
E-Scooter Charging Tips: দেশে বৈদ্যুতিক দু-চাকার গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। জ্বালানির দাম এবং দূষণের কারণে সরকারও মানুষকে ইভির দিকে ঝুঁকতে বলছে। বহু মানুষ পেট্রোল চালিত টু হুইলার ছেড়ে ইলেকট্রিক বাইক-স্কুটার কিনছে। ফলে বিভিন্ন কোম্পানিও একের পর এক ইলেকট্রিক বাইক-স্কুটার বাজারে এনে চলেছে। বেশ মোটা টাকা খরচ করে যখন একটি ই-বাইক বা স্কুটার কেনেন, তখন ফিচার থেকে রেঞ্জ সব কিছুই পরখ করে নেন। কিন্তু তারপরেও এমন অনেকেই আছেন, যারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এর সবচেয়ে বড় উদাহরণ হল গাড়িটি চার্জ করার সঠিক উপায় বা আপনার বৈদ্যুতিক বাইক-স্কুটারের ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে গেলে কী করা উচিত তা জানেন না। আপনি সব প্রশ্নেরই উত্তর পাবেন। তাই চলুন ইলেকট্রিক বাইক বা স্কুটার অতিরিক্ত চার্জ করলে কী-কী অসুবিধা কী হতে পারে দেখে নেওয়া যাক।
ব্যাটারি নষ্ট হয়ে যাবে:
আপনি যদি ইভি ব্যাটারি অতিরিক্ত চার্জ করেন, তবে এর সার্কিটগুলির ক্ষতি হয়। এটি তাদের ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস করে। যখন একটি ব্যাটারি অতিরিক্ত চার্জ করা হয়, তখন তা অতিরিক্ত তাপ উৎপন্ন করে। সেই তাপেই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ফলে এতে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় এবং এটি আগের মতো বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না।
আগুন ধরে যেতে পারে:
অতিরিক্ত চার্জ করার ফলে ব্যাটারি বিস্ফোরিত হতে বা আগুন ধরতে পারে। লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত চার্জে গরম হয়ে যায়। ফলে আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাকে। তাই চেষ্টা করবেন সারা রাত চার্জ না দেওয়ার। এমনকি একটি নির্দিষ্ট টাইম ধরেই চার্জ করার চেষ্টা করবেন।
ব্যাটারির আয়ু কমিয়ে দেয়:
অতিরিক্ত চার্জ ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। ব্যাটারির অতিরিক্ত চার্জ বাইকের কর্মক্ষমতাকেও কমিয়ে দেয়। এ কারণে গাড়ির গতি ও শক্তি ক্ষতিগ্রস্ত হয়। বাইকটি আগের মতো ভাল পারফর্ম করতে পারে না। এমনকি আরও ঘন ঘন ব্যাটারি চার্জ করতে হতে পারে। শুধু তাই নয়, ব্যাটারির চার্জিংও ধীরে হয়। এমনকি খারাপও হয়ে যেতে পারে। ফলে বুঝতেই পারছেন, তারপরে আপনাকে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।