ভারতে নতুন রূপে নিউ জেনারেশন ব্যালেনো প্রিমিয়াম হ্যাচব্যাক (new-gen Baleno premium hatchback) লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India)। আগামী ২৩ ফেব্রুয়ারি এই গাড়ি লঞ্চ হবে দেশে। ২০২২ মারুতি সুজুকি ব্যালেনো গাড়িতে একগুচ্ছ নতুন প্রযুক্তি এবং ফিচারের সঙ্গে এই গাড়িতে থাকতে চলেছে ৬টি এয়ারব্যাগ (six airbags) এবং ওয়্যারলেস ফোন চার্জার (wireless phone charger)। জানা গিয়েছে এই নতুন গাড়ির হায়ার স্পেসিফিকেশন মডেল Zeta এবং Alpha trims- এ থাকবে ছয়টি এয়ারব্যাগ। আর এর তুলনায় নীচের ভ্যারিয়েন্টগুলোতে থাকবে দুটো করে এয়ারব্যাগ। চালক এবং যাত্রীদের সুরক্ষার নিরিখে গাড়িতে এই এয়ারব্যাগ ব্যবহার করা হয়। অন্যদিকে জানা গিয়েছে, ওয়্যারলেস ফোন চার্জার থাকবে টপ-এন্ড আলফা ট্রিমে। তবে মারুতি সুজুকির ব্যালেনোই প্রথম গাড়ি নয় যেখানে ছয়টি এয়ারব্যাগ এবং ওয়্যারলেস চার্জার রয়েছে। এর আগে হুন্ডাই ২০ গাড়িতেও এই দুই ফিচার যুক্ত হয়েছিল।
২০২২ মারুতি ব্যালেনোর একাধিক ভ্যারিয়েন্ট এবং রঙের অপশন রয়েছে। মোট সাতটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। এর মধ্যে চারটি ম্যানুয়াল এবং তিনটি AMT অটোম্যাটিক। কেবলমাত্র পেট্রোল ইঞ্জিন সমেত এই গাড়ি লঞ্চ হবে। ২০২২ মারুতি ব্যালেনো ম্যানুয়ালে থাকবে সিগমা, ডেল্টা, জিটা এবং আলফা ভ্যারিয়েন্ট। আর ব্যালেনো AMT- তে থাকবে ডেল্টা, জিটা এবং আলদা ভ্যারিয়েন্ট। সর্বোচ্চ ভ্যারিয়েন্টের গাড়ির মডেলে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। মাঝারি ভ্যারিয়েন্টের টাচস্ক্রিনের সাইজ কমে হবে ৭ ইঞ্চি। মোট ছয়টি রঙে লঞ্চ হবে নতুন আপডেটেড ব্যালেনো। এই তালিকায় রয়েছে- Pearl Arctic White, Splendid Silver, Grandeur Grey, Celestial Blue, Opulent Red, Luxe Beige— এই রঙগুলি। সাদা ছাড়া বাকি সব রঙেই থাকছে মেটালিক শেড।
২০২২ সালে লঞ্চ হতে চলা নতুন ব্যালেনো গাড়ির কেবিনে থাকা ইনফোটেনমেন্ট সিস্টেমের স্ক্রিন সাইজ যেমন বড়, তেমনই তার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক কানেক্টিভিটি অপশন। এক্ষেত্রে অ্যানড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট রয়েছে। গাড়ির স্পিড থেকে আবহাওয়ার আপডেট দেখা যাবে Head-Up Display (HUD)- তে। এছাড়া আগড়ির ভিতরেও থাকছে এলইডি লাইটের সারি। সেই সঙ্গে অটো ক্লাইমেট কন্ট্রোল, স্টার্ট/স্টপ পুশ বাটন, গাড়িতে চাবি ছাড়া ঢোকার জন্য কিল-লেস এন্ট্রি… সব বন্দোবস্তই রয়েছে। নিরাপত্তার দিক থেকেও এই গাড়ি গ্লোবাল NCAP- এ ৫ স্টার রেটিং পেয়েছে। দুর্ঘটনা এড়ানোর জন্য থাকছে ৬টি এয়ার ব্যাগ। নতুন গাড়ির দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে আগের তুলনায় ২০২২ সালের আপডেটেড মারুতি সুজুকি ব্যালেনোর দাম বেশি হবে বলেই মনে করা হচ্ছে।