Hero HF Deluxe হল মধ্যবিত্তদের অত্যন্ত পছন্দের একটি মোটরবাইক। একদিকে এর দাম যেমন কম, তেমনই আবার এই খুব হাল্কাও বটে। জনপ্রিয় সেই 100 cc মোটরসাইকেলটির একটি 2023 ভার্সন নিয়ে হাজির হল Hero MotoCorp। নতুন লাইনআপটিতে রয়েছে একাধিক নতুন ফিচার্স। HF Deluxe রেঞ্জের নতুন মডেলটি এখন একাধিক কালার অপশনেও পাওয়া যাবে। সেই নতুন রংগুলি হল নেক্সাস ব্লু, ক্যান্ডি ব্লেজিং রেড, হেভি গ্রে উইথ ব্ল্যাক, ব্ল্যাক উইথ স্পোর্টস রেড। এর আগে বাইকটি কেবল ক্যানভাস ব্ল্যাক এডিশনেই পাওয়া যেত। নতুন কালার ভার্সনগুলির পাশাপাশি আগের ব্ল্যাক এডিশনটিও থাকছে। এই নতুন Hero HF Deluxe-এর এক্কেবারে বেস অর্থাৎ কিক-স্টার্ট ভ্যারিয়েন্টের দাম 60,760 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অন্য দিকে বাইকটির সেল্ফ-স্টার্ট ভ্যারিয়েন্টের দাম 66,408 টাকা (এক্স-শোরুম, দিল্লি)।
HD Deluxe ক্যানভাস ব্ল্যাক এডিশনটি এখন অল-ব্ল্যাক অ্যাপিয়ারেন্স পেয়েছে। পাশাপাশি ইঞ্জিন, অ্যালয় হুইল, মাফলার, ফ্রন্ট ফর্ক এবং গ্র্যাব রেইলে ব্ল্যাকড্-আউট এলিমেন্ট দেওয়া হয়েছে। এই ক্যানভাস ব্ল্যাক এডিশনটির সাইড প্যানেলে 3D HF Deluxe লোগোটি বসানো হয়েছে। ফিচার্সের দিক থেকে এই বাইকে এখন টিউবলেস টায়ার্স রয়েছে। HF Deluxe সেলফ-স্টার্ট এবং সেলফ-স্টার্ট i3S দুটি ভার্সনেই স্ট্যান্ডার্ড ফিটমেন্ট হিসেবে রয়েছে টিউবলেস টায়ার্স। পাশাপাশি কাস্টমাররা একটি USB চার্জার পেয়ে যাবেন অ্যাক্সেসারি হিসেবে। Hero HF Deluxe বাইকে স্ট্যান্ডার্ড পাঁচ বছরের ওয়ারান্টি এবং পাঁচটি সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
নতুন বাইকের পাওয়ারের জন্য রয়েছে 97.2cc এয়ার কুলড, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার OHC BS-VI (OBD-II কমপ্লায়েন্ট) ইঞ্জিন। মোটরটি 8000 rpm-এ 7.8 bhp আউটপুট দিতে পারে এবং তার পিক টর্ক 6000 rpm-এ 8.05 Nm। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে বাইকটিতে XSens টেকনোলজি সহযোগে একটি প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম রয়েছে, যার দ্বারা এর ইঞ্জিন লাইফ আরও চমৎকার হয়েছে এবং সেই সঙ্গে হাই ফুয়েল এফিসিয়েন্সি, এফর্টলেস অ্যাক্সিলারেশন, স্টেবল রাইড এবং রক্ষণাবেক্ষণের জন্যেও বেশি কাঠখড় পোড়াতে হবে না চালকদের। হিরোর পেটেন্টেড i3S প্রযুক্তি রয়েছে এই বাইকে, যা আগের থেকে আরও ভাল মাইলেজ দিতে পারবে।
নতুন বাইকটি লঞ্চ করে Hero MotoCorp-এর চিফ গ্রোথ অফিসার রণজিবজিৎ সিং বলছেন, “এন্ট্রি লেভেলে হিরো মোটোকর্পের নেতৃত্বস্থানীয় অবস্থান দিনে-দিনে আরও শক্তিশালী হচ্ছে। HF Deluxe হল এই মুহূর্তে দেশের বাইকচালকদের কাছে অন্যতম বিশ্বস্ত একটি বাইক। তার পারফরম্যান্স, হাই ফুয়েল এফিসিয়েন্সি, ডিউরেবল রাইড ইত্যাদির কারণে বাইকটি মানুষের মন জয় করেছে। আমরা খুশি যে, এই বাইকে এখন একটু প্রিমিয়াম টাচ দিতে পেরেছি। HF Deluxe এর মধ্যেই 20 মিলিয়নের ক্লাবে প্রবেশ করেছে। আমরা আশাবাদী, এই বাইক খুব শিগগিরই আরও অনন্য কিছু মাইলস্টোন ছুঁয়ে ফেলবে।”