Maruti Suzuki নিয়ে আসছে ছয়টি ইলেকট্রিক গাড়ি, তালিকায় eVX, Hustler, WagonR EV এবং Fronx EV সহ আরও দুই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 08, 2023 | 12:50 PM

Maruti Suzuki মোট ছয়টি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে ভারতে। সেই তালিকায় রয়েছে দীর্ঘ প্রতীক্ষিত eVX, Hustler, WagonR EV এবং Fronx EV। এর পাশাপাশিই আবার আরও দুটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে সংস্থাটি। সেই গাড়ি দুটি কম্প্যাক্ট SUV হতে চলেছে।

Maruti Suzuki নিয়ে আসছে ছয়টি ইলেকট্রিক গাড়ি, তালিকায় eVX, Hustler, WagonR EV এবং Fronx EV সহ আরও দুই
ছয়টি নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে Maruti Suzuki।

Follow Us

দেশের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki তাদের সুবিস্তৃত গাড়ির লাইনআপ নিয়ে হাজির হচ্ছে দেশের বাজারে। সংস্থাটি মোট ছয়টি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে ভারতে। সেই তালিকায় রয়েছে দীর্ঘ প্রতীক্ষিত eVX, Hustler, WagonR EV এবং Fronx EV। এর পাশাপাশিই আবার আরও দুটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে সংস্থাটি। সেই গাড়ি দুটি কম্প্যাক্ট SUV হতে চলেছে।

Auto Expo 2023 ইভেন্টে মারুতি সুজ়ুকি তাদের eVX গাড়িটির এক ঝলক দেখিয়েছিল। ফিউচারিস্টিক এবং র‌্যাডিকল ডিজ়াইনের সেই গাড়িটির ফ্রন্ট-এন্ড ডিজ়াইন দুর্দান্ত হতে চলেছে। ফিউচারিস্টিক LED হেডল্যাম্প এবং V-শেপড এলিমেন্ট দেওয়া হচ্ছে গাড়িটিতে। বিরাট বড় বডি কালার্ড বাম্পার এবং বড় সিলভার কালারের স্কিড প্লেট থাকছে গাড়িটিতে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ব্ল্যাক প্লাস্টিক ক্ল্যাডিং। গাড়িটির পিছনে LED টেইলল্যাম্প দেখা গিয়েছে, যা কানেক্ট করা হচ্ছে ডাবল LED স্ট্রিপের সঙ্গে। Maruti Suzuki eVX গাড়িতে থাকছে একটি 60kWh ব্যাটারি প্যাক, যা এক চার্জে গাড়িটিকে 550km রেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে।

জাপানের মার্কেটে যে Kei Car রয়েছে, সেটাই ভারতে Suzuki Hustler EV হিসেবে হাজির হতে পারে। আর সেটি অল-ইলেকট্রিক ভার্সন হিসেবেই লঞ্চ করা হবে। এর পাওয়ারট্রেন Wagon-R EV এর প্রোটোটাইপের সঙ্গে অনেকাংশেই মিলে গিয়েছে। সেই 2018 সাল থেকে গাড়িটি পরীক্ষা করছে সংস্থাটি। কম্প্যাক্ট গাড়িটিতে সাব-30kWh ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই গাড়ির ড্রাইভিং রেঞ্জ এক চার্জে 250 কিলোমিটার হতে চলেছে।

Wagon-R EV নিয়েও অনেক দিন ধরেই কাজ চালাচ্ছে Maruti Suzuki। তবে দেশের ইলেকট্রিক ভেহিকলের চাহিদা কোভিড অতিমারির আগে সে ভাবে অনুভূত না হওয়ার ফলে সেই পরিকল্পনা পিছিয়ে যায়। পেট্রল মডেলের থেকে Wagon-R ইলেকট্রিকের লুক ও ডিজ়াইন একটু অন্যরকম হবে। ওয়াগনআরের ইলেকট্রিক ভার্সনে ভার্টিকল টেইল ল্যাম্প এবং রিডিজ়াইনড বাম্পার দেওয়া হচ্ছে। একটি সাব-30kWh ব্যাটারি প্যাক থাকছে গাড়িটিতে। এক চার্জে এই ইলেকট্রিক ভেহিকলটি 250km পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

পাইপলাইনে রয়েছে আরও একটি ইলেকট্রিক গাড়ি, যার নাম Maruti Suzuki Fronx EV। কম্প্যাক্ট ক্রসওভার SUVটির ডিজ়াইন তার পেট্রল-পাওয়ার্ড কাউন্টারপার্টের থেকে সামান্য আলাদা হবে। তবে ফ্রঙ্কসের ইলেকট্রিক ভার্সনের কেবিন তার আইসিই ভার্সনের মতোই হবে। 9 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং 360 ডিগ্রি পার্কিং ক্যামেরা দেওয়া হচ্ছে গাড়িটিতে।

এই চারটি ইলেকট্রিক গাড়ির সবকটিই লঞ্চ করবে Maruti Suzuki। আরও দুটি ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করছে সংস্থাটি। সেই মডেল দুটির নাম এবং পাওয়ারট্রেন সংক্রান্ত অন্যান্য খুটিনাটি তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে, সেই গাড়িগুলি কম্প্যাক্ট SUV হতে চলেছে। কারণ, দেশের বাজারে কম্প্যাক্ট SUV-র চাহিদা বেড়েই চলেছে। পাশাপাশি এ-ও জানা গিয়েছে, স্টাইলিশ, এফিসিয়েন্ট এবং ইকো-ফ্রেন্ডলি ভেহিকল হতে চলেছে সেগুলি।

Next Article