mXv ECO ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, দাম মাত্র 84,999 টাকা

mXmoto নামের এক স্টার্ট-আপ তাদের নতুন বিদ্যুচ্চালিত স্কুটার লঞ্চ করেছে। সেই mXv ECO ইলেকট্রিক স্কুটারটি নিয়ে আসা হয়েছে মোট দুটি ভ্যারিয়েন্টে। তার একটি হল 80-100 KM/Charge ভ্যারিয়েন্ট এবং অপরটি 105-120 KM/Charge ভ্যারিয়েন্ট। মডেল দুটির দাম যথাক্রমে 84,999 টাকা এবং 94,999 টাকা।

mXv ECO ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, দাম মাত্র 84,999 টাকা
সস্তার দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 01, 2023 | 12:13 PM

Latest Electric Scooter: দেশের একের পর এক ইলেকট্রিক ভেহিকল লঞ্চ হয়ে চলেছে। কখনও কোনও নামজাদা সংস্থা তার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে, কখনও আবার কোনও স্টার্ট-আপও তার বৈদ্যুতিক যানকে রাস্তায় নামাচ্ছে। mXmoto নামের সেরকমই এক স্টার্ট-আপ তাদের নতুন বিদ্যুচ্চালিত স্কুটার লঞ্চ করেছে। সেই mXv ECO ইলেকট্রিক স্কুটারটি নিয়ে আসা হয়েছে মোট দুটি ভ্যারিয়েন্টে। তার একটি হল 80-100 KM/Charge ভ্যারিয়েন্ট এবং অপরটি 105-120 KM/Charge ভ্যারিয়েন্ট। মডেল দুটির দাম যথাক্রমে 84,999 টাকা এবং 94,999 টাকা।

mXmoto-র ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র মালহোত্রা বলছেন, “বাজেট স্কুটার হওয়া সত্ত্বেও mXv ECO স্কুটারে প্রায় সমস্ত হাই-এন্ড ফিচার্সই রয়েছে। 6 ইঞ্চির TFT স্ক্রিন, 3000 ওয়াট BLDC হাব মোটর এবং হাই এফিসিয়েন্সি রিজেনারেটিভ ব্রেকি দেওয়া হয়েছে স্কুটারটিতে। তার থেকেও বড় কথা, এই স্কুটারে LiFePO4 ব্যাটারি রয়েছে, যা ইতিমধ্য়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে ইলেকট্রিক স্কুটারগুলিতে সেরার সেরা পারফরম্যান্স নিশ্চিত করেছে।”

LifePO4 ব্যাটারিগুলি ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রযুক্তিতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি, ওজনের অনুপাতে উল্লেখযোগ্য পরিমাণে শক্তি সঞ্চয় করতেও সক্ষম। এই অগ্রগতি বৈদ্যুতিক স্কুটারগুলিকে বর্ধিত পরিসর এবং দীর্ঘ রাইডিং টাইমের ক্ষমতাও দিয়েছে, যা তাদের দৈনন্দিন যাতায়াত এবং দীর্ঘ যাত্রা উভয়ের জন্যই কার্যকর।

এই mXv ECO ইলেকট্রিক স্কুটারে রয়েছে 3000 ওয়াট BLDC হাব মোটর, 580 rpm রিম, 140Nm মোটর টর্ক এবং এই মোটর 98% কনভার্সন দক্ষ। সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি এই মোটরটি সুইফ্ট অ্যাক্সিলারেশন সহযোগে দুর্ধর্ষ আউটপুট দিতে পারে। এই মোটরের সহযোগিতায় থাকছে C35 ম্যাগনেট সেপারেশনের টর্ক। স্কুটারটিতে ইক্যুইপ করা রয়েছে একটি 38 AMP হাই-পারফরম্যান্স কন্ট্রোলার, যা রিজেনারেটিভ ব্রেকিং দিতে পারে।

ডিটাচেবল ব্যাটারি রয়েছে mXv ECO ইলেকট্রিক স্কুটারে। এতে এমনই একটি সার্কুইট্রি দেওয়া হয়েছে, যা ওভারচার্জিং থেকে স্কুটারকে রক্ষা করতে পারে। এই ফিচারটি আসলে স্কুটার যখন তার ফুল ক্যাপাসিটিতে পৌঁছে যায়, তখন চার্জিং প্রক্রিয়া বন্ধ করতে পারে। অতিরিক্ত ভোল্টেজ লেভেলও তখন কমাতে পারে। ফলে, অতিরিক্ত চার্জ হওয়া, স্কুটারের ব্যাটারি ফুলে ফেঁপে ঢোল হয়ে বিস্ফোরণ হওয়া থেকে রক্ষা করে।

ডায়নামিক LED হেডলাইট রয়েছে স্কুটারটিতে। দিন হোক বা রাত, রাস্তার যে কোনও রকমের পরিস্থিতির জন্য সহায়ক হতে পারে এই ব্যাটারি। হাই ব্রাইটনেস, ওয়াইড অ্যাঙ্গেল, লাইট ডিস্ট্রিবিউশন ইত্যাদি থাকার ফলে স্কুটারটি চালকের সবরকমের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে mXv ECO ই-স্কুটারে রয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক সিস্টেম, LED ইন্ডিকেটর, TFT স্ক্রিন, যা অন-বোর্ড নেভিগেশন দিতে পারে। তাছাড়া রয়েছে অন-রাইড কলিং ও ব্লুটুথ সাউন্ড সিস্টেম, ক্রুজ় কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট এবং সেল্ফ ডায়াগনসিস বা অটো রিপেয়ারের মতো জরুরি বৈশিষ্ট্য।