E-Scooter বাজারে মার্চে Ola-র দাপট! হাজার-হাজার মডেল বিক্রি করে Hero ও TVS এর বিপদ বাড়াল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 05, 2023 | 6:38 PM

Ola Electric Scooter News: Ola কোম্পানিটি চলতি বছরের মার্চ মাসে 27,000 এরও বেশি ইউনিট বিক্রি করেছে। স্কুটার বিক্রির ক্ষেত্রে বড় জায়ান্টদেরকে টেক্কা দিয়েছে এই কোম্পানিটি।

E-Scooter বাজারে মার্চে Ola-র দাপট! হাজার-হাজার মডেল বিক্রি করে Hero ও TVS এর বিপদ বাড়াল

Follow Us

Ola Electric Scooter Selling News: দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ মাসটিতে অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটারের বিক্রি আকাশ ছুঁয়েছে। কিন্তু ওলা ইলেকট্রিক (Ola Electric) ব্রিকির তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এটি এমন একটি কোম্পনি যেটি কি না সম্প্রতি ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে প্রবেশ করেছে, তার তালিকায় প্রথমে আসা সবাইকে অবাক করেছে। বছর জুড়ে একের পর এক দুর্ঘটনার খবরও যেমন সামনে এসেছে, ঠিক তেমনই স্কুটারের অসাধারণ পারফরম্যান্সের খবরও দেখা গিয়েছে। এই কোম্পানি চলতি বছরের মার্চ মাসে 27,000 এরও বেশি ইউনিট বিক্রি করেছে। স্কুটার বিক্রির ক্ষেত্রে বড় জায়ান্টদেরকে টেক্কা দিয়েছে এই কোম্পানিটি।

ওলো ইলেকট্রিক এক বিবৃতিতে বলেছে যে, কোম্পানিটি চলতি বছরের মার্চ মাসে 27,000টিরও বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। এর সঙ্গে ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে কোম্পানির শেয়ার বেড়েছে প্রায় 30 শতাংশ। Ola সম্প্রতি S1 পোর্টফোলিও আপডেট করেছে। আর মধ্যে 6 মডেলকে রেখেছে। কোম্পানিটি 2KWh, 3KWh এবং 4KWh ব্যাটারি প্যাকের Ola S1 Air-এর 3টি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যার ডেলিভারি চলতি বছরের জুলাই 2023 থেকে শুরু হবে।

এক্সপিরিয়েন্স সেন্টারের সংখ্যাও বেড়ে চলেছে:

ওলা ইলেকট্রিক তাদের গ্রাহকদের জন্য ভারত জুড়ে এক্সপিরিয়েন্স সেন্টারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সংস্থাটির মতে, বর্তমানে ভারত জুড়ে 400 টিরও বেশি ভারত জুড়ে এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার হল সম্প্রতি কোম্পানিটি দেশের প্রধান শহরগুলিতে 50টি নতুন এক্সপিরিয়েন্স সেন্টার চালু করেছে। তাও আবার একদিনে। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা এক ছাদের তলায় সমস্ত ইলেকট্রিক স্কুটারগুলি দেখতে পাবেন।

OLA ইলেকট্রিক স্কুটার রেঞ্জ:

OLA-এর বৈদ্যুতিক স্কুটারের পোর্টফোলিওতে S1 Air, S1 এবং S1 Pro রয়েছে। কোম্পানির বেস মডেল S1 Air-এর দাম 84,999 টাকা, S1 মডেলের দাম 99,999 টাকা এবং S1 Pro-এর দাম 1,39,999 টাকা (এক্স- শোরুম)। এই তিনটি স্কুটার যথাক্রমে 101 কিমি, 128 কিমি এবং 170 কিমি রেঞ্জ দেয়। যদিও তাদের ARAI সার্টিফাইড রেঞ্জ বেশি, কিন্তু কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্কুটারগুলির আসল রেঞ্জ সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছে।

Next Article
CNG Cars Under 7 Lakhs: মাইলেজ নিয়ে চিন্তা নেই, 7 লাখের কমে সেরা 5 CNG গাড়ি
সস্তার BYD Seagull EV ঝড় তুলতে আসছে 18 এপ্রিল, 405 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ