Jawa 42 লঞ্চ হল ভারতে, দেশের সবথেকে সস্তার Bobber স্টাইল মোটরবাইক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 02, 2022 | 5:44 PM

Jawa Yezdi ভারতে নতুন Jawa 42 Bobber বাইক লঞ্চ করেছে, যার প্রারম্ভিক মূল্য ₹2,06,500 (এক্স-শোরুম)। টপ-এন্ড মডেলের দাম হবে ₹2,09,000 (এক্স-শোরুম)। মোটরবাইকটি ভারতীয় বাজারে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ববার-স্টাইলের মোটরসাইকেল।

Jawa 42 লঞ্চ হল ভারতে, দেশের সবথেকে সস্তার Bobber স্টাইল মোটরবাইক
Jawa 42 দেশের সবথেকে কম দামি Bobber।

Follow Us

Jawa Yezdi ভারতে নতুন Jawa 42 Bobber বাইক লঞ্চ করেছে, যার প্রারম্ভিক মূল্য ₹2,06,500 (এক্স-শোরুম)। টপ-এন্ড মডেলের দাম হবে ₹2,09,000 (এক্স-শোরুম)। মোটরবাইকটি ভারতীয় বাজারে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ববার-স্টাইলের মোটরসাইকেল। জাওয়া 42 ববার মোটরসাইকেল তিনটি রঙের ভ্যারিয়েন্টে সহ লঞ্চ করা হয়েছে- মিস্টিক কপার, মুনস্টোন হোয়াইট এবং ডুয়াল-টোন জ্যাস্পার রেড।

কোম্পানির সিগনেচার মিনিমালিস্ট বডি ওয়ার্ক ধরে রেখে Jawa 42 Bobber-এ চপড ফেন্ডার এবং কম সিঙ্গেল সিট ফ্যাট টায়ার দেওয়া হয়েছে। উজ্জ্বল ফিনিশিং দেওয়া হয়েছে গাড়িটিতে এবং ফরওয়ার্ডসেট ফুটপেগ বৈশিষ্ট্যযুক্ত।

মোটরসাইকেলটির শক্তি চালনা করছে 334cc একক-সিলিন্ডার ইঞ্জিন যা 30 hp এবং 32.74 Nm টর্ক সরবরাহ করে। জাওয়া 42 ববারের ইঞ্জিনটি ছয় গতির ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। এতে স্ট্যান্ডার্ড হিসেবে একটি কন্টিনেন্টাল ডুয়াল-চ্যানেল ABS দেওয়া হয়েছে। জাওয়া তার নতুন ইয়েজদি বাইকে সাসপেনশন সেটআপও ধরে রেখেছে।

লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্লাসিক লিজেন্ডস-এর সিইও আশিস সিং যোশি বলেন, “জাওয়া পেরাক-এর মাধ্যমে আমরা দেশে একটি সম্পূর্ণ নতুন ‘ফ্যাক্টরি কাস্টম’ সেগমেন্ট তৈরি করেছি এবং এর জনপ্রিয়তা ও ফ্যান ফলোয়িংয়ের ব্যাপারটা সকলের জানা। নতুন 42 ববার 42-এর তারুণ্য এবং প্রাণবন্ততার সঙ্গে একজন ববারের কর্মক্ষমতা এবং ব্যক্তিত্বকে মিশ্রিত করে উভয় জগতের সেরাকে একত্রিত করেছে।”

Jawa 42 Bobber: মূল্য তালিকা

Jawa 42 Bobber (মিস্টিক কপার) – ₹2,06,500

Jawa 42 Bobber (মুনস্টোন হোয়াইট) – ₹2,07,500

Jawa 42 Bobber (জ্যাসপার রেড) – ₹2,09,187

উপরে উল্লিখিত হিসেবে Jawa 42 Bobber রাইডার সিট একটি নতুন রাইডারের ত্রিভুজ অফার করে। এর সিটে দুই-পদক্ষেপ সামঞ্জস্যযোগ্যতা রয়েছে। রাইডারের পছন্দ অনুযায়ী সামনে এবং পিছনে সরানো যায়।

Next Article