Hero Xtreme 200S 4V বাইক হাজির হল অনবদ্য লুক ও ফিচার্স নিয়ে, দাম 1.41 লাখ টাকা

Hero Xtreme 200S 4V বাইকটির দাম 1.41 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। সম্প্রতি Hero যে Xtreme 160R 4V বাইকটি লঞ্চ করেছিল, তাতে ফোর-ভালভ টেকনোলজি রয়েছে। নতুন Hero Xtreme 200S 4V বাইকেও রয়েছে সেই একই ফিচার।

Hero Xtreme 200S 4V বাইক হাজির হল অনবদ্য লুক ও ফিচার্স নিয়ে, দাম 1.41 লাখ টাকা
যেমন লুক, তেমন ফিচার্স।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 5:03 PM

Hero MotoCorp তার প্রিমিয়াম সেগমেন্টে অন্যতম আকর্ষণীয় একটি বাইক যোগ করল, যার নাম Hero Xtreme 200S 4V। বাইকটির দাম 1.41 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। সম্প্রতি Hero যে Xtreme 160R 4V বাইকটি লঞ্চ করেছিল, তাতে ফোর-ভালভ টেকনোলজি রয়েছে। নতুন Hero Xtreme 200S 4V বাইকেও রয়েছে সেই একই ফিচার। নতুন ফোর-ভালভ ভার্সনটি আগের Xtreme 200S টু-ভালভ মডেলের থেকে আরও 6,000 টাকা বেশি দামি।

Hero Xtreme 200S 4V বাইকে পাওয়ারের জন্য রয়েছে আপডেটেড 200cc ফোর-ভালভ, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড মোটর, যাতে ফুয়েল ইঞ্জেকশনও রয়েছে। ফোর-ভালভ ইঞ্জিনটি 8,000 rpm-এ 18.8 bhp এবং 6,500 rpm-এ 6,500 rpm টর্ক দিতে পারে। আগের প্রজন্মের তুলনায় এই নবপ্রজন্মের মডেলটি 6 শতাংশ বেশি পাওয়ার এবং 5 শতাংশ বেশি টর্ক দিতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 5 স্পিডের গিয়ারবক্সের সঙ্গে। তবে এখন আরও ভাল অ্যাক্সিলারেশনের জন্য তা অপটিমাইজ় করা রয়েছে।

লেটেস্ট 2023 Hero Xtreme 200S 4V বাইকটিতে এখন একটি নতুন স্প্লিট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যা লম্বা রাইডের জন্য স্বস্তিদায়ক জার্নি অনুভব করেন চালকরা। নতুন রিয়ার টায়ার হাগারও রয়েছে বাইকটিতে। এছাড়া রয়েছে একজোড়া LED হেডল্যাম্প ও LED DRL ও তার সঙ্গে LED টেললাইট ও লাইট গাইড, যা বাইকটিকে আরও চমৎকার এবং একটা সিগনেচার লুক দিয়েছে। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন এবং SMS/Call অ্যালার্ট, যা পেয়ার করা রয়েছে LCD ইনস্ট্রুমেন্ট কনসোলের সঙ্গে।

আগের মডেলের মতোই Xtreme 200S 4V বাইকের সামনেও রয়েছে টেলিস্কোপিক ফর্ক। বাইকটির পিছনে দেওয়া হয়েছে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক এবং 130 mm ওয়াইড রেডিয়াল রিয়ার টায়ার। Xtreme 200S 4V বাইকে স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। ফুল ফেয়ার মোটরসাইকেলটি ডুয়াল টোন কালার অপশনে পাওয়া যাবে- মুন ইয়েলো, প্যান্থার ব্ল্যাক মেটালিক এবং স্টিলধ এডিশন। Suzuki Gixxer SF এবং Yamaha R15 S এই দুই বাইকের সঙ্গে টক্কর দেবে Hero Xtreme 200S 4V বাইকটি।