Bolero Neo N10 (O): মহিন্দ্রার নতুন এসইউভিতে রয়েছে ‘মাল্টি টেরেন টেকনোলজি’, গাড়ির দাম কত?

বলেরো নিও N10 (O) ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫ লিটারের mHawk ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে ১০০ bhp এবং ২৬০ Nm torque শক্তি উৎপন্ন হয়।

Bolero Neo N10 (O): মহিন্দ্রার নতুন এসইউভিতে রয়েছে মাল্টি টেরেন টেকনোলজি, গাড়ির দাম কত?
মহিন্দ্রা TUV 300- র পরিবর্তে লঞ্চ হয়েছে মহিন্দ্রা বলেরো নিও।

| Edited By: Sohini chakrabarty

Aug 22, 2021 | 6:13 PM

চলতি বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল মহিন্দ্রা অটোমোবাইল সংস্থার জনপ্রিয় মডেল বলেরোর নতুন ভ্যারিয়েন্ট বলেরো নিও এসইউভি। ১২ জুলাই লঞ্চ হয়েছিল মহিন্দ্রা বলেরো নিও এসইউভি। এবার এই গাড়িরই নতুন ভ্যারিয়েন্ট N10 (O) লঞ্চ হয়েছে। টপ ভ্যারিয়েন্ট এই গাড়ির দামও অন্যান্য মডেলের তুলনায় বেশ কিছুটা বেশি। আপাতত ১০.৬৯ লক্ষ টাকায় (এক্স শোরুম) লঞ্চ হয়েছে বলেরো নিও N10 (O) গাড়ি। এর আগে বলেরো নিও সিরিজে যে সমস্ত গাড়ি লঞ্চ হয়েছিল তার মধ্যে টপ ভ্যারিয়েন্ট ছিল এন১০। সেই গাড়ির থেকে N10 (O) গাড়ির দাম প্রায় সাত হাজার টাকা বেশি।

সম্প্রতি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা সংস্থা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে তাদের নতুন ভ্যারিয়েন্টের গাড়ি লঞ্চের কথা ঘোষণা করেছে। সেই সঙ্গে সংস্থার তরফে এও জানানো হয়েছে যে অন্যান্য গাড়ির তুলনায় নতুন ভ্যারিয়েন্ট Bolero Neo N10 (O) ঠিক কী কী অতিরিক্ত সুবিধা এবং পরিষেবা দেবে। জানা গিয়েছে, নতুন Bolero Neo N10 (O) এসইউভি গাড়িতে রয়েছে মাল্টি টেরেনে টেকনোলজি (Multi Terrain Technology)। ২০২১ বলেরো নিও এসইউভি মোট ছয়টি রঙ যেমন- নাপোলি ব্ল্যাক, ম্যাজেস্টিক সিলভার, হাইওয়ে রেড, পার্ল হোয়াইট, ডায়মন্ড হোয়াইট এবং রকি বেজ- এই ছয়টি রঙে লঞ্চ হয়েছিল। তবে N10 (O) ভ্যারিয়েন্টের ক্ষেত্রে পাঁচটি রঙে মডেলগুলি উপলব্ধ রয়েছে। এক্ষেত্রে ডায়মন্ড হোয়াইট রঙ বাদ দেওয়া হয়েছে।

বলেরো নিও N10 (O) ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫ লিটারের mHawk ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে ১০০ bhp এবং ২৬০ Nm torque শক্তি উৎপন্ন হয়। ট্রান্সমিশনের জন্য রয়েছে একটি পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এখানে কোনও অটোম্যাটিক অপশন নেই। এছাড়াও এই গাড়িতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। জানা গিয়েছে, নতুন বলেরো নিও N10 (O) ভ্যারিয়েন্টে রয়েছে সাত ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডুয়াল টোনের upholstery, ক্রুজ কন্ট্রোল, BlueSense অ্যাপ, ইকো মোড, রেয়ার পার্কিং অ্যাসিস্ট। এর পাশাপাশি যাত্রীদের সুরক্ষার খাতিরে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, কর্নার বার্কিং কন্ট্রোল (সিবিসি) এবং আরও অনেক কিছু। উল্লেখ্য, মহিন্দ্রা TUV 300- র পরিবর্তে লঞ্চ হয়েছে মহিন্দ্রা বলেরো নিও। আর এই এসইউভির টপ ভ্যারিয়েন্ট হল বলেরো নিও N10 (O) মডেল।

আরও পড়ুন- ভারতে আসতে চলেছে Indian Motorcycle- এর নতুন বাইক সিরিজ ‘Indian Chief line up’