
HONDA একটি নতুন 350CC মোটরসাইকেল নিয়ে এসেছে। সেই CB350 বাইকে দেওয়া হয়েছে রেট্রো ক্লাসিক ডিজ়াইন। বাইকটি সরাসরি প্রতিযোগিতা করতে পারে রয়্যাল এনফিল্ডের Classic 350 এবং Bullet 350-এর সঙ্গে। নতুন HONDA CB350 বাইকটি লঞ্চ করা হয়েছে 1.99 লাখ টাকায়। এই দাম ধার্য করা হয়েছে বাইকের DLX ভ্যারিয়েন্টের জন্য। হাইয়ার-স্পেসিফিকেশন DLX Pro ভ্যারিয়েন্টের দাম 2.17 লাখ টাকা। দুটি মডেলের দামই দিল্লির এক্স-শোরুমের।
ডিজ়াইন ও বাইকের সামগ্রিক আকার অনেকটাই H’ness CB350-এর মতো। মেটাল ফেন্ডার্স, ফ্রন্ট ফর্ক টিউবের জন্য মেটালিক কভার, স্প্লিট সিট এবং পিশুটার-স্টাইলের মাফলার ইত্যাদি একাধিক জরুরি ফিচার্স রয়েছে এতে। এই সব ফিচারগুলি দিয়েই Honda তার নতুন বাইকের লুক অনেকটা RE Classic 350-র মতো করার চেষ্টা করেছে। তার থেকেও বড় কথা, হন্ডার নতুন বাইকটি মোট পাঁচটি চোখধাঁধানো কালার অপশনে পাওয়া যাবে- রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট ক্রাস্ট মেটালিক, ম্যাট মার্শাল গ্রিন মেটালিক এবং ম্যাট ডিউন ব্রাউন।
এদের মধ্যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-এর পূর্ববর্তী প্রজন্মের ডেজ়ার্ট স্টর্ম শেডের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে HONDA CB350 বাইকের ম্যাট ডিউন ব্রাউন ভ্যারিয়েন্টের। নতুন অতিরিক্ত উপাদানগুলি যুক্ত হওয়ার ফলে HONDA CB350 বাইকটির ওজন 6 কেজি বেশি হয়েছে H’ness CB350-এর থেকে। এখন এই নতুন হন্ডা বাইকের ওজন 187 কেজি।
HONDA CB350 বাইকের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে LED হেডল্যাম্প, অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যাতে হন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেমও দেওয়া হয়েছে এবং পিছনের গাড়িকে সিগন্যাল দেওয়ার জন্য এতে রয়েছে ইমার্জেন্সি স্টপ সিগন্যালও। মোটরসাইকেলটির সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক এবং নাইট্রোজ়েন-চার্জড ডুয়াল শক অ্যাবসর্বার রয়েছে।
ব্রেকিং ডিউটির জন্য এই বাইকে রয়েছে 310mm ডিস্ক ব্রেক ও তার সঙ্গে টু-পিস্টন ক্যালিপার, যা সামনে রয়েছে। পিছনে রয়েছে একটি 240mm ডিস্ক ও তার সঙ্গে সিঙ্গেল-পিস্টন ক্যালিপার। সেখানে একটি ডুয়াল-চ্যানেল ABS ইক্যুইপ করা রয়েছে। এদিকে পাওয়ারট্রেনের জন্য এই HONDA CB350 মোটরসাইকেলে দেওয়া হয়েছে 348.36 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইউনিট, যা 20.78 bhp এবং 30 Nm টর্ক দিতে পারে। এই ইউনিটটি পেয়ার করা থাকছে একটি 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে, যা অ্যাসিস্ট করছে একটি স্লিপার ক্লাচ।