
Foldable Electric Scooter: Honda একটি দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল, যাকে বলা হচ্ছে, ‘ফার্স্ট অ্যান্ড লাস্ট মাইল’ সলিউশন। ই-স্কুটারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল তা ফোল্ডেবল। অর্থাৎ, আপনি যে কোনও জায়গায় স্যুটকেসের মতোই এই বিদ্যুচ্চালিত স্কুটারটিকে ভাঁজ করে নিয়ে যেতে পারবেন। এই ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটারের নাম Motocompacto। আসলে এই স্কুটারটি 1980 সাল নাগাদ বিক্রি করত Honda। নতুন মডেলটি মডার্ন অল-ইলেকট্রিক করা হয়েছে। গ্লোবাল মার্কেটের Honda এবং Acura ডিলারদের কাছ থেকে ই-স্কুটারটি কিনতে পারবেন। 995 মার্কিন ডলার বা 83,000 টাকায় লঞ্চ করা হয়েছে Honda Motocompacto।
পাওয়ারিংয়ের জন্য এই Honda ই-স্কুটারে দেওয়া হয়েছে পার্মানেন্ট ডিরেক্ট ড্রাইভ ইলেকট্রিক মোটর। এটি ফ্রন্ট হুইলের সঙ্গে মাউন্ট করা হয়েছে। ই-স্কুটারটির সর্বাধিক পাওয়ার আউটপুট 490 W এবং এটি 16 Nm পিক টর্ক দিতে পারে। Honda-র তরফ থেকে দাবি করা হয়েছে, এক চার্জে ইলেকট্রিক স্কুটারটি 24 kmph।
ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি 6.8 Ah। একটি 110V চার্জার ব্যবহার করে মাত্র 3.5 ঘণ্টার মধ্যেই ই-স্কুটারটি সম্পূর্ণ ভাবে চার্জ করা যাবে। জানা গিয়েছে, বাস্তবের মাটিতে এই স্কুটার 19 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এক চার্জে। তার কারণ, স্কুটারটি ডিজ়াইন করা হয়েছে লাস্ট-মাইল মোবিলিটির জন্য। সেই কারণেই তার রেঞ্জ লিমিটেড।
Honda Motocompacto হল প্রকৃত অর্থেই একটি কম্প্যাক্ট ইলেকট্রিক স্কুটার। খুব সহজেই আপনি এতে চড়ে ট্রাভেল করতে পারবেন। তার থেকেও বড় কথা হল, স্কুটারটি আপনি ফোল্ডও করতে পারবেন। এই ই-স্কুটারের হুইলবেসের পরিমাপ 741 mm এবং সিট হাইট 622 mm। স্কুটারের ওজন 19 kg, অর্থাৎ খুব একটা হাল্কা না হলেও তা পোর্টেবল।
কোম্পানির তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারটিকে তার পূর্ববর্তী প্রজন্মের স্পিরিচুয়াল সাকসেসর বলা হচ্ছে। 1981 থেকে 1983 সালের মধ্যে Motocompacto বাইকটি বিক্রি করত Honda। সে সময় এতে পাওয়ারের জন্য ছিল একটি 49 cc, এয়ার কুলড, টু-স্ট্রোক ইঞ্জিন, যা 2.4 bhp প্রোডিউস করতে পারে 5,000 rpm-এ এবং 4,500 rpm-এ 3.72 Nm পিক টর্ক আউটপুট দিতে পারত। ট্রান্সমিশনের জন্য ছিল একটি সিঙ্গেল-ক্লাচ অটোমেটিক ইউনিট।