Honda SP160 লঞ্চ হয়ে গেল 1,17,500 টাকায়, যেমন লুক-তেমনই ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 09, 2023 | 12:52 PM

Honda SP160 বাইকটি বিক্রি করা হবে দুটি ভ্যারিয়েন্টে- সিঙ্গেল ডিস্ক এবং টুইন ডিস্ক। ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে 1,17,500 টাকা এবং 1,21,900 টাকা। মডেল দুটির এই দাম এক্স-শোরুমের। প্রসঙ্গত, Honda-র লাইন-আপে SP160 হল তৃতীয় 160 cc-র বাইক।

Honda SP160 লঞ্চ হয়ে গেল 1,17,500 টাকায়, যেমন লুক-তেমনই ফিচার্স
এসে গেল নতুন হন্ডা বাইক।

Follow Us

Honda Motorcycle ভারতে একটি দুর্ধর্ষ 160 cc বাইক লঞ্চ করেছে। সেই লেটেস্ট হন্ডা বাইকের নাম SP160। মোট দুটি ভ্যারিয়েন্টে বাইকটি বিক্রি করা হবে- সিঙ্গেল ডিস্ক এবং টুইন ডিস্ক। ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে 1,17,500 টাকা এবং 1,21,900 টাকা। মডেল দুটির এই দাম এক্স-শোরুমের। প্রসঙ্গত, Honda-র লাইন-আপে SP160 হল তৃতীয় 160 cc-র বাইক। নতুন বাইকটি বাদ দিয়ে এই সেগমেন্টে কোম্পানির কাছে Unicorn এবং X-Blade নামক আরও দুটি বাইক রয়েছে। যদিও এদের মধ্যে X-Blade মোটেই BS6 স্টেজ 2 কমপ্লায়েন্ট নয়।

এদিকে Honda SP160 বাইকে একই ইঞ্জিন রয়েছে যা X-Blade মোটরবাইকটিতেও দেওয়া হয়েছে। রয়েছে 162.71cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ফুয়েল ইঞ্জেকশন পেয়েছে এবং 7,500 rpm-এ 13.27 bhp এবং 5,500 rpm-এ 14.58 Nm টর্ক দিতে পারে। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।

Honda SP160 বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড-টাইপ ফ্রেম। এই মোটরসাইকেলের সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে মনোশক। ব্রেকিং ডিউটির জন্য মোটরসাইকেলটির সামনে একটি 276 mm ডিস্ক এবং পিছনে একটি 220mm ডিস্ক বা একটি 130mm ড্রাম। তবে, তা নির্ভর করছে বিভিন্ন ভ্যারিয়েন্টের উপরে। পাশাপাশি এই বাইকের সঙ্গে সিঙ্গেল-চ্যানেল ABS অফার করা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে।

ফিচার্সের দিক থেকে Honda SP160 বাইকে রয়েছে LED হেডল্যাম্প, অ্যালয় হুইল, হ্যাজ়ার্ড লাইট এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা বাইক সম্পর্কিত একাধিক জরুরি যেমন ফুয়েল এফিসিয়েন্সি, কতটা তেল ফুরিয়েছে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ট্যাকোমিটার, ফুয়েল গজ়, স্পিডোমিটার, ট্রিপমিটার্স, ওডোমিটার, ব্যাটারি ভোল্টেজ তুলে ধরতে পারে।

নতুন Honda SP160 বাইকটির ডিজ়াইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই SP125 বাইকের মতোই। তবে সেই ডিজ়াইন আরও বেশি আক্রমণাত্মক এবং মাসকিউলার করা হয়েছে। বাইকের LED হেডল্যাম্পের কাছে একটি আক্রমণাত্মক কাউল দেওয়া হয়েছে। রয়েছে একটি মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক এবং বেশ বড় একটি সিঙ্গেল-পিস সিট। সেই কারণেই Honda SP160 কমিউটার মোটরসাইকেলের মধ্যে একটি স্পোর্টি লুক পেয়েছে।

Next Article