Kawasaki ভারতে Ninja 400 BS 6 মডেল লঞ্চ করল, দাম 4.99 লাখ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 25, 2022 | 3:19 PM

Kawasaki Ninja 400 BS 6 Price And Specifications: ভারতের বাজারে নতুন বাইক নিয়ে এল কাওয়াসাকি। সেই মডেলটি একটি নিনজ়া বাইক, যা বিএস সিক্স কমপ্লায়েন্ট।

Kawasaki ভারতে Ninja 400 BS 6 মডেল লঞ্চ করল, দাম 4.99 লাখ টাকা
কাওয়াসাকির সেই নতুন নিনজ়া বাইক।

Follow Us

জাপানের দু-চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা কাওয়াসাকি (Kawasaki) ভারতে একটি নতুন নিনজ়া মোটরবাইক নিয়ে হাজির হল। সেই লেটেস্ট বাইকের নাম নিনজ়া 400 (Ninja 400 BS 6), যাতে রয়েছে BS 6-কমপ্লায়েন্ট ইঞ্জিন। এই লেটেস্ট 2023 কাওয়াসাকি নিনজ়া 400 BS 6 বাইকটির দাম শুরু হচ্ছে 4.99 লাখ টাকা থেকে। প্রসঙ্গত, এর আগের মডেলটি 2020 সালের এপ্রিল মাসে দেশ থেকে তুলে নেওয়া হয়েছিল এমিসন সংক্রান্ত নতুন বিধিনিষেধের কারণে।

নতুন প্রজন্মের এই নিনজ়া 400 মোটরবাইকটিতে রয়েছে একটি আপগ্রেডেড ইঞ্জিন। পাশাপাশি ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকেও একাধিক পরিবর্তন করা হয়েছে। কাওয়াসাকি ভারতে তাদের নতুন নিনজ়া 400 BS 6 মোটরসাইকেলটি বিক্রি করবে কম্প্লিটলি বিল্ট ইউনিট (CBU) রুটে। কেটিএম RC 390 এবং টিভিএস অ্যাপাচে RR310 এই দুই বাইকের সঙ্গে জোরদার টক্কর দিতে চলেছে নতুন নিনজ়া মডেল।

নিনজ়া 400 BS 6 এই লেটেস্ট মডেলটিতে আগের মতো একই 399 cc, প্যারালাল-ট্যুইন, লিক্যুইড-কুলড ইঞ্জিন যা এখন Euro 5 নর্মের সঙ্গে কমপ্লায়েন্ট। ইঞ্জিনের এমিসন কমপ্লায়েন্স আপডেট করলেও বাইকটির পাওয়ারট্রেনের কোনও পরিবর্তন করছে না কাওয়াসাকি। এই বাইকের ইঞ্জিন ফাইনাল আউটপুট দিতে পারে 44bhp এবং 37Nm টর্ক দিতে পারে। আগের BS-4 স্পেক ইঞ্জিনটিও এই নতুন মডেলের মতো একই পাওয়ার আউটপুট দিতে পারত। তবে নতুন মডেলের টর্ক এক ঘর (1 Nm) নেমে গিয়েছে। ট্রান্সমিশন একই থাকছে 6-স্পিড ইউনিট, যাতে একটি স্লিপার ক্লাচ মেক্যানিজ়ম রয়েছে।

অন্যান্য আপডেটের দিক থেকে দেখতে গেলে কাওয়াসাকি নিনজ় 400 BS 6 মডেলটি একাধিক স্টাইলিং আপগ্রেডও পেয়েছে। একটি চমৎকার লাইম গ্রিম কালার স্কিমে হাজির হয়েছে বাইকটি, যাতে রেসিং দ্বারা অনুপ্রাণিত গ্রাফিক্স দেওয়া হয়েছে। এই একই মডেল বিশ্বের বিভিন্ন প্রান্তে KRT এডিশন হিসেবে বিক্রি করা হয়। এই বাইকে রয়েছে স্লিম টুইন LED হেডল্যাম্প, যা নিনজ়া H2 দ্বারা অনুপ্রাণিত। তার সঙ্গে দেওয়া হয়েছে হাই-বিম এবং লো-বিম ফাংশনালিটি। 2022 নিনজ়া 400 মডেলটিতে একটি আপডেটেড স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও দেওয়া হয়েছে।

এই বাইকে স্প্লিট স্টাইল সিট দেওয়া হয়েছে। রয়েছে একটি 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং একটি সাইড-স্লাং এক্সহস্ট ও তার সঙ্গে ডুয়াল টোন ফিনিশ। কাওয়াসাকি নিনজ়া 400 BS 6 মডেলটি দাঁড়িয়ে রয়েছে 17 ইঞ্চির জোড়া চাকার উপরে এবং 140 mm পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। 41 mm টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে বাইকটির ফ্রন্টে এবং অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে রিয়ার প্যানেলে। ব্রেকিংয়ের জন্য বাইকটি পেটাল ডিস্ক ব্যবহার করছে ও তার সঙ্গে সামনে থাকছে 310 mm ডুয়াল পিস্টন ক্যালিপার এবং রিয়ার প্যানেলে থাকছে 220 mm ডুয়াল-চ্যানেল ABS।

Next Article