Hero Super Splendor-এর নতুন মডেল লঞ্চ হল। সোমবার Hero MotoCorp তাদের Super Splendor XTEC বাইকটি নিয়ে এল দেশের বাজারে। নতুন স্প্লেন্ডার বাইকে রয়েছে একাধিক স্টাইলিং আপডেট এবং কানেক্টিভিটি ফিচার্স। মোট দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে সুপার স্প্লেন্ডার XTEC বাইকটি। তাদের মধ্যে ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের দাম 83,368 টাকা এবং ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম 87,268 টাকা। Super Splendor XTEC-এর এই দুটি ভ্যারিয়েন্টের দামই এক্স-শোরুম প্রাইস।
দেশি টু-হুইলার প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগের মডেলগুলির থেকে নতুন Hero Super Splendor XTEC অনেকটাই আপডেট করা হয়েছে। ক্রেতাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই মডেলটির জরুরি আপগ্রেডেশনগুলি দেওয়া হয়েছে। পাঞ্চি স্টাইলিং, কানেক্টিভিটি ও একাধিক কনভিনিয়েন্স ফিচার্স দেওয়া হয়েছে বাইকটিতে। এই সুপার স্প্লেন্ডার বাইকের প্রযুক্তিভিত্তিক ফিচারগুলির তার প্র্যাকটিক্যালিটি ও অ্যাপিল বাড়াতে চলেছে বলে দাবি করেছে Hero MotoCorp। এই এক্সটেক বাইকটি কোম্পানির সুবিস্তৃত 125 cc-র সেগমেন্টের নতুন মডেল।
Super Splendor XTEC বাইকে LED হেডল্যাম্প ও তার সঙ্গে হাই-ইন্টেন্সিটি পজ়িশনিং ল্যাম্প দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে ডিজিটাল স্পিডোমিটার ও তার সঙ্গে লো ফুয়েল ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ম্যালফাংশন ইন্ডিকেটর রয়েছে বাইকটিতে। কলিং ও SMS অ্যালার্টের জন্য ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে এই বাইকে। 125cc-র কমিউটার মোটরসাইকেলটিতে ডুয়াল-টোন স্ট্রাইপ রয়েছে, যা বাইকের স্টাইলিং আরও অনন্য করেছে। ইন্টিগ্রেটেড USB চার্জার দেওয়া হয়েছে বাইকটিতে, যার সাহায্যে চালকরা মোবাইল ডিভাইস চার্জ করতে পারবেন বাইক চালাতে-চালাতেই। সামগ্রিক ভাবে বাইকটির সেফটির জন্য রয়েছে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ।
তবে মেকানিক্যালি এই বাইকটি আগের মডেলগুলির মতো প্রায় এক। পাওয়ারের জন্য রয়েছে একটি 125cc BS6 ইঞ্জিন। এই Hero Super Splendor XTEC বাইকটি 68 kmpl মাইলেজ দিতে পারে। বাইকটি 10.7 bhp পিক পাওয়ার চার্ন আউট করবে 7,500 rpm-এ এবং বাইকের পিক টর্ক 6,000 rpm। মোটরসাইকেলটি ইক্যুইপ করা রয়েছে কোম্পানির i3S স্টপ-স্টার্ট সিস্টেমের সঙ্গে।