Pure EV নিয়ে এল ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটার, দাম 94,999 টাকা, এক চার্জে 100-150 কিলোমিটার রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 11, 2023 | 4:44 PM

Pure EV ePluto ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে ecoDryft মোটরসাইকেল প্ল্যাটফর্ম, যাতে রয়েছে 1.5kW ইলেকট্রিক মোটর ও তার সঙ্গে 2.4kW MCU এবং একটি CAN-বেসড চার্জার। নতুন ই-স্কুটারটিতে রয়েছে 3.0 kWh AIS 156 সার্টিফায়েড ব্যাটারি ও তার সঙ্গে BMS এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Pure EV নিয়ে এল ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটার, দাম 94,999 টাকা, এক চার্জে 100-150 কিলোমিটার রেঞ্জ
নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এল Pure EV।

Follow Us

Pure EV একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, যার নাম ePluto 7G Pro। এই ই-স্কুটারের দাম 94,999 টাকা (এক্স-শোরুম)। সংস্থার ইলেকট্রিক স্কুটার লাইনআপে Pure EV ePluto 7G Pro হল টপ-স্পেসিফিকেশনের মডেল। তিনটি কালার অপশন রয়েছে স্কুটারটির- ম্যাট ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট। দেশের সমস্ত Pure EV ডিলারশিপে ইতিমধ্যেই স্কুটারটির বুকিং শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের শেষ থেকেই এর ডেলিভারি শুরু হবে।

Pure EV ePluto ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে ecoDryft মোটরসাইকেল প্ল্যাটফর্ম, যাতে রয়েছে 1.5kW ইলেকট্রিক মোটর ও তার সঙ্গে 2.4kW MCU এবং একটি CAN-বেসড চার্জার। নতুন ই-স্কুটারটিতে রয়েছে 3.0 kWh AIS 156 সার্টিফায়েড ব্যাটারি ও তার সঙ্গে BMS এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Pure EV ই-স্কুটারটি এক চার্জে 100-150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে তিনটি ভিন্ন মোডে। এই নতুন প্রো ভার্সনে রয়েছে চারটি ভিন্ন মাইক্রোকন্ট্রোলার এবং একাধিক সেন্সর, যা স্মার্টফোনের থেকেও অত্যন্ত শক্তিশালী প্রসেসিং দিতে পারে। এই সেটআপটি ভবিষ্যতের OTA ফার্মওয়্যার আপডেট পাওয়ার জন্য কম্প্যাটিবল।

ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও চিফ এগজ়িকিউটিভ অফিসার বলছেন, “এই আপগ্রেডেড ভার্সনটি আমাদের সর্বাধিক বিক্রিত 7G মডেল, যা কাস্টমারদের মনপসন্দ হবে। যে সব কাস্টমাররা একটু বেশি রেঞ্জের স্কুটারের সন্ধান করছেন, তাঁদের জন্য চমৎকার হতে চলেছে এই মডেলটি। প্রি-লঞ্চের সময়ই আমরা 5000+ ইনকুয়্যারি পেয়েছি এবং আশা করছি লঞ্চের প্রথম মাসেই 2000+ বুকিংও পেয়ে যাব।”

ePluto 7G Pro ইলেকট্রিক স্কুটারটি টক্কর দিতে পারবে ওকিনাওয়া, অ্যাম্পিয়ার, হিরো ইলেকট্রিক ইত্যাদি সংস্থার হাই-রেঞ্জের স্কুটারগুলির সঙ্গে।

Next Article
Hero Vida V1-এর অনন্য নজির! 24 ঘণ্টায় একটানা 1780 কিমি পথ চলে ই-স্কুটারের ঠাঁই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে