Hero Xoom 110: শুরু হল Hero Xoom স্কুটারের ডেলিভারি, ফিচার আর দাম দেখে বুক করুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 18, 2023 | 8:08 AM

Hero Xoom 110 Price: বেশ কয়েকদিন ধরে স্কুটার প্রেমীদের কাছে Hero Xoom স্কুটার আলোচনার বিষয় হয়ে ছিল। তবে এবার Hero MotoCorp অবশেষে মুম্বাইয়ের ভারতীয় বাজারে Xoom 110cc স্কুটারের ডেলিভারি শুরু করেছে।

Hero Xoom 110: শুরু হল Hero Xoom স্কুটারের ডেলিভারি, ফিচার আর দাম দেখে বুক করুন

Follow Us

Hero Xoom Scooter: বেশ কয়েকদিন ধরে স্কুটার প্রেমীদের কাছে Hero Xoom স্কুটার আলোচনার বিষয় হয়ে ছিল। তবে এবার Hero MotoCorp অবশেষে মুম্বাইয়ের ভারতীয় বাজারে Xoom 110cc স্কুটারের ডেলিভারি শুরু করেছে। এটি Hero-র একটি নতুন স্পোর্টি স্কুটার, যা Maestro Edge, Pleasue Plus ইত্যাদি স্কুটারকে অনায়াসে টেক্কা দিতে পারে তার দাম ও ফিচারের নিরিখে। এই স্কুটারটির মিড-স্পেসিফিকেশনের VX মডেলের দাম 71,799 টাকা (এক্স-শোরুম, দিল্লি ) এবং টপ-স্পেসিফিকেশনের ZX ভ্যারিয়েন্টের দাম 76,699 টাকা (এক্স-শোরুম, দিল্লি )। ভারতীয় বাজারে, অটোমেকার এই স্কুটারটি LX, VX এবং ZX ভেরিয়েন্টে লঞ্চ করেছে। তবে চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্কুটারের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Hero Xoom 110cc স্কুটারের দাম:

কোম্পানি এই স্কুটারটি তিনটি ভেরিয়েন্টে বাজারে এনেছে। অর্থাৎ যে আপনি গাড়িটি যে কোনও একটি ভেরিয়েন্টে কিনে আনতে পারবেন। ভেরিয়েন্ট তিনটি হল, LX, VX এবং ZX। সব ভেরিয়েন্টের দাম আলাদা। LX ভেরিয়েন্টের দাম 68,599 টাকা, যেখানে VX এবং ZX ভেরিয়েন্টের দাম 71,799 টাকা এবং 76,699 টাকা

Hero Xoom 110cc-এর ফিচার ও স্পেসিফিকেশন:

ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, এই স্কুটারটিতে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এইচ-আকৃতির এলইডি ডিআরএল এবং টেল-ল্যাম্প এবং মাল্টি-স্পোক অ্যালয় হুইল। 110 সিসি স্কুটারটি প্রথম-ইন-সেগমেন্ট কর্নারিং লাইট দেওযা হয়েছে। স্কুটারটিতে একটি ডিজিটাল ডিভাইসও রয়েছে। যা স্ক্রিনে এসএমএস এবং কলার আইডি দেখায়।

Hero Xoom 110cc ইঞ্জিন:

Hero Xoom একটি 110.9cc এয়ার-কুলড, একক-সিলিন্ডার ইঞ্জিন পায়, যা 7,250 rpm-এ সর্বাধিক 8.1hp শক্তি এবং 5,750 rpm-এ সর্বাধিক 8.7Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি CVT ইউনিটের সঙ্গে আসে।

দেখে নিন কী-কী রঙে স্কুটারটি কিনতে পারবেন:

এই স্কুটারটি আপনি স্পোর্টস রেড, ম্যাট অ্যাব্র্যাক্স অরেঞ্জ, পার্ল সিলভার হোয়াইট, ব্ল্যাক এবং পোলেস্টার ব্লু সহ পাঁচটি ডুয়াল-টোন রঙে পেয়ে যাবেন।

Next Article