmph অ্যাক্সিলারেট করতে পারে এবং 0-60 kmph-এ অ্যাক্সিলারেট করতে স্কুটারটি সময় নেয় মাত্র 4.3 সেকেন্ড। মোট চারটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারের- হাইপার, স্পোর্টস, নর্মাল এবং ইকো। স্কুটারের সর্বাধিক স্পিড 120 kmph এক চার্জে এই ইলেকট্রিক স্কুটার 195 km পর্যন্ত দৌড়তে পারে। আগের মডেল তথা প্রথম প্রজন্মের Ola S1 Pro-র সর্বাধিক গতি ছিল 90 kmph এবং সেটি 181 km রেঞ্জ দিতে পারত এক চার্জে।

তাছাড়া এই Gen2 Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারে একটি 7 ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যা থেকে স্কুটার সম্পর্কিত বেশির ভাগ তথ্য দেখে নেওয়া যাবে এবং কন্ট্রোলও করা যাবে। সামান্য টাচ বা সুইচগিয়ারের সাহায্যেই সেই কাজগুলি করা যাবে। আগের তুলনায় আরও ভাল ইনসুলেশন এবং থার্মাল পারফরম্যান্সে 25% উন্নতির জন্য ব্যাটারিও আপডেট করা হয়েছে। এখন থেকেই এই স্কুটারের বুকিং করতে পারবেন এবং তার ডেলিভারি শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে।

Next Article