Most Affordable E-Bike: মাত্র 49,999 টাকায় URBN ইলেকট্রিক বাইক নিয়ে এল কলকাতার EV স্টার্ট-আপ Motovolt

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 29, 2022 | 5:55 PM

Motovolt নামক কলকাতার একটি ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ সংস্থা নতুন ই-বাইক URBN লঞ্চ করল ভারতে, যার দাম 50,000 টাকারও কম। লেটেস্ট ই-বাইকটির কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নিন।

Most Affordable E-Bike: মাত্র 49,999 টাকায় URBN ইলেকট্রিক বাইক নিয়ে এল কলকাতার EV স্টার্ট-আপ Motovolt
সস্তার ইলেকট্রিক বাইক লঞ্চ হল ভারতে।

Follow Us

Motovolt URBN E-Bike: কলকাতার ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ Motovolt Mobility Private Limited তাদের নতুন ই-বাইক নিয়ে এসেছে। সংস্থার সেই লেটেস্ট ইলেকট্রিক মোটরবাইকটির নাম URBN। মাত্র 49,999 টাকায় এই ইলেকট্রিক বাইকটি লঞ্চ করা হয়েছে ভারতে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বাইকটি বুক করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি রিটেল দোকান থেকেও এই ই-বাইক বুক ও ক্রয় করা যাবে। সহজে অপসারণযোগ্য BIS অনুমোদিত ব্যাটারি দেওয়া হয়েছে বাইকটিতে। একবার চার্জে 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

প্রসঙ্গত, এই 2020 সালে এই Motovolt কোম্পানিটির প্রতিষ্ঠা করেছিলেন তুষার চৌধুরী। কলকাতা ভিত্তিক হিমাদ্রি গ্রুপ অফ কোম্পানির প্রাক্তন প্রবর্তক ছিলেন তুষার চৌধুরী, যারা মূলত রাসায়নিক প্রস্তুত করে। দুই বছর আগে স্টার্ট-আপটি প্রথম ই-সাইকেল চালু করে, যেগুলির একটি প্যান-ইন্ডিয়ান উপস্থিতি রয়েছে এবং চারটি মডেল হল- HUM, KIVO Easy, KIVO Standard এবং ICE।

সংবাদমাধ্যম বিজ়নেস টুডে-র কাছে তুষার চৌধুরী জানিয়েছেন, ই-সাইকেল এবং এখন ই-বাইকগুলি চালু করার পিছনে মূল উদ্দেশ্য হল ভারতের ইলেকট্রিক গতিশীলতায় পরিবর্তন আনা এবং সস্তায় যতটা সম্ভব একটা ই-বাইক বা সাইকেলে সমস্ত ফিচারও যোগ করা।

তিনি যোগ করেছেন, বহু বছর ধরে চিনে থাকার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে, দেশে মাইক্রো-মোবিলিটি বিভাগে একটি বড় ব্যবধান রয়েছে এবং এটি তাকে Motovolt এর ই-সাইকেল এবং এখন ই-বাইক চালু করতে পরিচালিত করেছে। “উচ্চাকাঙ্খী, আরামদায়ক এবং আড়ম্বরপূর্ণ পৃথক শহুরে যাতায়াতের ক্ষেত্রে আমরা বাজারের ব্যবধান চিহ্নিত করেছি। URBN ই-বাইক লঞ্চের মধ্যে দিয়ে আমরা আমাদের ব্যবহারকারীদের জন্য নিখুঁত সমাধান তৈরি করেছি,” তিনি বলেন।

ই-বাইকগুলি আসলে ই-সাইকেলের একটি উন্নত সংস্করণ, বলে তিনি আরও জানিয়েছেন। তিনি আরও বলেন যে, ই-বাইকগুলির দাম এমনভাবে করা হয়েছে যেগুলি কেবলমাত্র শহুরে বাজারের জন্যই নয়। URBN ই-বাইকের টার্গেট অডিয়েন্স কে হতে চলেছে জানতে চাওয়া হলে, তিনি যোগ করেন, “প্রত্যেক ভারতীয়ের জন্য একটি ব্র্যান্ড” এবং যোগ করেছেন “আমাদের বিতরণ কৌশল সমগ্র ভারত জুড়ে বিস্তৃত।”

দেশের গ্রামীণ বাজারে পৌঁছানোর জন্য, URBN কমন সার্ভিস সেন্টারের (CSC) সঙ্গে অংশীদারিত্ব করেছে, যা ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের অধীনস্থ। গ্রাহকদের, বিশেষ করে গ্রামীণ এলাকায়, তাদের ই-বাইকের আশপাশের সমস্যাগুলির সমাধান করতে CSC গ্রামীণ ই-স্টোরের সিওও রাজা কিশোর বলেছেন, তাঁরা একটি ডু-ইট-ইওরসেলফ (DIY) কিট তৈরি করবে এবং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অ্যাসেম্বল করতে সাহায্য করবে।

কোম্পানির উৎপাদন সেট আপ কলকাতায় এবং ক্ষমতা প্রতি মাসে 40,000 ইউনিট, যা ধীরে ধীরে এই পণ্যগুলির চাহিদার উপর নির্ভর করে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা-ভিত্তিক কোম্পানির প্রতিষ্ঠাতা উল্লেখ করেছেন যে, তাঁরা প্রায় 5,000 ই-বাইকের অগ্রিম বুকিং পেয়েছেন এবং Zomato, Swiggy, Zypp ইলেকট্রিক সহ আরও অনেক কিছুর মতো ডেলিভারি স্টার্ট-আপের কাছ থেকে প্রশ্নও পাচ্ছে।

Next Article