Honda Hornet 2.0 বাইকের নতুন মডেল এল বাজারে, দাম 1.39 লাখ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 29, 2023 | 1:46 PM

OBD2-কমপ্লায়েন্ট 2023 Honda Hornet 2.0 বাইকের দাম 1.39 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। OBD2-কমপ্লায়েন্ট ইঞ্জিনের পাশাপাশি নতুন Hornet 2.0 মোটরসাইকেলে এখন নতুন অ্যাসিস্ট, স্লিপার ক্লাচ এবং ফ্রেশ গ্রাফিক্স দেওয়া হয়েছে।

Honda Hornet 2.0 বাইকের নতুন মডেল এল বাজারে, দাম 1.39 লাখ টাকা
Honda Hornet 2.0-এর নতুন ভার্সন এসে গেল ভারতে।

Follow Us

Honda Hornet 2.0 বাইকটি লঞ্চ হয়ে গেল ভারতে। লেটেস্ট মোটরসাইকেলটি OBD2-কমপ্লায়েন্ট, যার দাম 1.39 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। OBD2-কমপ্লায়েন্ট ইঞ্জিনের পাশাপাশি 2023 Honda Hornet 2.0 মোটরসাইকেলে এখন নতুন অ্যাসিস্ট, স্লিপার ক্লাচ এবং ফ্রেশ গ্রাফিক্স দেওয়া হয়েছে।

184.40cc, 4-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার, OBD2-কমপ্লায়েন্ট, PGM-FI ইঞ্জিনের Honda Hornet 2.0 মোটরবাইকটি সর্বাধিক 17.3PS পাওয়ার ডেভেলপ করতে পারে এবং 15.9Nm পিক টর্ক দিতে পারে। এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।

2023 Hornet 2.0 বাইকে আগের ভার্সনের মতোই ডায়মন্ড ফ্রেম দেওয়া হয়েছে। বাইকের সামনে রয়েছে একটি USD ফ্রন্ট ফর্ক এবং পিছনে একটি মনোশক থাকছে। 17 ইঞ্চির 10 স্পোক অ্যালয় হুইলে টিউবলেস টায়ার্স রয়েছে এই বাইকে। নতুন হর্নেট বাইকের সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সামনে রয়েছে একটি 276mm ডিস্ক এবং পিছনে 220mm ডিস্ক থাকছে। এর পাশাপাশিই আবার সিঙ্গেল চ্যানেল ABSও রয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে 2023 Honda Hornet 2.0 বাইকে অল-LED লাইটিং সিস্টেম (LED হেডল্যাম্প, LED উইঙ্কার্স এবং X-আকারের LED টেলল্যাম্প), সম্পূর্ণ ভাবে ডিজিটাল লিক্যুইড-ক্রিস্টাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, স্প্লিট সিট এবং শর্ট মাফলার রয়েছে। মোট চারটি রঙে লঞ্চ করা হয়েছে লেটেস্ট হন্ডা বাইকটি। সেগুলি হল, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট সাংগ্রিয়া রেড মেটালিক, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।

2023 Hornet 2.0 বাইকের সঙ্গে 10 বছরের ওয়ারান্টি দিচ্ছে HMSI। তার মধ্যে রয়েছে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারান্টি এবং সাত বছরের অপশনাল ওয়ারান্টি।

Next Article