Hero Xpulse 200 4V বাইকের আপডেটেড 2023 ভার্সন লঞ্চ হয়ে গেল, দাম 1.44 লাখ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 17, 2023 | 7:28 PM

2023 Hero Xpulse 200 4V বাইকটি লঞ্চ করা হয়েছে মোট দুটি ভ্যারিয়েন্টে: স্ট্যান্ডার্ড ও প্রো। এই ভার্সন দুটির দাম যথাক্রমে 1.44 লাখ টাকা ও 1.51 লাখ টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের।

Hero Xpulse 200 4V বাইকের আপডেটেড 2023 ভার্সন লঞ্চ হয়ে গেল, দাম 1.44 লাখ টাকা
এসে গেল হিরোর নতুন বাইক।

Follow Us

Hero MotoCorp ভারতে তাদের আপডেটেড Xpulse 200 4V বাইকটি লঞ্চ করে দিল। নতুন হিরো বাইকের দাম শুরু হচ্ছে 1.44 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি একটি এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, যা এখন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি আপডেটেড ইঞ্জিন এবং একাধিক নতুন ফিচার্স দেওয়া হয়েছে 2023 Xpulse 200 4V মোটরবাইকে। এই লেটেস্ট বাইকে নতুন কী-কী ফিচার্স রয়েছে, আগের থেকে কী-কী পরিবর্তন করা হয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

2023 Hero Xpulse 200 4V: নতুন কী থাকছে?

ডিজ়াইনের দিক থেকে আপডেটেড 2023 Hero Xpulse 200 4V বাইকে রয়েছে নতুন 60 mm লম্বা ভাইজ়ার, আপডেটেড সুইচ গিয়ার, অল-LED হেডল্যাম্প ও তার সঙ্গে একটি H-শেপড LED DRL এবং একটি আপডেটেড রাইডার ট্রায়াঙ্গল। রাইডার ফুট পেগের পজ়িশনও আগের থেকে অন্যরকম করা হয়েছে। এই Hero Xpulse 200 4V আপডেটেড মডেলে একাধিক ABS মোড রয়েছে: রোড, অফ রোড এবং র‌্যালি।

2023 Hero Xpulse 200 4V: ইঞ্জিন ও গিয়ারবক্স

Xpulse 200 4V বাইকে রয়েছে আগের মতোই একই 199.6cc সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড, ফোর স্ট্রোক, ফোর ভাল্ভ ইঞ্জিন, যা 18.9 bhp চার্ন আউট করতে পারে 8,500 RPM-এ এবং 17.35 Nm পিক টর্ক দিতে পারে 6,500 RPM-এ। এই ইঞ্জিনটি এখন OBD-2 কমপ্লায়েন্ট E20 ফুয়েল দ্বারাও চালিত হতে পারে। 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা রয়েছে এটি।

2023 Hero Xpulse 200 4V: ভ্যারিয়েন্ট ও দাম

2023 Hero Xpulse 200 4V বাইকটি লঞ্চ করা হয়েছে মোট দুটি ভ্যারিয়েন্টে: স্ট্যান্ডার্ড ও প্রো। এই ভার্সন দুটির দাম যথাক্রমে 1.44 লাখ টাকা ও 1.51 লাখ টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের। এদের মধ্যে প্রো ভ্যারিয়েন্টের Xpulse 200 4V-তে রয়েছে অ্যাডজাস্টেবল ফ্রন্ট সাসপেনশন ও তার সঙ্গে 250 mm ট্রাভেল, একটি 10 স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন ও তার সঙ্গে 220 mm ট্রাভেল, সিট হাইট অনেকটাই লম্বা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে এবং আরও ভাল অফ-রোজ এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে হ্যান্ডেলবার রাইজ়ার।

Next Article