Mahindra XUV400 ইলেকট্রিক SUV-র বুকিং শুরু হয়ে গেল ভারতে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস থেকেই ইলেকট্রিক SUV-র বুকিং উইন্ডো ওপেন হয়েছে ভারতে। এই বৈদ্যুতিক গাড়িটি মাত্র 21,000 টাকায় বুক করতে পারবেন কাস্টমাররা। Nexon EV-র প্রতিযোগী এই গাড়িটি বুক করা যাবে দেশের সমস্ত মাহিন্দ্রা ডিলারশিপ এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
Mahindra XUV400 ইলেকট্রিক গাড়িটি ভারতে মোট দুটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তার একটি হল XUV400 EC এবং অপরটি XUV400 EL। এদের মধ্যে XUV400 EC ভ্যারিয়েন্টটি চার্জ করা যাবে 3.3kW এবং 7.2kW চার্জারের সাহায্যে এবং XUV400 EL চার্জ করা যাবে 7.2kW চার্জারের সঙ্গে।
এখন আপনি যদি 3.3kW চার্জার সহযোগে XUV400 EC মডেলটি ক্রয় করেন, তাহলে আপনাকে খরচ করতে হবে 15.99 লাখ টাকা। আবার 7.2kW চার্জার সহযোগে এই মডেলটিই ক্রয় করতে আপনার খরচ হবে 16.49 টাকা। অন্য দিকে এই গাড়িটির XUV400 EL (7.2kW চার্জার সহযোগে) মডেলের দাম 18.99 লাখ টাকা। তবে এগুলির সবই ইন্ট্রোডাক্টারি অফারের দাম, যা কেবল প্রথম 5,000 বুকিংয়ের জন্য উপলব্ধ হবে।
প্রথম পর্যায়ে এই ইলেকট্রিক SUV-টি দেশের 34টি শহরে নিয়ে আসা হবে। Mahindra-র তরফ থেকে জানানো হয়েছে, দীপাবলির সময় XUV400 EC মডেলের ডেলিভারির কাজটি সম্পূর্ণ করা হবে। তবে, 2023 সালের মার্চ মাস থেকেই টপ স্পেসিফিকেশনের XUV400 EL মডেলটির ডেলিভারি শুরু হয়ে যাবে। কোম্পানি টার্গেট করছে, লঞ্চের এক বছরের মধ্যেই XUV400 মডেলটির 20,000 ইউনিট ডেলিভারি সম্পন্ন করতে।
XUV400 EC গাড়িতে রয়েছে একটি 34.5kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা পেয়ার করা রয়েছে 150PS/310Nm ইলেকট্রিক মোটরের সঙ্গে। অন্য দিকে XUV400 EL গাড়িটিতে রয়েছে আর একটু বড় 39.4kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা পেয়ার করা হয়েছে 150PS/310Nm ইলেকট্রিক মোটরের সঙ্গে। হাই-ডেনসিটি লিক্যুইড-কুলড ব্যাটারি প্যাকটি ডাস্ট-প্রুফ এবং ওয়াটার-প্রুফ, যা IP67 স্ট্যান্ডার্ড মিট করছে।
XUV400 EC ভ্যারিয়েন্টের রেঞ্জ 375 কিলোমিটার, XUV400 EL ভ্যারিয়েন্টের রেঞ্জ 456 কিলোমিটার। গাড়িটির ব্যাটারি একটি DC ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র 50 মিনিটের মধ্যেই 0-100% চার্জ করতে পারে। অতিরিক্ত ফিচারের দিক থেকে এই ইলেকট্রিক SUV-তে রয়েছে 16A প্লাগ পয়েন্ট।
Tata Nexon EV-র পাশাপাশি এই Mahindra XUV400 গাড়িটির টক্কর দিতে পারে MG ZS EV এবং Hyundai Kona Electric-এর সঙ্গে। এই মুহূর্তে Nexon EV-র দাম 14.49 লাখ টাকা এবং 18.99 লাখ টাকা (এক্স-শোরুম)। MG ZS EV-র দাম শুরু হচ্ছে 22.98 লাখ টাকায় এবং শেষ হচ্ছে 27 লাখ টাকায় (এক্স-শোরুম)। সবশেষে Kona Electric-এর দাম শুরু হচ্ছে 23.84 লাখ টাকায় এবং শেষ হচ্ছে 24.02 লাখ টাকায় (এক্স-শোরুম)।