Electric Cars: সিঙ্গেল চার্জে 450 কিমি দূরের গন্তব্যে পৌঁছে দেবে এসব ইলেকট্রিক গাড়ি, দাম বাজেটের মধ্যেই

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 09, 2023 | 8:45 PM

Affordable Electric Cars: আপনাকে দেশের সেরা 5টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়ি সম্পর্কে জানানো হবে। যেগুলি আপনি আপনার কম বাজেটেই কিনে ফেলতে পারবেন। এমনকি এই গাড়িগুলির মাইলেজও দুর্দান্ত। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক।

Electric Cars: সিঙ্গেল চার্জে 450 কিমি দূরের গন্তব্যে পৌঁছে দেবে এসব ইলেকট্রিক গাড়ি, দাম বাজেটের মধ্যেই

Follow Us

পেট্রোল, ডিজেল এবং সিএনজি-র দাম ক্রমাগত বেড়েই চলেছে। তবে সরকার কর্তৃক বৈদ্যুতিক যানবাহনের প্রচারের কারণে, গত কয়েক বছরে বৈদ্যুতিক গাড়ির বিক্রি প্রচুর পরিমাণে বেড়েছে। এখন গাড়ি কিনতে ইচ্ছুক অনেক ব্যক্তিই পেট্রোল ও ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি বেছে নিচ্ছেন। আপনিও যদি পরিবারের জন্য একটি নতুন গাড়ি কিনবেন বলে প্ল্যান করে থাকেন, তবে আপনাকে দেশের সেরা 5টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়ি সম্পর্কে জানানো হবে। যেগুলি আপনি আপনার কম বাজেটেই কিনে ফেলতে পারবেন। এমনকি এই গাড়িগুলির মাইলেজও দুর্দান্ত। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক।

হুন্ডাই কোনা ইলেকট্রিক গাড়ি (Hyundai Kona Electric)

Hyundai-এর Hyundai Kona ইলেকট্রিক গাড়িতে 39.2kWh ব্যাটারি আছে। এই ব্যাটারিটি মাত্র 57 মিনিটে অর্থাৎ প্রায় এক ঘন্টায় 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় এবং প্রায় 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করা যায়। কোম্পানির দাবি, এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ হলে 452 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই গাড়িটির এক্স-শোরুম দাম প্রায় 24 লক্ষ টাকা।

Mahindra XUV400

Mahindra XUV400-এ দেওয়া ব্যাটারি 310Nm টর্ক জেনারেট করে। এই গাড়িটিতে 34.5kWh ব্যাটারি প্যাক রয়েছে, যা প্রায় 375 কিলোমিটার যেতে পারে। আর দ্বিতীয় ব্যাটারি দিয়ে এটি 456 কিলোমিটার দূরত্ব যেতে পারে। আপনি এই গাড়িটি 15.99 লক্ষ টাকার (এক্স-শোরুম) কিনে নিতে পারবেন। আপনি 21 হাজার টাকা দিয়ে এটি বুক করতে পারেন।

টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)

তালিকার দ্বিতীয় গাড়িটি হল Tata Nexon EV। এতে রয়েছে 141 HP পাওয়ার ব্যাটারি, যা 250 NM টর্ক জেনারেট করে। একবার চার্জ করলে, এই গাড়িটি 312 কিলোমিটার নন-স্টপ চলতে পারে। এই জনপ্রিয় গাড়িটির এক্স-শোরুম দাম প্রায় 15 লক্ষ টাকা। আপনি এতে দুর্দান্ত সব ফিচারও পেয়ে যাবেন।

টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV)

Tata Tiago EV-তে দু’টি ব্যাটারি প্যাক রয়েছে। একবার সম্পূর্ণ চার্জ হলে, এটি 250 কিমি থেকে 315 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। হোম চার্জিংয়ের পাশাপাশি এই গাড়িতে ডিসি ফাস্ট চার্জিংয়ের সুবিধাও দেওয়া হয়েছে। এই গাড়ির ব্যাটারি মাত্র 57 মিনিটে 80 শতাংশ চার্জ করা যায়। এই গাড়ির এক্স-শোরুম দাম 8.49 লক্ষ টাকা। আপনি 21 হাজার টাকা দিয়েও এই গাড়িটি বুক করতে পারেন।