Most Popular Car And Bike: ভারতে ফোর-হুইলার এবং টু-হুইলার এই দুই সেগমেন্টে সবথেকে জনপ্রিয় বাইক বা গাড়ি কোনটি? জানেন, কী নাম তাদের? সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Hyundai Creta SUV এবং Bajaj Pulsar এই দুই সেগমেন্টে রাজত্ব করছে। অটো ই-কমার্স প্ল্যাটফর্ম Droom-এর একটি রিপোর্ট অনুযায়ী, SUV তালিকাটা দেখার মতো, কারণ এখানে মানুষের পছন্দসই মডেলই উঠে এসেছে। আর একটা বিষয় দেখা গিয়েছে, টু-হুইলার সেগমেন্টে স্কুটারের থেকে মোটরবাইক অনেকটাই বেশি জনপ্রিয়। তার মূল কিছু প্রতিযোগীকে পিছনে ফেলে এই তালিকায় এগিয়ে রয়েছে Bajaj Pulsar। এই সমীক্ষাটি চালানো হয়েছে সমস্ত ICE মডেলগুলিকে নিয়ে, যেগুলি এই মুহূর্তে ভারতে বিক্রি হচ্ছে। যদিও ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের বিষয়ে এমন কোনও সমীক্ষা প্রকাশ করেনি সংস্থাটি।
Droom-এর 2022 সালের ‘ইন্ডিয়া অটোমোবাইল ইকমার্স রিপোর্ট’ অনুযায়ী, ফোর হুইলার সেগমেন্টে কোরিয়ান SUVটি গত বছরে তার দাপট দেখিয়েছে। এই তালিকায় Hyundai Creta যেখানে প্রথম স্থানে রয়েছে, তার ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে Kia Seltos। গত বছর আর একটি যে SUV কাস্টমারদের মন জিতে নিয়েছে, তা হল Maruti Suzuki Brezza। অন্য দিকে বড় গাড়ির দিক থেকে MPV বা SUV-র নিরিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে Toyota-র Innova Crysta এবং Fortuner।
ভারতে লাগজ়ারি ভেহিকল সেগমেন্টে প্রথম স্থানে রয়েছে Marcedes Benz। কোম্পানির E-Class গাড়িটি সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছে। অন্যান্য জনপ্রিয় লাগজ়ারি গাড়িগুলির মধ্যে রয়েছে Jeep Compass, Mercedes Benz C Class এবং BMW5 সিরিজ়।
এই তালিকায় টু-হুইলার সেগমেন্টে Bajaj Auto-র অনেক বেশি মডেল রয়েছে Hero MotoCorp-এর থেকে। এই সমীক্ষায় বেশিরভাগ ভারতীয়ের পছন্দের বাইক Bajaj Pulsar। তার ঠিক পরেই রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস, বাজাজ পালসার NS, TVS Apache RTR এবং Honda CB Shine। লাগজ়ারি সেগমেন্টে Royal Enfield ইন্টারসেপ্টার সবথেকে জনপ্রিয় মডেল হয়েছে। তার পরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে হার্লে ডেভিডজসন স্ট্রিট 750 এবং কাওয়াসাকি নিনজ়া ZX-10R।
সমীক্ষাতে বলা হয়েছে, যে সব গাড়িতে অটোমেটিক গিয়ারবক্স রয়েছে, সেগুলি ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে। সেই 2015 সাল থেকে অটোমেটিক ভেহিকলসের বিক্রিবাট্টা 23% থেকে বেড়ে 33% হয়েছে গত বছরে। সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, অটোমেটিক গিয়ারবক্সের এই জনপ্রিয়তা বৈশিষ্ট্যটির ‘উচ্চ জ্বালানি দক্ষতা’-র কারণেই।
তবে ভারতে ইলেকট্রিক ভেহিকলের জনপ্রিয়তাও যে, ICE ভেহিকলগুলির বিক্রিবাট্টায় যথেষ্ট প্রভাব ফেলেছে, তা-ও একপ্রকার পরিষ্কার করে দিয়েছে এই সমীক্ষা। পাশাপাশি দূষণ কমানোর জন্য ডিজ়েল গাড়ির উপরে 10 বছরের ক্যাপ বসানোর বিষয়টিও এই সেগমেন্টকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। গবেষণাটিতে বলা হয়েছে, ডিজ়েল ভেহিকলের বিক্রিবাট্টা 2021 সালে যেখানে 60% ছিল, তাই এখন কমে 53 শতাংশ হয়েছে।