
Hyundai Verna এবার নবরূপে দেশের বাজার কাঁপাতে আসছে। 21 মার্চ অফিসিয়ালি লঞ্চ করা হবে Hyundai Verna 2023 মডেলটিকে। কম্প্যাক্ট সেডানটিকে একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হন্ডা সিটি, মারুতি সিয়াজ়, ফোক্সভাগেন Virtus, স্কোডা স্লাভিয়া-সহ একাধিক গাড়ির সঙ্গে জোরদার টক্কর দেবে এই নতুন প্রজন্মের হুন্ডাই ভার্না। নতুন গাড়িটিতে আগের প্রজন্মের তুলনায় একাধিক পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যেই Hyundai Verna 2023-র একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গিয়েছে। সেখান থেকে গাড়িটির আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নজরে এসেছে। যদিও এর আগেই জানা গিয়েছিল, নতুন Hyundai Verna গাড়িতে থাকবে হেডলাইটের নতুন সেট, DRL এবং টেইললাইট ইউনিট।
Hyundai Verna 2023 মডেলটি পূর্ববর্তী মডেলগুলির তুলনায় আরও স্লিকার হতে চলেছে। সম্প্রতি যে ছবিগুলি লিক হয়েছে, সেগুলি আসলে কোরিয়াতে তোলা। এটি হল Accent Sedan। হুন্ডাই তার Verna গাড়িটি গ্লোবাল মার্কেটে এই নামেই বিক্রি করে। যে ছবিগুলি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে প্যারামেট্রিক ডিজ়াইন সহযোগে একটি নতুন গ্রিল। এর আগের অর্থাৎ বাজারে চালু সাম্প্রতিকতম Hyundai Verna বা Tuscon-এর ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। নতুন Verna 2023-এর গ্রিলে থাকছে LED হেডলাইটের সেট। কয়েক দিন আগেই Hyundai একটি টিজ়ার শেয়ার করেছিল। সেখানে দেখা গিয়েছিল, এই সেডানের বনেটে DRL বার স্ট্রেচ করা রয়েছে।
পাশাপাশি নতুন গাড়িতে Hyundai তার অ্যালয় হুইল ডিজ়াইনটিও আপডেট করেছে। গাড়িটির সাইডের কাটস ও ক্রিজ়েস শুরু হচ্ছে A-পিলার থেকে এবং তা যাচ্ছে C-পিলার পর্যন্ত। Verna 2023-এ LED টেইললাইটের নতুন সেটও যোগ করা হচ্ছে, তার সঙ্গেই আবার যোগ করা হচ্ছে লাইট বার, যা বুটের সমগ্র প্রস্থ জুড়েই দেওয়া হয়েছে। লিক হওয়া ছবিতে আরও দেখা গিয়েছে যে, নতুন Hyundai Verna গাড়িতে সানরুফও দেওয়া হচ্ছে।
Hyundai Verna 2023 গাড়িটি মোট চারটি ভ্যারিয়েন্টে অফার করা হবে কাস্টমারদের। থাকছে 1.5 Turbo GDi পেট্রল ইঞ্জিন, যা পেয়ার করা রয়েছে 6 স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স বা 7 স্পিডের ডুয়াল-ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে। এই মুহূর্তের বেশিরভাগ Hyundai গাড়িতে যেমনটা রয়েছে, সেই 1.5 লিটারের ন্যাচেরালি অ্যাসপিরেটেড ইউনিট দেওয়া হচ্ছে এই গাড়িতেও। গাড়িটি 113 bhp এবং 144 Nm প্রোডিউস করবে। তবে এই গাড়ির সবথেকে আকর্ষণীয় ফিচার হতে চলেছে ADAS ফাংশনালিটি।