
দেশের সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েছে কয়েক মাস আগেই। ব্রিটেনের কোম্পানি MG Motors সেই সস্তার ইলেকট্রিক ভেহিকলটি ভারতের বাজারে নিয়ে এসেছে। সেই গাড়িটির নাম MG Comet EV। ফোর সিটার কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়িটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। পেস, প্লে এবং প্লাস এই তিন ভ্যারিয়েন্টে MG Comet EV ভারতের বাজারে বিক্রি করা হচ্ছে। গাড়িটির দাম শুরু হচ্ছে 7.98 লাখ টাকা (এক্স-শোরুম)। এখন গাড়িতেই মিলছে আকর্ষণীয় ছাড়। এমজি কমেট ইলেকট্রিক গাড়িতে কত টাকার ছাড় পাবেন, জেনে নেওয়া যাক।
MG Comet EVতে যে পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে, তা কেবল মাত্র ডিসেম্বরেই পাওয়া যাবে। যে সব কাস্টমাররা এই ইলেকট্রিক গাড়িটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 65,000 টাকার ডিসকাউন্ট। ছাড়ের অঙ্কের মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট বোনাস-সহ বেশ কিছু স্পেশ্যাল স্কিমও। ছাড়ের প্রকৃত অঙ্ক জানতে আপনাকে অথোরাইজ়ড ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
MG Comet ইলেকট্রিক গাড়িতে সিঙ্গেল মোটর দেওয়া হয়েছে। রয়েছে একটি 17.3kWh ব্যাটারি প্যাক। খুব অল্প সময়ের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ ভাবে চার্জ হয়ে যায়। 0-100% চার্জ হতে এমজির এই কম্প্যাক্ট গাড়িটি সময় নেয় মাত্র সাত ঘণ্টা।
এই ইলেকট্রিক গাড়িটি 41bhp ডেভেলপ করতে পারে এবং 110Nm টর্ক ডেলিভার করতে পারে। দুরন্ত রেঞ্জও রয়েছে এই গাড়ির। এক চার্জেই এই গাড়িটি 230 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। যদিও ব্যবহারকারীরা দাবি করেন, ইলেকট্রিক গাড়িটি সর্বসাকুল্যে 191 কিলোমিটার রিয়্যাল ওয়ার্ল্ড রেঞ্জ দিতে পারে।