Mahindra Thar-এ 1,25,000 টাকা ছাড়, তাক লাগানো অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 26, 2023 | 5:27 PM

Mahindra Thar OFFER: যাঁরা এই গাড়িটি ক্রয় করবেন, তাঁরা 45,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং 60,000 টাকার অ্যাক্সেসারি প্যাকেজ পেয়ে যাবেন। অফারের এখানেই শেষ নয়। এরপরেও রয়েছে আরও একাধিক অফার।

Mahindra Thar-এ 1,25,000 টাকা ছাড়, তাক লাগানো অফার
ব্যাপক ছাড়ে মাহিন্দ্রা থার।

Follow Us

Mahindra Thar গাড়িতে বিরাট ছাড় পাওয়া যাচ্ছে। এরকম ছাড় এর আগে কখনও কোনও গাড়ির জন্য দেয়নি Mahindra। যাঁরা এই গাড়িটি ক্রয় করবেন, তাঁরা 45,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং 60,000 টাকার অ্যাক্সেসারি প্যাকেজ পেয়ে যাবেন। অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার গ্রাহকরা এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং কর্পোরেট বোনাস হিসেবে আরও 15,000 টাকা এবং 10,000 টাকা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে Mahindra Thar-এর উপরে আপনি পেয়ে যাচ্ছেন 1 লাখ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়।

Thar-এর জন্য Mahindra তিন বছরের মেইন্টেন্যান্স প্ল্যান এবং ইনসুওরেন্স বেনিফিটস দিচ্ছে। তবে এই ছাড়গুলি পাওয়া যাবেন কেবলই Mahindra Thar MY2022 LX পেট্রল AT 4WD মডেলে। প্রসঙ্গত, Mahindra-র Thar MY2022 LX পেট্রল AT 4WD মডেলটির দাম এই মুহূর্তে 15.82 লাখ টাকা।

যদিও Mahindra Thar-এর উপরে এই ডিসকাউন্টগুলি নির্ভর করবে দেশের বিভিন্ন এলাকা, গাড়িটির ভিন্ন মডেল এবং ডিলারশিপের উপরে। তাঁরা কত টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, তা জানতে কাস্টমারদের যেতে হবে দেশের Mahindra অথরাইজ়ড শোরুম থেকে। দেশের বাজারে এই মুহূর্তে Mahindra Thar গাড়িটির 1.5 লিটারের ডিজ়েল ইঞ্জিন এবং 2.0 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন দুটি মডেলেরই ব্যাপক চাহিদা রয়েছে।

এদের মধ্যে 1.5 লিটারের ডিজ়েল ইঞ্জিন মডেলটি 117 BHP এবং 300 Nm প্রোডিউস করতে পারে। অন্য দিকে আবার 2.0 লিটারের টার্বো-পেট্রল ইঞ্জিনটি 6 স্পিডের অটোমেটেড ট্রান্সমিশন অফার করছে এবং 150 BHP ও 320 Nm টর্ক জেনারেট করতে পারে।

Next Article
Maruti Suzuki Eeco: 13 বছরে 10 লাখেরও বেশি বিক্রি, রেকর্ড করল এই 7 সিটার গাড়ি
Hydrogen Bus: হাইড্রোজেন বাস নিয়ে এল Olectra, 400 কিমি রেঞ্জে এক বছরের মধ্যেই দেশের রাস্তায়