Okaya Faast ইলেকট্রিক স্কুটারে 10,000 টাকার বেশি ছাড়, চার দিনের থাইল্যান্ড ট্রিপ

Okaya Faast Electric Scooters: যে সব কাস্টমাররা Okaya Faast সিরিজ়ের এই দুটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে যে কোনও একটি কিনবেন, তাঁরা 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এবং আপনাকে থাইল্যান্ড ট্রিপ অফার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি আপনি পাবেন OKaya Faast F4, Faast F3, F2B এবং F2T ইলেকট্রিক স্কুটারগুলি ক্রয় করলে।

Okaya Faast ইলেকট্রিক স্কুটারে 10,000 টাকার বেশি ছাড়, চার দিনের থাইল্যান্ড ট্রিপ
Okaya ই-স্কুটারে আকর্ষণীয় ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 5:01 PM

দুই বছর হয়ে গেল Okaya ভারতে তাদের ইলেকট্রিক স্কুটার তৈরি করছে। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে Okaya তাদের দুটি ইলেকট্রিক স্কুটারে আকর্ষণীয় অফার দিচ্ছে। 31 জুলাই পর্যন্ত চলবে কোম্পানির এই Monsoon Cashback স্কিম। এমনই একটা সময় এই অফার ওকায়া ইলেকট্রিক নিয়ে এসেছে, যখন কেন্দ্রের তরফে FAME II সাবসিডির পরিমাণ কমিয়েছে এবং তার ফলে ই-স্কুটারের বিক্রিবাট্টায় কিছুটা ভাঁটাও পড়েছে।

Okaya ইলেকট্রিক স্কুটার: কী অফার রয়েছে

দেশের জনপ্রিয় ই-স্কুটার প্রস্তুতকারক সংস্থাটির এই অফারের ফলে এন্ট্রি-লেভেলের Okaya ClassIQ+ ইলেকট্রিক স্কুটারের দাম এই এখন মাত্র 74,999 টাকা। অন্য দিকে Okaya Faast F2T এবং Okaya Faast F2B এই দুই ইলেকট্রিক স্কুটার আপনি এখন 1 লাখ টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন।

এদের মধ্যে Okaya Faast F2T ইলেকট্রিক স্কুটারটি আপনি পেয়ে যাবেন মাত্র 99,950 টাকায়। এমনিতে মার্কেটে স্কুটারের যা দাম, তার থেকে 10,800 টাকা কমে বিক্রি করা হচ্ছে মডেলটি। আবার যে সব কাস্টমাররা Okaya Faast F2B ইলেকট্রিক স্কুটারটি কিনতে চাইছেন, তাঁরা এটি পেয়ে যাবেন 99,400 টাকা। এই স্কুটারে দেওয়া হচ্ছে 8,500 টাকা ছাড়।

তবে অফারের এখানেই শেষ নয়। যে সব কাস্টমাররা Okaya Faast সিরিজ়ের এই দুটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে যে কোনও একটি কিনবেন, তাঁরা 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এবং আপনাকে থাইল্যান্ড ট্রিপ অফার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি আপনি পাবেন OKaya Faast F4, Faast F3, F2B এবং F2T ইলেকট্রিক স্কুটারগুলি ক্রয় করলে।

এই প্রত্যেকটি স্কুটারে আপনি যথাক্রমে 5,000 টাকা, 2,000 টাকা, 1,500 টাকা, 1,000 টাকা এবং 500 টাকা ছাড় পেয়ে যাবেন। গ্র্যান্ড প্রাইজ় হিসেবে পাওয়া যাবে থাইল্যান্ড ট্রিপ, যা একজন ক্রেতাই পাবেন।