MG Motor ভারতে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। মিনি এসইউভি থেকে শুরু করে সংস্থাটি একাধিক সেগমেন্টে নিজস্ব মডেল লঞ্চ করেছে। এহেন MG Motor-এর জনপ্রিয় একটি গাড়ির নাম MG Gloster BLACKSTORM SUV। সেই গাড়িটির এবার একটি ব্ল্যাকস্টর্ম এডিশন হাজির হল, যার দাম শুরু হচ্ছে 40.29 লাখ টাকা থেকে।
একটি বিবৃতি জারি করে MG Motor India-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গৌরব গুপ্তা বলছেন, “এই অ্যাডভান্সড Gloster BLACKSTORM তাঁদের মন জিততে চলেছে, যাঁদের মধ্যে SUV নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে।”
MG Gloster BLACKSTORM গাড়িটির গ্লস্টার এবং ইন্টারনেট ইনসাইড এই দুইয়ের অর্থে এখানে গাড়িটিতে মেটাল ব্ল্যাক এবং মেটাল অ্যাশ কালার ব্যবহার করা হয়েছে। রুফ রেইল, স্মোকড ব্ল্যাক টেইললাইট, উইন্ডো সারাউন্ড ফেন্ডার, ফগ গার্নিশ ইত্যাদি যথেষ্ট প্রাধান্য পেয়েছে গাড়িটির ডার্ক থিমে।
গাড়িটির কেবিনের অন্দরেও কালো থিম দেওয়া হয়েছে। স্টিয়ারিং হুইলে রয়েছে রেড অ্যাক্সেন্ট, হেডল্যাম্প, ক্যালিপার্স এবং বাম্পার্স (ফ্রন্ট ও রিয়ারে)। এর লেদারেট সিট আপহলস্ট্রিও ব্ল্যাক থিমের, সেখানে রয়েছে রেড স্টিচ। এর ফলে এই ব্ল্যাকস্ট্রম গাড়িটি ইন্টিরিয়ারের দিক থেকেও আরও স্পোর্টি লুকের হয়েছে।
Gloster BLACKSTORM গাড়িটি আপনি দুই অপশনেই পাবেন। এতে থাকছে 2 এবং 4 দুই রকমেরই 4-হুইল ড্রাইভ অপশন। কেবল ডিজ়েল মোডেই গাড়িটি পাওয়া যাবে, যার পাওয়ারের জন্য রয়েছে একটি 2.0 লিটারের ডিজ়েল ইঞ্জিন। গাড়িটির 6 সিটার অপশনের দাম 40,29,800 টাকা, 7 সিটার অপশনের দাম 40,29,800 টাকা, 6 সিটার মডেলের দাম 43,07,800 টাকা এবং 7 সিটারের দাম 43,07,800 টাকা।