Royal Enfield Hunter 350: অপেক্ষার অবসান ঘটিয়ে এল রয়্যাল এনফিল্ড হান্টার 350, দাম 1.50 লাখ টাকা, ভিন্ন লুক, জবরদস্ত ফিচার, সর্বাধিক গতি 114 kmph

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 07, 2022 | 10:00 PM

1.50 লাখ টাকা দামে রয়্যাল এনফিল্ড তার দীর্ঘ প্রতীক্ষিত হান্টার 350 বাইকটি লঞ্চ করল। লুকের দিক থেকে অনবদ্য এই মডেলটি সদ্য লঞ্চ হওয়া টিভিএস রনিনের সঙ্গে জোরদার টক্কর দেবে। কী-কী বিশেষত্ব রয়েছে এর, দেখে নিন।

Royal Enfield Hunter 350: অপেক্ষার অবসান ঘটিয়ে এল রয়্যাল এনফিল্ড হান্টার 350, দাম 1.50 লাখ টাকা, ভিন্ন লুক, জবরদস্ত ফিচার, সর্বাধিক গতি 114 kmph
দেশের বাজারে ঝড় তুলতে হাডির রয়্যাল এনফিল্ড হান্টার 350।

Follow Us

ভারতের বাজারে হান্টার 350 বাইকটি লঞ্চ করে দিল রয়্যাল এনফিল্ড। এই মোটরবাইকের অপেক্ষায় দীর্ঘ দিন ধরেই বাঁধ ভাঙছিল রয়্যাল এনফিল্ড ভক্তদের। মোট তিনটি ভ্যারিয়েন্টে দেশের মার্কেটে নিয়ে আসা হয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। তাদের মধ্যে রেট্রো ভ্যারিয়েন্টের দাম 1.50 লাখ টাকা, হাইয়ার-স্পেক মেট্রো ড্যাপার ভ্যারিয়েন্টের দাম 1.64 লাখ টাকা এবং টপ-এন্ড মেট্রো রেবেল মডেলটির দাম 1.68 লাখ টাকা রাখা হয়েছে। মনে রাখতে হবে, এনফিল্ড হান্টার 350-এর এই প্রতিটি ভ্যারিয়েন্টের দামই এক্স-শোরুমের জন্য।

হান্টার 350 মোটরবাইকে একই ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যা ক্লাসিক 350 এবং মেটেওর 350-এ দেওয়া হয়েছিল। 349 cc, এয়ার-কুলড ইঞ্জিনটি সর্বাধিক 20.2 bhp পাওয়ার এবং 27 Nm পিক টর্ক দিতে সক্ষম। 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা হয়েছে এই ইঞ্জিন। এই বাইকে ফুয়েল এবং ইঞ্জিনের ইগনিশন ম্যাপ ফিরিয়েছে রয়্যাল এনফিল্ড, যাতে হান্টার 350-এর চরিত্রের সঙ্গে খাপ খায়। গাড়িটির সর্বাধিক গতি ঘণ্টায় 114 কিলোমিটার। ফুয়েল ট্যাঙ্কের পরিমাপ 13 লিটার এবং মোটরসাইকেলটির ওজন 181 কেজি।

এখনও পর্যন্ত যে সব বাইক রয়্যাল এনফিল্ড লঞ্চ করেছে, তাদের থেকে ডিজ়াইনে অনেকটাই আলাদা এই লান্টার 350 বাইকটি। নিও-রেট্রো লুক বজায় রেখেও লেটেস্ট এনফিল্ড মডেলে কিছুটা স্ক্র্যাম্বলার-লুকিং ডিজ়াইনও দিয়েছে সংস্থাটি। পাশাপাশি এর হ্যালোজেন সার্কুলার হেডল্যাম্প বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। টুইন-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি খুব সাদামাটা করা হয়েছে এবং সেখানে একটি ট্রিপার নেভিগেশন সিস্টেমও রয়েছে।

ব্রেকিং ডিউটির জন্য হান্টার 350 বাইকের সামনে রয়েছে 300 mm ডিস্ক এবং পিছনে রয়েছে 270 mm ডিস্ক। অন্য দিকে সাসপেনশন ডিউটির জন্য এই বাইকে দেওয়া হয়েছে 41 mm টেলিস্কোপিক ফর্ক ও তার সঙ্গে ফর্ক গেইটার। এই এনফিল্ড বাইকের পিছনে 6-স্টেপ প্রি-লোড অ্যাডজাস্টেবল শক অ্যাবজ়র্বার্স রয়ছে। এছাড়াও তিনটি ভ্যারিয়েন্টের উপরে নির্ভর করে সিঙ্গেল চ্যানেল ABS বা ডুয়াল চ্যানেল ABS-ও অফার করা হচ্ছে।

রয়্যাল এনফিল্ড বলে কথা! অ্যাক্সেসারিজ়ের বিপুল সম্ভাব থাকবে না, তাই আবার হয় নাকি! বিভিন্ন ধরনের ইঞ্জিন গার্ড, সাম্প গার্ড, নানাবিধ সিট, LED টার্ন ইন্ডিকেটর, বার অ্যান্ড মিরর, ট্যুরিং মিরর, টিন্টেড ফ্লাই স্ক্রিন, ব্যাক রেস্ট, পেনিয়ার্স এবং একটি পেনিয়ার রেলও রয়েছে। রয়্যাল এনফিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই এর একটি টেল টাইডিও নিয়ে আসা হবে।

Next Article