
গোয়াতে India Bike Week 2023-এ কাওয়াসাকি তার W175 স্ট্রিট রেট্রো-স্টাইল বাইক লঞ্চ করেছে। যার দাম রাখা হয়েছে 1.35 লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন রঙের পাশাপাশি Kawasaki W175 Street-এ কিছু ভিজ্যুয়াল পরিবর্তনও রয়েছে। এই মেড-ইন-ইন্ডিয়া বাইকের ডেলিভারি এই মাস থেকেই শুরু হবে। এই বাইকটিতে একটি 177cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে, যা 7,000 rpm-এ 12.7 hp-এর সর্বোচ্চ শক্তি এবং 6,000 rpm-এ সর্বাধিক 13.2 NM টর্ক জেনারেট করতে পারে। আর এটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।
Kawasaki দেশের বাজারে W175 স্ট্যান্ডার্ড মডেলের দাম কমিয়ে দিয়েছে। এই বাইকের দাম 25,000 টাকা কমানো হয়েছে। ফলে, Kawasaki W175 বাইকটির স্ট্যান্ডার্ড মডেলের দাম হয়ে যাচ্ছে 1.22 লাখ টাকা থেকে 1.31 লাখ টাকা (এক্স-শোরুমের)। তবে এই দাম নির্ভর করছে আপনি কোন কালার মডেল কিনছেন তার উপরে।
Kawasaki W175 Street-এর ডিজাইন আর ফিচার:
এই বাইকটি দুটি নতুন রঙের স্কিমে পেশ করা হয়েছে, যেগুলো হল ক্যান্ডি এমেরাল্ড গ্রিন এবং মেটালিক মুনডাস্ট গ্রে। বাইকটি ক্রোম বেজেল সহ একটি গোল মাল্টি-রিফ্লেক্টর হেডল্যাম্প রয়েছে। এছাড়াও Kawasaki W175 Street বাইকটিতে সেমি-ডাবল ক্র্যাডল ফ্রেম ব্যবহার করা হয়েছে।
Kawasaki W175 একটি স্ট্রিট রেট্রো-থিমের সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে আকর্ষণীয় গ্রাফিক্সও দেওয়া হয়েছে। এটি 17 ইঞ্চি অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার দিয়ে সাজানো হয়েছে। এই বাইকের সিটের উচ্চতা 786.5 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 152 মিমি। এছাড়াও, বাইকটির সামনে 245 মিমি ডিস্ক ব্রেক সহ ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। যেখানে সাসপেনশন ডিউটির জন্য এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে।
এসব বাইককে টেক্কা দেবে…
দেশীয় বাজারে এই Kawasaki W175 Street বাইকটি Royal Enfield Hunter 350, Bajaj Avenger Cruise 220, TVS Ronin 225-এর মতো বাইককে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে। তবে সব কিছুই এখন সময়ের অপেক্ষা।