Maruti Suzuki তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে 2025 সালে। Maruti eVX নামক সেই কনসেপ্ট ইলেকট্রিক SUV-র এবার দেখা মিলল রাস্তায় পরীক্ষার সময়। দীর্ঘ প্রতীক্ষিত লঞ্চের আগে আসন্ন ইলেকট্রিক গাড়িটিকে ইউরোপের রাস্তায় অল-ব্ল্যাক অবতারে র্যাপ করা অবস্থায় দেখা গেল। এই eVX কনসেপ্ট ইলেকট্রিক গাড়িটি চলতি বছরেই মারুতি সুজ়ুকি দেখিয়েছিল Auto Expo ইভেন্টে। জানুয়ারি মাসেই গাড়িটির প্রথম লুক প্রকাশ্যে এনেছিল সংস্থাটি। তারপর এই প্রথম তা রাস্তায় চলতে দেখা গেল।
পোল্যান্ডে ক্রকোতে Maruti Suzuki eVX কনসেপ্ট গাড়িটির টেস্ট মুল লক্ষ্য করা যায়। অটো এক্সপোর সময়েই গাড়িটির যে প্রোটোটাইপ দেখা গিয়েছিল, তার থেকে টেস্ট ইউনিটটিতে ভিন্ন সেটের অ্যালয় হুইল নজরে এসেছে। মনে করা হচ্ছে, ফাইনাল মডেলে এই একই অ্যালয় হুইল থাকবে। এছাড়া কনসেপ্ট ভার্সন এবং পোল্যান্ডের টেস্ট ইউনিটটিতে তেমন কোনও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
Maruti Suzuki eVX ইলেকট্রিক কনসেপ্ট এসইউভি কোম্পানির প্রথম গ্লোবাল স্ট্র্যাটেজিক ইভি হতে চলেছে। গাড়িটি ছোট, কম্প্য়াক্ট মডেল অনেকটা ঠিক মারুতির ফ্ল্যাগশিপ SUV Brezza-র মতোই। মারুতি সুজ়ুকির তরফ থেকে বলা হচ্ছে, কনসেপ্ট মডেলটি দৈর্ঘ্যে 4,300mm, প্রস্থে 1,800mm এবং উচ্চতা 1,600mm। প্রোডাকশন মডেলটিও এই একই সাইজ়েরই হবে বলে জানা গিয়েছে।
ইলেকট্রিক গাড়িটি ডিজ়াইন করা হয়েছে আর্বান পার্সোনাল মোবিলিটি এবং শক্তিশালী Suzuki 4X4 ক্ষমতা সম্পন্ন। অটো এক্সপোতে যখন কনসেপ্ট ভার্সনটি শোকেস করা হয়েছিল, তখন তাতে সুজ়ুকির সিগনেচার SUV ডিজ়াইন লক্ষ্য করা গিয়েছিল অ্যারোডায়নামিক শিলয়েট, বড় হুইলবেস, ছোট ওভারহ্যাংস এবং অপটিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে।
Maruti Suzuki আগেই জানিয়েছিল যে, তাদের ইলেকট্রিক গাড়িতে একটি 60kWh ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, Maruti Suzuki eVX যখন বাজারে লঞ্চ করবে, তখন তা একচার্জে 550 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।