Ola S1 Air Launched: দীপাবলির ঠিক আগেই ওলা ইলেকট্রিক তার নতুন বিদ্যুচ্চালিত ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল ভারতে। সংস্থার নতুন সেই ইলেকট্রিক স্কুটারের নাম Ola S1 Air। শনিবার, 22 অক্টোবর ওলার নয়া ই-স্কুটার মডেলটি লঞ্চ করা হয়েছে, যার দাম আগের দুই মডেল তথা Ola S1 এবং Ola S1 Pro-র থেকে অনেকখানিই কম। ইনট্রোডাক্টারি অফারে নতুন ইলেকট্রিক স্কুটারটি মিলবে মাত্র 79,999 টাকায়। তবে হ্যাঁ, এই অফার সীমিত সময়ের জন্যই উপলব্ধ। সংস্থার তরফে জানানো হয়েছে, 24 অক্টোবর পর্যন্ত এই অফারটি পেয়ে যাবেন কাস্টমাররা। অনলাইনে এই ইলেকট্রিক স্কুটারটি বুক করতে পারেন ক্রেতারা। আর তার জন্য প্রয়োজন একটা টোকেন অ্যামাউন্ট। মাত্র 999 টাকা খরচ করেই ওলা ইলেকট্রিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Ola S1 Air বুক করতে পারবেন কাস্টমাররা।
এদিন ওলা ইলেকট্রিকের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে কোম্পানি লিখছে, “একটা স্কুটার যা প্রতিদিনের এবং সকলের ব্যবহারযোগ্য। দীর্ঘ প্রতীক্ষিত Ola S1 Air চলে এসেছে, যা ইন্ট্রোডাক্টারি অফারে মাত্র 79,999 টাকায় পাওয়া যাবে। এই অফারটি কেবল মাত্র 24 অক্টোবর পর্যন্ত উপলব্ধ থাকবে। জলদি করুন! এখনই রিজ়ার্ভ করুন মাত্র 999 টাকায়।”
মনে রাখতে হবে, Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম এমনিতে 84,999 টাকা। তবে এখন যেহেতু দীপাবলি চলছে, সেই কারণেই সদ্য লঞ্চ করা ই-স্কুটারে 5,000 টাকা ছাড় দিচ্ছে ওলা ইলেকট্রিক। যার ফলেই এখন অর্থাৎ 24 অক্টোবরের মধ্যে বুক করলে আপনি স্কুটারটি পেয়ে যাবেন মাত্র 79,999 টাকায়।
A scooter for everyday, a scooter for everyone. The most awaited Ola S1 Air is here at an introductory price of Rs. 79,999! Offer valid till 24th October only. Hurry! Reserve now for Rs. 999 ?? pic.twitter.com/KmV0DGRs3Z
— Ola Electric (@OlaElectric) October 22, 2022
Ola S1 Air: স্পেসিফিকেশন, ফিচার
ওলা তার S1 Air ইলেকট্রিক স্কুটারে মোট তিনটি ড্রাইভিং মোড দিয়েছে- ইকো, নর্মাল এবং স্পোর্টস। স্কুটারটির রেঞ্জ 101 কিলোমিটার। অর্থাৎ একবার চার্জেই এটি 101 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। পাশাপাশি বৈদ্যুতিন স্কুটারটি মাত্র 4.3 সেকেন্ডেই 0-40 km/h অ্যাক্সিলারেট করতে পারে এবং সর্বাধিক গতি 90 কিলোমিটার প্রতি ঘণ্টা অর্জন করতে সক্ষম।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের মোট পাঁচটি কালার অপশন রয়েছে। সেগুলি হল: লাল, সাদা, কালো, ধূসর এবং নীল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কুটারের ব্যাটারি। ইলেকট্রিক স্কুটারটির ব্যাটারি সম্পূর্ণ ভাবে চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা 30 মিনিট। Ola S1 Air-এর পিক মোটর পাওয়ার হল 4.5 kW।
ফিচার্সের দিক থেকে ওলা-র এই নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 17.78 সেন্টিমিটারের টাচস্ক্রিন, 2.2ghz 8-কোর প্রসেসর, GPS, Wi-Fi কানেকশন, রিয়ার টুইন সাসপেনশন, ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক, স্কাল্পটেড সিট, 34L বুট স্পেস এবং আরও অনেক কিছু।
Ola S1 Air ইলেকট্রিক স্কুটারটি খুবই হাল্কা, দ্রুততর পারফরম্যান্সের জন্য এতে 99kg বিল্ট দেওয়া হয়েছে।