
Ola E-Scooter Cruise Control: একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বড় ঘোষণা করেছেন Ola CEO ভাবিশ আগরওয়াল। রবিবার তিনি বলেছেন, “ক্রুজ় কন্ট্রোলের জন্য এবারে ভাবছি কিছু সাবস্ক্রিপশন ফি চার্জ করব?” হঠাৎ কেন এমনটা বলতে গেলেন তিনি? সত্যিই কি ক্রুজ় কন্ট্রোলের জন্যও টাকা চার্জ করবে Ola Electric? সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখার পরেই এমন চিন্তাভাবনার কথা জানিয়েছেন ভাবিশ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, হেলমেট পরিহিত এক ব্যক্তি তার Ola ইলেকট্রিক স্কুটার চালাচ্ছেন। বেশ স্পিডে চালাচ্ছেন। তাতে আর অবাক হওয়ার কী আছে? সবাই তো হেলমেট পরেই, যতটা সম্ভব গতিতে বাইক বা স্কুটার চালানোর চেষ্টা করে। এখানে আর নতুন কী আছে? আসলে ওই চালক যে কারণে সবাইকে অবাক করে দিয়েছেন, তা হল অ্যাক্সিলারেটরে হাত না রেখেই তিনি স্কুটারটি চালাচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল যেন ওই স্কুটারে ক্রুজ় কন্ট্রোল রয়েছে।
ক্রুজ় কন্ট্রোল হল এমনই একটি ফিচার, যা একজন স্কুটার বা বাইক চালককে একটি স্পিড বজায় রাখতে দেয়। অ্যাক্সিলারেটর ব্যবহার না করেই চালক সেই স্পিডটা ধরে রাখতে পারেন। মাল্টিন্যাশনাল এক অটোমোবাইল ম্যানুফ্যাকচারার এ বিষয়ে ব্যাখ্যা করে বলছেন, “একবার আপনি স্পিড সিলেক্ট করে নিলে আপনার অ্যাক্সিলারেটর থেকে হাত ছেড়ে দিলেও বাইক বা স্কুটারটিকে ওই একই স্পিডে চালাতে পারবেন।”
Thinking of charging a subscription fee for cruise control after seeing this 🤯😄😉 https://t.co/YCVgPEnGLd
— Bhavish Aggarwal (@bhash) November 5, 2023
X প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করেছেন ভাবিশ আগরওয়াল। গত শনিবার প্রথমে এক ইউজার ভিডিয়োটি পোস্ট করার পর ভাবিশ এটিকে রিটুইট করেন। মজাদার বিষয়টি হল, ওই Ola Electric স্কুটারটি কলকাতার রাস্তায় চলছিল। ওই পোস্টে লেখা হয়েছিল, “ঘরে এসো, তারপরে বলছি! স্ত্রী ওই ব্যক্তিকে ফোনে বলার পরেই লোকটা তড়িঘড়ি এভাবেই বাড়ি ফিরছিল।”
ভাবিশ আগরওয়াল এই পোস্টটি শেয়ার করে লিখছেন, “এটা দেখার পরে ভাবছি এবার ক্রুজ় কন্ট্রোলের জন্যও একটা সাবস্ক্রিপশন ফি চার্জ করব।” এক্স ব্যবহারকারীরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মজার মন্তব্য করেছেন। একজন বললেন, “আমার গাড়ির জিপিএসও যদি এভাবে নিজে থেকেই ছুটিতে যেতে পারত!” আর একজন যোগ করলেন, “মনে হচ্ছে যেন, স্কুটারটি রিমোটে অপারেট করা হচ্ছে।” তৃতীয় একজনের বক্তব্য, “অটো-পাইলট মোডে চলছিল নাকি স্কুটারটি?”