Maruti Suzuki cars: জানুয়ারিতেই মেগা অফার, এই গাড়িগুলিতে 40,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Maruti Suzuki

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 07, 2023 | 11:50 AM

Maruti Suzuki offers: নতুন বছরের শুরুতেই ভারতের বৃহত্তম যাত্রীগাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের একাধিক মডেলে ডিসকাউন্টের ঘোষণা করেছে।

Maruti Suzuki cars: জানুয়ারিতেই মেগা অফার, এই গাড়িগুলিতে 40,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Maruti Suzuki
40,000 টাকা পর্যন্ত ছাড়।

Follow Us

Maruti Suzuki: নতুন বছরের শুরুতেই ভারতের বৃহত্তম যাত্রীগাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের একাধিক মডেলে ডিসকাউন্টের ঘোষণা করেছে। Maruti Suzuki Alto, Alto K10, Wagon R, Celerio, Swift-এইসব গাড়িতে 40,000 টাকা পর্যন্ত ছাড়ের কথা জানিয়েছে সংস্থা। তবে অফারের সময়সীমা সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। চলুন দেখে নেওয়া যাক গাড়িগুলি সম্পর্কে।

Maruti Suzuki S-Presso

মিনি এসইউভি (SUV) মডেল Maruti S-Presso-এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের উপর 36,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরমধ্যে 15,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট পাবেন। 6,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস বাবদ 15,000 টাকা রয়েছে। এছাড়াও অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনলে 21,000 টাকার বেনিফিট পাওয়া যাচ্ছে।

Maruti Suzuki Wagon R

WagonR-এর সমস্ত পেট্রোল ম্যানুয়াল ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে 33,000 টাকার ছাড়। যার মধ্যে 10,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। কর্পোরেট ডিসকাউন্ট বাবদ 8,000 টাকা এবং এক্সচেঞ্জ বোনাস রয়েছে 15,000 টাকা। এছাড়া গাড়িটির পেট্রোল অটোমেটিক এবং সিএনজি (CNG) ভ্যারিয়েন্টে যথাক্রমে 30,100 টাকা ও 23,000 টাকার ডিসকাউন্ট অফার থাকছে ।

Maruti Suzuki Alto K10

বর্তমানে Maruti Suzuki Alto K10 গাড়িটি 38,000 টাকার ডিসকাউন্টে কেনা যাবে। পেট্রোল ম্যানুয়াল এবং সিএনজি উভয় ভার্সনেই এটি উপলব্ধ। 15,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, কর্পোরেট বেনিফিট বাবদ 8,000 টাকা এবং 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। অন্যদিকে Alto K10-এর অটোমেটিক ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে ২৩,০০০ টাকার ছাড়। যার মধ্যে রয়েছে ৮,০০০ টাকার কর্পোরেট বেনিফিট এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস।

Maruti Suzuki Alto 800

Maruti Suzuki Alto 800-এ রয়েছে একটি 796 CC পেট্রোল ইঞ্জিন এবং 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। গাড়িটিতে 31,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এরমধ্যে 10,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। এছাড়া 6,000 টাকার কর্পোরেট বেনিফিট এবং এক্সচেঞ্জ বোনাস বাবদ 15,000 টাকা রয়েছে।

Maruti Suzuki Swift

Maruti Suzuki Swift-এ আছে 5-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স সহ একটি 1.2 লিটার ডুয়েলজেট পেট্রোল ইঞ্জিন। যা থেকে 90 এইচপি আউটপুট পাওয়া যায়। গাড়িটি কিনলে 27,000 টাকার ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। এছাড়া রয়েছে 7,000 টাকার কর্পোরেট বেনিফিট এবং 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস।

Next Article