Honda Activa দেশের স্কুটারগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মডেল। গ্রাহককুলের মধ্যে এই স্কুটারের ব্যাপক চাহিদা রয়েছে। স্কুটারটির ষষ্ঠ প্রজন্ম (Activa 6G) ভারতে অনেক আগেই এসে গিয়েছিল। এখন ভক্তরা অধীর অপেক্ষায় বসে আছেন, Activa 7G মডেলটি কবে নাগাদ লঞ্চ করে। আর এই এত বছর ধরে Activa-র জনপ্রিয়তা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। সেই কারণেই 2022 সালের ডিসেম্বর মাসেই সংস্থাটি 1 লাখ ইউনিট বিক্রি করেছে। দেশের স্কুটার সেগমেন্টে বিক্রিবাট্টার নিরিখে 50% বাজারই দখল করে রেখেছে Honda Activa। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এর ইলেকট্রিক ভার্সনটিও শীঘ্রই ভারতে নিয়ে আসা হবে। তবে তার আগেই এক ব্যক্তি হন্ডা অ্যাক্টিভার পেট্রল ভার্সনটিকে ইলেকট্রিকে মডিফাই করেছেন, যা আপনিও নিজে থেকেই করতে পারবেন। তার জন্য কী করতে হবে, Honda Activa পেট্রল মডেলটিকে ইলেকট্রিক করে কী সুবিধা হবে, রেঞ্জ কত পাওয়া যাবে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
HMSI-এর CEO খুব সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, 2024 সালেই লঞ্চ করা হবে Honda-র প্রথম ইলেকট্রিক স্কুটার। অর্থাৎ হন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার হাতে পেতে আপনাকে এখনও এক বছর অপেক্ষা করতে হবে। তবে আপনি চাইলে এখনই Honda E-Scooter এর স্বাদ নিতে পারেন। কীভাবে সম্ভব তা, হাতেনাতে পরীক্ষা করে দেখালেন অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক ব্যক্তি। কনভার্সন কিট ব্যবহার করে তিনি Activa পেট্রল স্কুটারটিকে ইলেকট্রিকে রূপান্তর করেছেন তিনি।
Honda Activa: পেট্রল থেকে ইলেকট্রিক কীভাবে হল
তেলুগু ভাষায় DIY Tech,in YouTube চ্যানেলটি চালান অন্ধ্রপ্রদেশের নেল্লোরের ওই ব্যক্তি। তিনিই ICE Activa স্কুটারটিকে ইলেকট্রিক ভেহিকলের রূপ দিয়েছেন। একটি ইলেকট্রিক কনভার্সন কিটের মাধ্যমেই তিনি এমনটা করেছেন। তার জন্য তাঁকে অতিরিক্ত কিছু অর্থও খরচ করতে হয়েছে। সেই কনভার্সন কিটটি ব্যবহার করার জন্য পেট্রল থেকে ইলেকট্রিকে রূপান্তরিত Honda Activa স্কুটারে তাঁকে একটি স্টিকারও ব্যবহার করতে হয়েছে। তবে ওই স্টিকার ছাড়া আপনি দেখে বুঝতে পারবেন না যে, একটা ICE স্কুটারকে ইলেকট্রিক ভেহিকলে মডিফাই করা হয়েছে। নেল্লোরের ওই ব্যক্তি যে Activa মডেল নিয়ে কাজ করেছেন, তা বেশ পুরনো।
রেঞ্জ, স্পিড ও ব্যাটারি
তিনি জানিয়েছেন, মডিফায়েড স্কুটারটিতে 1 kW পাওয়ার এবং 2-2.5 kW ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে। এটি 2.88 kWh ক্ষমতায় কাজ করে। ভিডিয়োতে তিনি জানিয়েছেন, একবার চার্জে মডিফায়েড Honda E-Scooterটি 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। পাশাপাশি স্কুটারটির সর্বাধিক স্পিড 55 কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ।
ফিচার্স ও স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে ইলেকট্রিকে কনভার্টেড Activa স্কুটারের অ্যানালগ ইনস্ট্রুমেন্ট সম্পূর্ণভাবে ডিজিটাল ইউনিটের সঙ্গে সোয়াইপ করা হয়েছে। এই মোটর RPM-সহ আরও একাধিক ডিটেল শো করছে। ইঞ্জিন স্টার্টার মোটরের কোনও প্রয়োজন আর থাকছে না। তার কারণ স্টার্টার সুইচ এখন হর্নে বদলে দেওয়া হয়েছে। শক অ্যাবজ়র্বারের সঙ্গে দেওয়া হয়েছে একটি সুইংআর্ম। মোনোশকও দেওয়া হয়েছে কনভার্টেড ইভিতে। ব্যাটারি কম্পার্টমেন্ট এবং বুট স্পেস সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তবে স্কুটারের চার্জিং পয়েন্টে দেওয়া হয়েছে তার ফুটবোর্ড।
3 বছরের ব্যাটারি ওয়ারান্টি
সবথেকে বড় প্রশ্নটি হল, এই Honda Activa ICE থেকে ইলেকট্রিকে কনভার্ট করতে আপনার কত টাকা খরচ হবে? নেল্লোরের ওই DIY এক্সপার্ট জানিয়েছেন, স্কুটারটি সম্পূর্ণ ভাবে মডিফাই করতে খরচ হয়েছে 1 লাখ টাকা। তার মধ্যে সবথেকে বেশি টাকা খরচ হয়েছে ব্যাটারির জন্য। তিনি আরও জানিয়েছেন, এই ব্যাটারি চার্জ করতে অন্তত 6 ঘণ্টা সময় লাগবে। সঙ্গে তিনি এ-ও যোগ করেছেন, সবসময় ফাস্ট চার্জিং না-ও হতে পারে। 3 বছর পর্যন্ত ওয়ারান্টি মিলবে স্কুটারের ব্যাটারিতে।
Honda Activa দেশের স্কুটারগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মডেল। গ্রাহককুলের মধ্যে এই স্কুটারের ব্যাপক চাহিদা রয়েছে। স্কুটারটির ষষ্ঠ প্রজন্ম (Activa 6G) ভারতে অনেক আগেই এসে গিয়েছিল। এখন ভক্তরা অধীর অপেক্ষায় বসে আছেন, Activa 7G মডেলটি কবে নাগাদ লঞ্চ করে। আর এই এত বছর ধরে Activa-র জনপ্রিয়তা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। সেই কারণেই 2022 সালের ডিসেম্বর মাসেই সংস্থাটি 1 লাখ ইউনিট বিক্রি করেছে। দেশের স্কুটার সেগমেন্টে বিক্রিবাট্টার নিরিখে 50% বাজারই দখল করে রেখেছে Honda Activa। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এর ইলেকট্রিক ভার্সনটিও শীঘ্রই ভারতে নিয়ে আসা হবে। তবে তার আগেই এক ব্যক্তি হন্ডা অ্যাক্টিভার পেট্রল ভার্সনটিকে ইলেকট্রিকে মডিফাই করেছেন, যা আপনিও নিজে থেকেই করতে পারবেন। তার জন্য কী করতে হবে, Honda Activa পেট্রল মডেলটিকে ইলেকট্রিক করে কী সুবিধা হবে, রেঞ্জ কত পাওয়া যাবে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
HMSI-এর CEO খুব সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, 2024 সালেই লঞ্চ করা হবে Honda-র প্রথম ইলেকট্রিক স্কুটার। অর্থাৎ হন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার হাতে পেতে আপনাকে এখনও এক বছর অপেক্ষা করতে হবে। তবে আপনি চাইলে এখনই Honda E-Scooter এর স্বাদ নিতে পারেন। কীভাবে সম্ভব তা, হাতেনাতে পরীক্ষা করে দেখালেন অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক ব্যক্তি। কনভার্সন কিট ব্যবহার করে তিনি Activa পেট্রল স্কুটারটিকে ইলেকট্রিকে রূপান্তর করেছেন তিনি।
Honda Activa: পেট্রল থেকে ইলেকট্রিক কীভাবে হল
তেলুগু ভাষায় DIY Tech,in YouTube চ্যানেলটি চালান অন্ধ্রপ্রদেশের নেল্লোরের ওই ব্যক্তি। তিনিই ICE Activa স্কুটারটিকে ইলেকট্রিক ভেহিকলের রূপ দিয়েছেন। একটি ইলেকট্রিক কনভার্সন কিটের মাধ্যমেই তিনি এমনটা করেছেন। তার জন্য তাঁকে অতিরিক্ত কিছু অর্থও খরচ করতে হয়েছে। সেই কনভার্সন কিটটি ব্যবহার করার জন্য পেট্রল থেকে ইলেকট্রিকে রূপান্তরিত Honda Activa স্কুটারে তাঁকে একটি স্টিকারও ব্যবহার করতে হয়েছে। তবে ওই স্টিকার ছাড়া আপনি দেখে বুঝতে পারবেন না যে, একটা ICE স্কুটারকে ইলেকট্রিক ভেহিকলে মডিফাই করা হয়েছে। নেল্লোরের ওই ব্যক্তি যে Activa মডেল নিয়ে কাজ করেছেন, তা বেশ পুরনো।
রেঞ্জ, স্পিড ও ব্যাটারি
তিনি জানিয়েছেন, মডিফায়েড স্কুটারটিতে 1 kW পাওয়ার এবং 2-2.5 kW ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে। এটি 2.88 kWh ক্ষমতায় কাজ করে। ভিডিয়োতে তিনি জানিয়েছেন, একবার চার্জে মডিফায়েড Honda E-Scooterটি 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। পাশাপাশি স্কুটারটির সর্বাধিক স্পিড 55 কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ।
ফিচার্স ও স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে ইলেকট্রিকে কনভার্টেড Activa স্কুটারের অ্যানালগ ইনস্ট্রুমেন্ট সম্পূর্ণভাবে ডিজিটাল ইউনিটের সঙ্গে সোয়াইপ করা হয়েছে। এই মোটর RPM-সহ আরও একাধিক ডিটেল শো করছে। ইঞ্জিন স্টার্টার মোটরের কোনও প্রয়োজন আর থাকছে না। তার কারণ স্টার্টার সুইচ এখন হর্নে বদলে দেওয়া হয়েছে। শক অ্যাবজ়র্বারের সঙ্গে দেওয়া হয়েছে একটি সুইংআর্ম। মোনোশকও দেওয়া হয়েছে কনভার্টেড ইভিতে। ব্যাটারি কম্পার্টমেন্ট এবং বুট স্পেস সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তবে স্কুটারের চার্জিং পয়েন্টে দেওয়া হয়েছে তার ফুটবোর্ড।
3 বছরের ব্যাটারি ওয়ারান্টি
সবথেকে বড় প্রশ্নটি হল, এই Honda Activa ICE থেকে ইলেকট্রিকে কনভার্ট করতে আপনার কত টাকা খরচ হবে? নেল্লোরের ওই DIY এক্সপার্ট জানিয়েছেন, স্কুটারটি সম্পূর্ণ ভাবে মডিফাই করতে খরচ হয়েছে 1 লাখ টাকা। তার মধ্যে সবথেকে বেশি টাকা খরচ হয়েছে ব্যাটারির জন্য। তিনি আরও জানিয়েছেন, এই ব্যাটারি চার্জ করতে অন্তত 6 ঘণ্টা সময় লাগবে। সঙ্গে তিনি এ-ও যোগ করেছেন, সবসময় ফাস্ট চার্জিং না-ও হতে পারে। 3 বছর পর্যন্ত ওয়ারান্টি মিলবে স্কুটারের ব্যাটারিতে।