2.3 লাখ টাকা পর্যন্ত ছাড়ে Jimny, Fronx, Grand Vitara, ডিসেম্বরে Maruti-র দুর্দান্ত অফার

Maruti Suzuki Car OFFERS: বেশ কিছু বাছাই করা মডেলে 2.3 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন কাস্টমাররা। Jimny, Fronx, Grand Vitara-র মতো একাধিক গাড়ি তালিকায় রয়েছে। প্রত্যেকটি গাড়িতেই মিলবে দুর্দান্ত ডিসকাউন্ট, তবে তা সীমিত সময়ের জন্যই। ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট বেনিফিটস সহ প্রায় সবরকমের ছাড়ই থাকছে। কোন গাড়িতে কত টাকার ডিসকাউন্ট পাবেন, জেনে নিন।

2.3 লাখ টাকা পর্যন্ত ছাড়ে Jimny, Fronx, Grand Vitara, ডিসেম্বরে Maruti-র দুর্দান্ত অফার
ডিসেম্বরে ব্যাপক ছাড়ে মারুতির তিন গাড়ি।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 08, 2023 | 8:03 PM

ডিসেম্বরে Maruti Suzuki তাদের একাধিক গাড়িতে আকর্ষণীয় অফার দিচ্ছে। সংস্থার বেশ কিছু বাছাই করা মডেলে 2.3 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন কাস্টমাররা। Jimny, Fronx, Grand Vitara-র মতো একাধিক গাড়ি তালিকায় রয়েছে। প্রত্যেকটি গাড়িতেই মিলবে দুর্দান্ত ডিসকাউন্ট, তবে তা সীমিত সময়ের জন্যই। কেবল ডিসেম্বরেই মারুতির গাড়িগুলিতে ছাড় পাবেন কাস্টমাররা। ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট বেনিফিটস সহ প্রায় সবরকমের ছাড়ই থাকছে। কোন গাড়িতে কত টাকার ডিসকাউন্ট পাবেন, জেনে নিন।

Maruti Suzuki Jimny

কয়েক মাস আগেই দেশের বাজারে Maruti Suzuki Jimny Thunder এডিশনের মডেলটি লঞ্চ করেছিল। সেই গাড়িটির দাম শুরু হচ্ছে 10.74 লাখ টাকা থেকে। এখন এই গাড়িতেই আপনি পেয়ে যাবেন 2.3 লাখ টাকার ছাড়। অন্য দিকে আলফা ও জেট ভ্যারিয়েন্টে মিলবে 2 লাখ টাকার ডিসকাউন্ট।

Maruti Suzuki Fronx

চলতি বছরেই লঞ্চ করা হয়েছিল মারুতি সুজ়ুকির Fronx গাড়িটি। ডিসেম্বরে এই গাড়িতে পেয়ে যাবেন 40,000 টাকা ছাড়। তবে তা বাছাই করা কিছু ভ্যারিয়েন্টেই মিলবে। Baleno-র উপরে ভিত্তি করে নির্মিত এই গাড়িটি খুব অল্প সময়ের মধ্যেই দেশের মানুষজনের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে। এখন সস্তা হওয়ার ফলে আরও বেশি সংখ্যক মানুষ এই গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করবেন বলেই মনে করা হচ্ছে।

Maruti Suzuki Grand Vitara

ছাড় দেওয়া হচ্ছে গ্র্যান্ড ভিটারাতেও। চলতি মাসে Grand Vitaraতে সব মিলিয়ে 35,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন কাস্টমাররা। আবার গাড়িটির হাইব্রিড ভ্যারিয়েন্টেও কাস্টমাররা 25,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

এদিকে আবার মারুতি সুজ়ুকি সম্প্রতি জানিয়েছে যে, নতুন বছরের শুরু থেকেই অর্থাৎ 2023 জানুয়ারি থেকে তাদের প্রতিটি গাড়ির দাম বাড়ানো হবে। যদিও কোন গাড়িতে কত টাকার ছাড় মিলবে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।