Maruti Suzuki তাদের গাড়ির দাম বাড়াচ্ছে। 2024 সালের 1 জানুয়ারী থেকে মারুতি সুজ়ুকি গাড়িগুলির দাম বাড়ছে ভারতের বাজারে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইন্দো-জাপানিজ় সংস্থাটির তরফে জানানো হয়েছে, সামগ্রিক মুদ্রাস্ফীতি এবং পণ্যের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মারুতি সুজ়ুকি আরও বলছে, তাদের সংস্থার অভ্যন্তরীণ বিভিন্ন খরচ কমাতে বাজারে গাড়ির দাম বাড়ানোর প্রয়োজনীয়তা উদ্ভূত হয়েছিল। তাই, মনে করা হচ্ছে এবারে Maruti Suzuki-র প্রতিটি গাড়িটিরই দাম বাড়তে পারে। যদিও সংস্থার তরফ থেকে এখনও জানানো হয়নি, কোন কোন গাড়ির ঠিক কতটা করে দাম বাড়ানো হবে।
Maruti এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থা, যাদের মার্কেট শেয়ার প্রায় 45 শতাংশ। অটোমেকারটি জানিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে তারা দেশে 1,99,217 ইউনিট গাড়ি বিক্রি করেছে। ফলে, এই একই সময়ের ব্যবধানে সংস্থার বার্ষিক বৃদ্ধি 19% হয়েছে। গত বছর ঠিক এই সময়েই Maruti Suzuki দেশের বাজারে 1,67,520 ইউনিট গাড়ি বিক্রি করেছিল। মারুতি সুজ়ুকির কাছে রয়েছে অল্টো থেকে ইনভিক্টো পর্যন্ত প্রায় সমস্ত রেঞ্জের গাড়ি। মারুতি গাড়িগুলির দাম শুরু হচ্ছে 3.54 লাখ টাকা থেকে এবং তা যাচ্ছে 28.42 টাকা পর্যন্ত।
এদিকে আবার মারুতি দেশের বাজারে একাধিক গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করছে, যার মধ্যে অন্যতম হল Swift-এর নতুন মডেলটি। টোকিও মোবিলিটি শো’য়ে সেই গাড়িটি প্রথম দেখানো হয়। তাক লাগানো ডিজ়াইন থাকছে গাড়িটিতে। হ্যাচব্যাকটির একটি স্পাই শট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন সুইফ্টের কনসেপ্টটি মূল সুইফ্ট অর্থাৎ তার আগের মতোই রয়েছে। অর্থাৎ গাড়িটির DNA একই রয়েছে। তবে গাড়িটি আগের তুলনায় আরও মাসকিউলার হয়েছে, রয়েছে হেভি বডি ক্ল্যাডিং। ফ্রন্ট গ্রিলে রয়েছে হানিকম্ব ডিজ়াইন। পাশাপাশি হেডলাইট, LED DRL বাজার-চলতি মডেলের তুলনায় আরও মসৃণ হয়েছে।
গাড়িটির টেইলগেট এবং লাইটস ক্লাস্টার চিত্তাকর্ষক করা হয়েছে। অন্যদিকে বাম্পার আগের তুলনায় আরও আকর্ষণীয় করা হয়েছে। যদিও সুইফ্ট হাইব্রিডের যে মডেলটি রাস্তায় পরীক্ষিত হতে দেখা গিয়েছে, সেটি পুরোদস্তুর ক্যামোফ্লাজ করা হয়েছে। তবে গাড়িটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে মারুতি সুজ়ুকির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, গাড়িটি আরও ফুয়েল এফিশিয়েন্ট হতে চলেছে এবং তার পাওয়ার একই থাকবে। 1.2 লিটারের ইঞ্জিন এবং নতুন সিভিটি ট্রান্সমিশনও দেওয়া হচ্ছে গাড়িটিতে।