Hero Vida V1 ই-স্কুটারে বাম্পার অফার, ফ্লিপকার্ট-অ্যামাজ়নে 34000 টাকা ছাড়

Hero Vida V1 Discount Price: হিরোর এই বৈদ্যুতিক স্কুটারে Amazon এই মুহূর্তে সরাসরি 33,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, স্কুটারটির দাম হয়ে যাচ্ছে 94,600 টাকা। অন্য দিকে Flipkart এই একই স্কুটারের উপরে 30,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি পরিষ্কার করে দিয়েছে, এই ছাড়ের অঙ্কের মধ্যেই থাকছে চার্জার এবং কেন্দ্রের FAME সাবসিডি।

Hero Vida V1 ই-স্কুটারে বাম্পার অফার, ফ্লিপকার্ট-অ্যামাজ়নে 34000 টাকা ছাড়
ব্যাপক ছাড়ে হিরোর ইলেকট্রিক স্কুটার।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 08, 2023 | 9:45 AM

Hero তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে অল্প সময়ের ব্যাপক সাড়া ফেলেছে। সেই Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের দাম 1.46 লাখ টাকা (এক্স-শোরুম)। সেই স্কুটারে এবার দিওয়ালি উপলক্ষে আকর্ষণীয় ছাড় দিচ্ছে Flipkart এবং Amazon। হিরোর এই বৈদ্যুতিক স্কুটারে Amazon এই মুহূর্তে সরাসরি 33,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, স্কুটারটির দাম হয়ে যাচ্ছে 94,600 টাকা। অন্য দিকে Flipkart এই একই স্কুটারের উপরে 30,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি পরিষ্কার করে দিয়েছে, এই ছাড়ের অঙ্কের মধ্যেই থাকছে চার্জার এবং কেন্দ্রের FAME সাবসিডি। তবে এই অফার আপাতত দিল্লির স্কুটারপ্রেমীদের জন্যই নিয়ে আসা হয়েছে। দেশের অন্যান্য প্রান্তে Hero Vida V1 ই-স্কুটারগুলিতে এই ছাড় পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Hero Vida V1 দাম ও প্রতিদ্বন্দ্বীরা

2022 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল Hero Vida V1। সে সময় এই স্কুটারের দাম ছিল 1.46 লাখ টাকা (এক্স-শোরুম)। স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- প্লাস এবং প্রো। Ola S1, Ather 450, TVS iQube এবং Bajaj Chetak-এর মতো এই মুহূর্তের একাধিক জনপ্রিয় ই-স্কুটারের সঙ্গে টক্কর দেবে Hero Vida V1।

Hero Vida V1 ফিচার ও স্পেসিফিকেশন

হিরোর এই ইলেকট্রিক স্কুটার চমৎকার রেঞ্জ দিতে পারে। এক চার্জে স্কুটারটি 110Km পর্যন্ত দৌড়তে পারে। স্কুটারের সর্বাধিক স্পিড 80 Kmph এবং মাত্র 3.2 সেকেন্ডের মধ্যে এটি 0-40 Kmph-এ স্প্রিন্ট করতে পারে। মোট চারটি রাইড মোড রয়েছে স্কুটারের, যার মধ্যে ইকো, রাইড, স্পোর্ট এবং কাস্টমের মতো মোড থাকছে।

সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এই Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে দুটি রিমুভেবল ব্যাটারি রয়েছে। যে কোনও জায়গায় সেই ব্যাটারি দুটিকে আপনি চার্জ করতে পারেন এবং তার জন্য আপনাকে স্কুটারটিকে বহন করতে হবে না। তার থেকেও বড় কথা হল, VIDA V1 ই-স্কুটারে পোর্টেবল চার্জার দেওয়া হয়েছে, যা বুট স্পেসে রেখেই বহন করতে পারবেন এবং যে কোনও 5A সকেটে তা প্লাগ ইনও করা যাবে। ঘণ্টা ছয়েকের মধ্যেই স্কুটারটি আপনি সম্পূর্ণ চার্জ করতে পারবেন।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। 7 ইঞ্চির TFT টাচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ডার্ক মোড অফার করে। রয়েছে 4G, Wi-Fi কানেক্টিভিটি, ইলেকট্রনিক সিট, হ্যান্ডেল লক, ক্রুজ় কন্ট্রোল, রিভার্স ও রেগেন অ্যাসিস্টের জন্য রয়েছে 2 ওয়ে থ্রটল। অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম, ট্র্যাক মাই বাইক, জিওফেন্সিং, রিমোট ইম্মোবিলাইজ়েশন, ভেহিকল ডায়াগনস্টিক্স, একটি বাটন সহযোগে এসওএস অ্যালার্ট-সহ বেশ কিছু ফিচার্স অফার করছে স্কুটারটি।