Gogoro Electric Scooter: 170 Km পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ই-স্কুটার, ঘণ্টায় বা মিনিটে নয়, চার্জ হয় কয়েক সেকেন্ডে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 25, 2023 | 4:18 PM

Gogoro E-Scooter: একবার চার্জে Gogoro Series 2 ইলেকট্রিক স্কুটারটি 170 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। Gogoro E-Scooter এর দাম মাত্র 1.20 লাখ টাকা (এক্স-শোরুম)। এর ফিচার ও স্পেসিফিকেশনগুলি দেখে নিন।

Gogoro Electric Scooter: 170 Km পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ই-স্কুটার, ঘণ্টায় বা মিনিটে নয়, চার্জ হয় কয়েক সেকেন্ডে
সস্তার ই-স্কুটার নিয়ে আসরে Gogoro।

Follow Us

Electric Scooter News: দেশে ইলেকট্রিক ভেহিকলের জনপ্রিয়তা তুঙ্গে। প্রতিদিনই প্রায় একপ্রকার নিয়ম করে একের পর এক EV লঞ্চ করে চলেছে। তবে ভারতে ইলেকট্রিক ফোর হুইলারের তুলনায় টু-হুইলারই বেশি পরিমাণে লঞ্চ হচ্ছে এখন। এবং তাদের প্রাইস ক্যাটেগরিও বিভিন্ন রেঞ্জের। Gogoro Electric তাদের একটি নতুন স্কুটার লঞ্চ করেছে। আর সেই ই-স্কুটারটি হল Gogoro Series 2। এই ইলেকট্রিক স্কুটার হল আগের মডেলের আপগ্রেডেড ভার্সন। চলতি বছরের নভেম্বর মাস থেকে Gogoro 2 Series ইলেকট্রিক স্কুটারের বিক্রিবাট্টা শুরু হবে ভারতে। তার আগে স্কুটারটির দাম, ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Gogoro 2 Series E-Scooter: স্পেসিফিকেশনস

দামের নিরিখে এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ অত্যন্ত ভাল। একবার চার্জে Gogoro Series 2 ইলেকট্রিক স্কুটারটি 170 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। স্কুটারটিতে রয়েছে পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর ও তার সঙ্গে লিক্যুইড কুলিং সিস্টেম, যা স্কুটারের পাওয়ারের কাজ করছে। এই Gogoro E-Scooterটি 7kW পাওয়ার এবং 196 Nm টর্ক প্রোডিউস করতে পারে।

স্কুটারটির রেঞ্জই পরিষ্কার করে দিয়েছে যে, Ather 470X-এর জোরদার টক্কর দিতে প্রস্তুত Gogoro Series 2 ইলেকট্রিক স্কুটারটি। ঘণ্টা বা মিনিট নয়, সেকেন্ডের ভিত্তিতে চার্জ করার ক্ষমতাও রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। তার থেকে বড় কথা রিপ্লেসেবল বা প্রতিস্থাপনযোগ্য ব্যাটারি ব্যবহার করে এই ই-স্কুটার।

Gogoro 2 Series E-Scooter: ফিচার্স

স্বস্তিদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য স্কুটারটিতে রয়েছে টুইন প্রিলোডেড অ্যাডজাস্টেবল রিয়ার শকার্স এবং টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস। স্কুটারের অ্যালয় হুইলগুলি 12 ইঞ্চির। রয়েছে একটি বড় টাচ-এনাবলড্ ডিজিটাল ডিসপ্লে। Gogoro 2 Series ইলেকট্রিক স্কুটারে স্মার্ট কি-র মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। 25 লিটারের আন্ডার-স্টোরেজ দেওয়া হয়েছে, যার ফলে স্কুটারটি দুটি ব্যাটারি বহন করতে পারে। এছাড়াও ই-স্কুটারটির LED লাইট তার লুক আরও আকর্ষণীয় করে তুলেছে।

Gogoro 2 Series E-Scooter: ভারতে দাম

সংস্থাটি এই মুহূর্তে ভারতে তাদের একাধিক ব্যাটারি এক্সচেঞ্জ স্টেশন সেটআপ করছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই দেশের প্রায় বেশিরভাগ বড় শহরেই তাদের এক্সচেঞ্জ স্টেশন তৈরি হয়ে যাবে, যেখানে কাস্টমাররা খুব সহজে গিয়ে কয়েক মিনিটের মধ্যে ই-স্কুটার চার্জ দিতে পারবেন। Gogoro Series 2 ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র 1.20 লাখ টাকা (এক্স-শোরুম)।

Next Article